" অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ......... করার ফলাফল!"
কথা বলা অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। অতএব এই দুইটা কাজ থেকে আমাদের অনেক বেশি দূরে থাকতে হবে। তা না হলে আমরা নিজেরাই অপরাধী হয়ে যাব। আর আল্লাহ তায়ালা অপরাধীকে কখনোই পছন্দ করেন না। যে অন্যায় করে তাকে অবশ্যই সর্বদা বাধা দিতে হবে। অন্যায় সহ্য করা যাবে না, সহ্য করলে আপনিও কিন্তু তার মত সমান অপরাধের অপরাধী হয়ে উঠবেন।
অন্যায়ের প্রতিবাদ নিয়ে, আমি ছোট্ট একটা গল্প আজকে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য চলে এসেছি। গল্পটা থেকে আমাদের প্রত্যেকেরই শিক্ষা গ্রহণ করা উচিত। সমাজের ছোট বড় নিপীড়িত প্রত্যেকটা মানুষের উপরে, বর্তমান সময়ে সমাজের যারা একটু বড় প্রশাসনে রয়েছে। তারা অনেক বেশি ক্ষমতা খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে থাকে। এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত।
একটা গ্রামে আমির নামের একটা লোক বাস করত। আমির ছোটবেলা থেকেই অনেক বেশি সৎ সাহসী ছিল এবং সে অন্যায় যারা করতো, তাদেরকে একেবারেই পছন্দ করত না, তাদেরকে অনেক বেশি ঘৃণা করতো। অন্যায় করার আগে সে সর্বদাই ওই মানুষগুলোকে বাধা দেয়ার চেষ্টা করত। যারা অন্যায়ের কাজে লিপ্ত রয়েছে।
ওই গ্রামে একজন জুলুম এবং অত্যাচারী মানুষ ছিল। যে সর্বদা ওই গ্রামের গরীব দুঃখী মানুষদের কে অনেক বেশি জুলুম করত মিথ্যা কথা বলতো এবং তাদেরকে অনেক বেশি কষ্ট দিত। তাদের ফসল কেড়ে নিয়ে যেত এবং তারা যদি ফসল বিক্রি করে কোন টাকা আয় করতো। সেটা জোর করে তাদের কাছ থেকে নিয়ে মদের নেশায় আসক্ত হয়ে পড়তো।
হঠাৎ করে একদিন আমির সাহেব রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই লোকটা আমি সাহেবের সামনে পড়লেন এবং আমির সাহেব বাজার থেকে, বেশ কিছু ফসল বিক্রি করে অনেকটা টাকা নিজের কাছে জমিয়ে বাড়ি ফিরছিলেন। ওই লোকটা তার কাছে জোর করে টাকা চাইল এবং তাকে মারধর করতে চাইল। কিন্তু আমির সাহেব তার কাছে মাথা নত করেনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তাকে নিয়ে গ্রামের প্রধানের কাছে বিচার দিয়েছে।
প্রধান প্রথমত বিচার করতে না করে দেয়। কেননা প্রধান ঐ লোকটার সঙ্গে হাত মিলিয়ে ছিল। ওই লোকটা যা মানুষের কাছ থেকে জোর করে নিয়ে যেত প্রধানকে ও কিছু দিত। এটা আমির সাহেব বুঝতে পেরেছিল। তাই সে গ্রামের প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা সংগঠন তৈরি করে এবং সেখানে গ্রামের প্রধান কে আসতে বলে। গ্রামের প্রধান কে বলে তিনি যদি সঠিক বিচার না করে। তাহলে গ্রামের সবাই মিলে তার বিরুদ্ধে থানায় মামলা করবে।
এটা শোনার পর প্রধান সাহেব অনেক বেশি ভয় পেয়ে যায়। সে চিন্তা করে সে যদি সঠিক বিচার না করে। তাহলে গ্রামের মানুষ এবং আমির সাহেব যদি একসাথে গিয়ে তার নামে থানার মধ্যে মামলা করে। তাহলে সে তার ক্ষমতা হারিয়ে ফেলবে এবং এই গ্রামে থাকা তার আর হবে না। তাই সে ভয় পেয়ে তার বিরুদ্ধে নিয়ে আসা অন্যায়টা কে ভালোভাবে দেখে শুনে তার বিচার করে।
এতে করে গ্রামের মানুষ সুবিচার পায় এবং আমির সাহেবের সম্মান অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় গ্রামের মানুষের কাছে। এখান থেকে আমরা কি বুঝতে পারি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে যেমন আমরা নিজেরা ভালো থাকতে পারবো। ঠিক তেমনি আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবে। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
গল্পটা পড়ে খুব ভাল লাগলো। কেউ অন্যায় করলে সে বেশিদিন টিকে থাকতে পারেনা। যেমন বাংলাদেশের বিগত সরকারের কথা বিবেচনা করলে বোঝা যায়।
গল্পের মধ্য দিয়ে একটি শিক্ষানীয় বিষয় তুলে ধরেছেন। সবাই একসাথে মিলে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাই তাহলে সব অন্যায় অবিচার রুখে দেওয়া সম্ভব ।।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
একদম সঠিক বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে প্রশ্রয় দেয় দুজনেরই সমান অপরাধী ।। কিন্তু বর্তমান সময়ে মানুষ এটা যেন মানতে চায় না যে অন্যায় করে তাকে আর অন্যায় করার জন্য সাহায্য করা আর এরকম মানুষই সমাজে বেশি দেখা যায়।।
একদম ঠিক বলেছেন বর্তমান সময়ের মানুষ যে মিথ্যা কথা বলে তাকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু যে আপনাকে সত্য কথা বলে সাহায্য করতে চায় তাকে অনেক বেশি ঘৃণা করে। এটা করা মোটেও ঠিক না অন্যায়কারী এবং অন্যায় করা দুজনকেই অবশ্যই সমানভাবে দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
পৃথিবীতে এমনই হয়ে গেছে যে সত্য কথা বলবে তার মূল্য সবাই দিতে জানে না সবাই তাকে অবহেলা করে মিথ্যা দিয়ে মানুষকে সম্মান করে সেই প্রতিষ্ঠিত হয় বা মানুষের কাছে ভালো মনে হয় কিন্তু এটা দীর্ঘ সময় থাকে না।।