বাস্তবতার কাছে আমরা হেরে যাচ্ছি প্রতিনিয়ত!!!
ভালোবাসাটা হয়তো সবার জন্য সঠিকভাবে জন্ম নেয় না! কিন্তু যার জন্য একবার মনে ভালোবাসা জন্ম নেয়! তাকে হাজার জনমেও ভুলা যায় না।
প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না! যে আমাদেরকে ছেড়ে যায়! সে আমাদের প্রকৃত বন্ধু কখনোই ছিল না,,,, আর কখনো থাকবেও না।
শুধু পাওয়ার হিসেবটা করলে,,, জীবনে কোন কিছুই পাওয়া হবে না! সব সময় নিজের সঠিক টা দেয়ার চেষ্টা করতে হবে! তাহলে হয়তোবা জীবনে অনেক বড় কিছু আশা করা যাবে।
সম্পর্ক,,, ভালোবাসা,, বাস্তবতা,, সময়,, এই জিনিস গুলোর ক্ষেত্রে আপনি যত স্বার্থপর হবেন! মানুষ আপনাকে তত বেশি অপমান করবে! সম্পর্কের সাথে কখনো টাকার হিসেব করবেন না! ভালোবাসার সামনে কখনো সময়ের অজুহাত দেখাবেন না! আর বাস্তবতা সেটা আপনাকে মেনে নিতে হবে! সময় আপনাকে তার মত করে চলতে হবে।
জীবনের সিদ্ধান্ত নেয়ার আগে দু একবার ভেবে নেবেন! আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন! সেটা আদৌ কি সঠিক কিনা,, তার পেছনে কোন কারণ রয়েছে কি! যেটা আপনার জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে বাধ্য করবে! তবে এক দুইয়ের হিসাব করতে গিয়ে,, নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নেয়ার সময়,,,, কখনোই ভুল সিদ্ধান্ত নিবেন না। একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনের সাথে জড়িয়ে থাকা,,, প্রত্যেকটা মানুষের জীবনকে,,,, ধ্বংস করে দিতে যথেষ্ট ভূমিকা পালন করে।
আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ সুখী হতে চায়! প্রত্যেকটা মানুষ ওই মানুষের সফলতা গুলোকে অনেক বেশি গুরুত্ব দেয়! কিন্তু যে মানুষ গুলো জীবনের সফল হয়েছে! তাদের জীবনের পেছনের,, যে একটা গল্প আছে!
সেটা যদি কেউ একবার শুনত,, মন দিয়ে যদি সেটাকে অনুধাবন করত! তাহলে হয়তোবা প্রত্যেকটা সফল ব্যক্তির জীবনের সফলতার যে সুখ রয়েছে,,, সেই সুখ নিজের জীবনে অনুধাবন করার আগে! নিজের জীবনের কষ্ট গুলোকে একটু হলেও অনুধাবন করতো।
সময় নদীর স্রোতের মতো বহমান,, কিন্তু জীবনে এমন কিছু সময় আসে! যে সময়টা আমাদেরকে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শেখায়! কিছুটা সময় খারাপ হয়! কিছুটা সময় ভালো! জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস আমাদের জীবনে আসবে! এটা অনিবার্য!আমরা চাইলে ও সেটাকে আমাদের জীবন থেকে ঠেলে দিতে পারব না।
সময়ের সাথে নিজের সামঞ্জস্যতা রেখে,,, যে মানুষটা সামনের দিকে এগিয়ে যেতে পারে! যে মানুষটা সময়ের মূল্য দিতে পারে! তার কাছে জীবনটা খুবই সহজ! এই বর্তমান পরিস্থিতিতে,,, একটু সহজ সরল হলে মানুষ খুব বাজে ব্যবহার করে! আবার একটু স্বার্থপর হলে বলে,, এই মানুষটা অনেক খারাপ! তাহলে আমাদের কি করা উচিত।
আমি মনে করি এই বাস্তব সমাজে,,, আপনাকে আমাকে বেঁচে থাকতে হলে! সততার সাথে বেঁচে থাকতে হবে! কিছু কিছু জায়গায় একটু স্বার্থপর হতে হবে! কারণ আপনি যদি স্বার্থপর না হন! তাহলে আপনার আপন মানুষগুলো র কাছ থেকে,,, আপনি অনেক বেশি আঘাত পাবেন।
আপনি একটা কোম্পানিতে কাজ করেন! সেখান থেকে আপনি দিনশেষে কত টাকা ইনকাম করছেন! সেই হিসাবটা না করে,,, আপনি আপনার কোম্পানির প্রত্যেকটা কাজ সঠিকভাবে করতে পেরেছেন কিনা! সেই হিসাবটা করুন! কারণ এই জিনিসটা দিন শেষ আপনাকে,,, একটা নতুন কাজের অভিজ্ঞতা দিয়ে যাবে।
জীবনে কি করেছি? কি করতে পেরেছি? সেটা বড় বিষয় নয়! আমি আমার এই সমাজ,, আমার এই পরিবারের জন্য আমি কতটুকু করতে পেরেছি! সেটা হচ্ছে বড় বিষয়! আমি নিজে কি পেয়েছি,, সেটা বড় বিষয় নয়! আমি আমার পরিবারের জন্য আমি না থাকা অবস্থায় কি রেখে গিয়েছি,,, সেটা হচ্ছে বড় বিষয়।
সুখী আমরা সবাই থাকতে চাই! আমি যদি একটু কষ্ট করি,,, তাহলে আমার সন্তানেরা ভালো থাকবে! এর চাইতে বড় সুখ হয়তোবা কোন বাবা-মা চাইবে না! তাই আমি আপনি যদি একটু কষ্ট করে,, আমার সন্তানকে ভালো রাখতে পারি! এটার মধ্যেই আমাদের সার্থকতা লুকিয়ে আছে।
বাস্তবতার ক্ষেত্রে যদি আমি প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করি! তাহলে আমাদের জীবনটা খুবই দুর্ভাগ্যের! আমরা এমন একটা সমাজে বাস করি! যেখানে সবাই স্বার্থপর! যেখানে দিন শেষে সবাই হিসেব করে,,, আমরা কতটুকু পেয়েছি! এমন মানুষ আপনি কখনোই খুঁজে পাবে না! খুব কম,, যে কিনা দিন শেষে হিসাব করে! আমি আমার পরিবার, আমার দেশ, আমার সমাজকে, কতটুকু দিয়েছি।
সুখী সে নয়! যে অনেক টাকা ইনকাম করে দামি খাটে ঘুমাতে পারে,, সুখী তো সেই মানুষটা! যে সারাদিন পরিশ্রম করে রাতের ঘুমটা কে নিজের আপন করে নিয়ে,,, রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষ গুলো,, কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে! কিন্তু দশ তলায় থাকা দামি খাটে শুয়ে থাকা মানুষটার ঘুম,, সারা রাতে ও পুরায় না
তাই অতিরিক্ত কিছু চিন্তা না করে! জীবনে আমি কি দিয়েছি! সেটুকু চিন্তা করা উচিত! সময়ের সাথে আমাদের জীবন থেকে অনেকটা সময় পার হয়ে যায়! অতিরিক্ত সময় আমরা অবহেলায় নষ্ট করি! সেটাকে নষ্ট না করে,,,আমার সমাজ আমার পরিবারের জন্য যদি কিছু করতে পারি! এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম কাজ,,, আমাদের জীবনের সবচাইতে বড় লক্ষ্য।
হয়তোবা অনেক কথাই বলে ফেলেছি! কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে! আমরা আসলে মানুষ হয়ে ও মানুষের মতো আচরণ করতে জানিনা করতে পারিনা! আমরা সবসময় নিজেদের স্বার্থটা চিন্তা করি! নিজেদের স্বার্থটা যদি একটু ত্যাগ করতে পারতাম! তাহলে হয়তো বা আমরা নিজেদেরকে মানুষ হিসেবে মনে করতে পারতাম।
আজ আর লিখি না! লিখতে গেলে হয়তোবা মনের কথা কখনো শেষ হবে না! একটার পর একটা বের হবে! কিন্তু আজকে আর নয়! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
@rubina203
Kindly delete your unnecessary hashtag.
Thanks for information 🙂