"সবার জন্য সময় ২৪ ঘন্টা!"

in Incredible India2 months ago
pexels-photo.jpg

Image source

সময়ের চাইতে বড় শিক্ষক আমাদের জীবনে আর কেউ নয়! কি ভাবছেন বলুন তো? ভাবছেন এ আবার পাগল হয়ে গেল নাকি? কি আবোল তাবোল বকছে! আসলে আমি একেবারেই পাগল হয়ে যাইনি! জীবনের কিছু অনিশ্চিত এবং আশা না করা অভিজ্ঞতা থেকে বলছি! যেটা আমি কখনোই আশা করিনি। সেটাই জীবনে ঘটে গেছে। সময় আপনাকে অনেক বড় শিক্ষা দিবে। যদি আপনি আপনার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন।

আমাদের সমাজে কিছু মানুষ আছে। তারা প্রতিনিয়ত সবার সাথে এক তাল মিলিয়ে চলতে পারে না। হয়তো বা তারা বলে যে আমরা আরো পরে শুরু করব যেকোনো কাজ আরো একটু দেরিতে শুরু করব। কিন্তু সময়টা কখন পেরিয়ে যায়, তারা বুঝতেও পারে না। জীবনে একটা পর্যায়ে এসে, তারা আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারে না।

hands-woman-laptop-notebook.jpg

Image source

সময় খুব দ্রুত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমরা চিন্তা করি এই কাজ আজকে করবো, কিন্তু করা হয় না। অবহেলায় সময়টাকে নষ্ট করে ফেলি। বর্তমান সময়ে সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে, ফেসবুকে ছোট ছোট ভিডিওগুলো। যেমন ধরুন রিলস এবং বিভিন্ন ধরনের ফানি ভিডিও। যেগুলো আমরা একবার দেখতে বসলে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। কিন্তু আমাদের কাজের কথা আমাদের মনে থাকে না।

আমরা সাধারণ মানুষ। তাই আমরা হয়তোবা সময়ের গুরুত্ব টা তেমন একটা দিতে চাই না। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ, শুধুমাত্র সময়ের পেছনে ছুটতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝে মাঝে চিন্তা করি, আমাদের হাতে টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই। তবে একটা কথা কি কখনো ভেবে দেখেছেন? সময়ের চাইতে মূল্যবান সম্পদ আমাদের কাছে আর কিছুই হতে পারে না। আমরা যদি সেই সম্পর্কে কাজে লাগিয়ে জীবনে, এগিয়ে যেতে পারি। তাহলেই জীবনের শান্তি এবং সফলতা অর্জন করা সম্ভব।

একটু ভেবে দেখুন তো? আমাদের বাবার সময় যেরকম ২৪ ঘন্টা ছিল, বা তার ২০ বছর আগে যেমন ২৪ ঘন্টা ছিল! বর্তমান সময়ও কিন্তু 24 ঘন্টা! সময় অনন্তকাল এইভাবে চলছে আরো চলবে! কিন্তু আমাদের আয়ু মাত্র কয়েক বছর। আমরা যদি সময়ের দিকে তাকিয়ে নিজের কাজগুলো ফেলে রাখি। তাহলে সেটা করা একেবারেই বোকামি। কেননা দিন শেষে আমাদের জীবন থেকে আমাদের আয়ু কমতে থাকে। তাই সময়টাকে অবশ্যই কাজে লাগিয়ে, সময়কে বাধাগ্রস্ত করে, সেটাকে অবশ্যই সঠিক ব্যবহার করতে হবে।

pexels-photo-3153201.jpeg

Image source

আমরা হয়তোবা একটা কাজ করতে গিয়ে মনে হয়। এই কাজ করার জন্য আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় কখনোই হবে না। ঠিক তখন পর্যন্ত হবে না। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই কাজকে গুরুত্ব দেব। আমরা যখন সেই কাজকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করব। তখন আমরা দেখব, আমরা ২৪ ঘন্টাই আমাদের সেই কাজকে, কতটা সহজ ভাবে সম্পন্ন করতে পারি।

এই পৃথিবীতে বা তার আগে যারা সফল হয়েছে,বা বর্তমান সময়ে, তাদের সফলতার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সময়। তাদের হাতেও ২৪ ঘন্টা সময় ছিল। কিন্তু তারা সেটাকে কাজে লাগিয়েছে, আর আমরা বর্তমান সময়ে সময়টাকে কাজে না লাগিয়ে। সেটাকে কিভাবে অবহেলায় পার করা যায়। সেটা নিয়ে চিন্তাভাবনা করি।

pexels-photo-7350906.jpeg

Image source

আপনি আপনার কাজ আপনার জীবনের পরিবর্তন কতটুকু করতে চান। সেটা একমাত্র আপনার youtube এর সার্চ অপশন এবং google এর সার্চ অপশন থেকেই বোঝা যায়। আপনি কতবার আপনার কাজ নিয়ে কোন কিছু জানার জন্য, গুগল কে জিজ্ঞেস করেছেন? অথবা কতবার আপনি ইউটিউবে সার্চ করেছেন? তাই জীবনের যতটুকু সময় আছে! তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে উপরে ওঠার চেষ্টা করুন।

সময় এখন আছে কিছুক্ষণ পর নাও থাকতে পারে! এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী! তাই যেটুকু সময় বর্তমানে আছে! সেটুকু কাজে লাগিয়ে একটু হলেও ভালো থাকার চেষ্টা করুন! পরবর্তী সময়ে আফসোস করার চাইতে, বর্তমান সময়টাকে কাজে লাগানো টাকে ই আমি উত্তম মনে করি। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 2 months ago 

খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। সময় খুবই মূল্যবান একটি জিনিস। সবার জন্যই সময় ২৪ ঘন্টা। কিন্তু কীভাবে আমরা এটার ব্যবহার করবো তার সেটা যার যার নিজস্ব ব্যাপার। আপনি এখন সময় নষ্ট করলে সময় এক সময় এর প্রতিশোধ নিবে। তাই সময় থাকতেই এর সদ ব্যবহার করা উচিত। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

সময় থাকতে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। একবার পেরিয়ে গেলে সেটা কিন্তু অতীত হয়ে যায়। সেটা আর ফিরে পাওয়াটা সম্ভব নয়। তখন শুধুমাত্র বসে বসে আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। আমার কাছে মনে হয়, আমরা যদি আমাদের একটা জীবনের জন্য গোল সেট করতে পারি। আর সেই গোল কিভাবে আমরা পরিপূর্ণ করব। তার জন্য প্রতিনিয়ত কাজ করে যাই, তাহলে কিন্তু আমরা সময়ের সৎ ব্যবহার করতে পারব এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারবো। সবার জন্যই ২৪ ঘন্টা, কিন্তু কেউ সফল হয় আবার কেউ শুধুমাত্র বসে আফসোস করে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

ঠিক বলেছেন আপু সময় আমাদের বড় শিক্ষক, সময়ের কাজ সময়ে করতে না পারলে যখন সফলতা আসে না তখন সে সময় আমাদেরকে একটি শিক্ষা দেয়। আমরা সময় টা কে অনেক অপচয় করছি সময়টাকে । একটা কথাই আছে সময় এবং পানির স্রোত কারো জন্য অপেক্ষা করে না সময় তার নিজস্ব গতিতে চলতে থাকবে। ওই সময়টাকে কাজে লাগানোই আমাদের বুদ্ধিমানের কাজ হবে।

তাই আমরা সকলেই সময় অপচয় না করে সময়টাকে কাজে লাগাই।

ধন্যবাদ আপু এত মূল্যবান একটি পোস্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 months ago 

সময় আমাদের জন্য কখনোই অপেক্ষা করবে না। কিন্তু আমাদেরকে সময়ের জন্য অবশ্যই অপেক্ষা করা উচিত। এবং সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত। কিন্তু আমরা সেটা না করে সেটাকে কিভাবে অবহেলা করব, সেটা নিয়ে চিন্তিত থাকি। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

একটা সময় ছিল আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় নষ্ট করেছি। কিন্তু তখন আমার কোনো ভিডিও কিংবা নাটক দেখার কোনো অভ্ভাস ছিল না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার আসক্তি পুরোপুরিভাবেই কাটিয়ে উঠেছি আমি। আর এসব রিলস কিংবা শার্ট ভিডিও দেখে সময় নষ্ট করি না।
সাতদিন সোশ্যাল মিডিয়ায় না ঢুকলেও কোনো রকম লাগে না বরং এগুলু সময় নষ্ট বলে মনে হয়।
চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আসলে আপনার মত করে আমি নিজেও একটা সময় অনেকটা বেশি ঝোঁক ছিল। আমার বিভিন্ন রকম ইউটিউবে নাটক দেখা মুভি দেখার প্রতি। মাঝে কিছুটা সময় আমি সেটা ত্যাগ করতে পেরেছি। কিন্তু বর্তমান সময়ে অনেকটাই আবার ঝুঁকে পড়েছি। কিন্তু ওখান থেকে বের হওয়ার চেষ্টা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। ইনশাল্লাহ অনেকটাই বের হয়ে এসেছি।

একদমই ঠিক বলেছেন এটা আমাদের সময়টাকে একেবারেই নষ্ট করে। ঘন্টার পর ঘন্টা কখন ব্যায় হয়ে যায় আমরা বুঝতেও পারি না। আমরা যদি সেই সময়টাকে আমাদের কাজে লাগাই। তাহলে অন্ততপক্ষে দিন শেষে আমরা নিজে প্রশান্তি অনুভব করতে পারবো। নাহ আজকে অন্ততপক্ষে আমরা এই কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম বিচারক হলো সময়। যেটা সবকিছুর ঊর্ধ্বে। আমাদের এই ছোট্ট জীবনে কাজের কোন শেষ নেই। কিন্তু এই কাজ অনুযায়ী আমাদের কাছে সময় অতি নগণ্য। প্রত্যেকের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে মানুষ সময়ের মূল্য দিতে জানে সে ভালো কিছু জীবনে করতে পারবে।
জীবনে সফল হতে গেলে, সময়ের কাজ সময়ে করতে হবে।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার কথার সাথে আমিও সহমত পোষণ করছি। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিচারক হচ্ছে সময় এবং তার সাথে বিবেক। আমরা যদি সময়ের কাজ বিবেক খাটিয়ে সময়ের সাথে শেষ না করতে পারি। সময় আমাদেরকে এত বড় শিক্ষা দেবে। যেটা আমরা কখনো কল্পনা করতে পারবোনা। অনিশ্চিত কিছু জীবনে আসার আগে অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে, সময়ের কাজগুলো সময়ের সাথে শেষ করতে হবে। তাহলেই আমরা ভালো থাকতে পারবো ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

আমাদের জীবনে সব সময় আশা পূরণ হবে এরকম ভাবা বোকামি।। মানুষ সব সময় সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারে না।। সময়ের সাথে সাথে সবাইকে পরিবর্তন হতে হয়।। আর প্রতিটি মানুষের জন্য সময় একই রকম থাকে।। খুবই শিক্ষনীয় একটি পোস্ট করেছেন খুবই ভালো লাগলো পড়ে।।

 2 months ago 

আমাদের জীবনে কখনোই সব ইচ্ছে পূরণ হবে না। আর সব ইচ্ছে পূরণ করার জন্য আমরা যতই কঠোর পরিশ্রম করি না কেন? কিছু ইচ্ছা অবশ্যই অপূর্ন থেকে যাবে। তবে তার জন্য লড়াই করে যেতে হবে। সময়ের সাথে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আমরা যদি শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনা গুলো ঘরের মধ্যে বন্ধ রাখি, তাহলে সেগুলো কখনোই খোলা আকাশের নিচে সফল হওয়ার স্বপ্ন আমরা পূরণ করতে পারব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

মানুষ চাইলে সবকিছু পারেন া অনেক সময় পরিশ্রম করার পরও আমরা অনেক কিছু পাই না আর সেটা যেন আমাদের আরো পরিশ্রম করা দরকার।। আর হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যাশার বাইরে কোন কিছু চাওয়া ঠিক না।।

 2 months ago 

আমরা অবশ্যই আশা করতে পারি। কিন্তু সেই আশা পূরণ হবে তার নিশ্চয়তা আমরা কখনোই করতে পারি না। আমাদের প্রত্যাশা যতোটুকু ততটুকু নিয়ে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা যদি শুধুমাত্র আশা নিয়ে বসে থাকি, পরিশ্রম ছাড়া তাহলে সেটা কখনো পূরণ হবে বলে আমার মনে হয় না। জীবন যত কঠিন তার পরের যে জিনিসটা থাকবে সেটা অনেক সুন্দর হবে। তাই তো বলা হয়ে থাকে ধৈর্যের ফল অনেকটাই মিষ্টি।

 2 months ago 

একদম আপু আমাদের প্রত্যাশা যতোটুকু আর সেই অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে তাহলেই আমরা জীবনে যেটা পাওয়ার সেটা পাব।।।।

 2 months ago 

একটা কাজ করার জন্য আমাদের চেষ্টা সবচাইতে জরুরী। কেননা আমরা যদি কোন কাজ করার ক্ষেত্রে চেষ্টা না করি। তাহলে সেই কাজ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। প্রত্যাশা ঠিক তখনই করতে পারব যখন আমাদের কাজের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, পরিশ্রম থাকবে। তাহলে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল আশা করতে পারি।

 2 months ago 

চেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যায় তাই প্রতিটি কাজে প্রতিটি মানুষকে চেষ্টা করতে হবে।। আমরা অনেক সময় চেষ্টা না করে নিজেকে হার মেনে নেই আর এই মানুষগুলি একটা সময় হতাশাগ্রস্ত হয়।।

 2 months ago 

হতাশা মানুষের জীবনের সবচাইতে বড় একটা সমস্যা। একটা মানুষ যখন হতাশায় ভোগে তখন তার কি করা উচিত সে ভেবে পায় না। তবে আমার কাছে মনে হয় হতাশায় না পড়ে চেষ্টা করে যাওয়া, প্রতিনিয়ত একটা মানুষের জন্য খুবই প্রয়োজন। কেননা চেষ্টা আপনাকে হয়তো বা আপনার সফলতা অর্জন করার ক্ষেত্রে, এক ধাপ এগিয়ে নিতে পারে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59527.28
ETH 2462.24
USDT 1.00
SBD 2.49