ফটোগ্রাফি//প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দেয়া!

in Incredible Indialast year
IMG_20230502_190022_136.jpg

এত দিনের ব্যস্ততম সময় পার করার পর! আজকে হঠাৎ করেই ছোট ননদ বলে উঠলো! তার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না! একটু যদি ঘোরাফেরা করা যেত! মনে হয় মনটা একটু ভালো লাগতো।

তাই সে বলল বাড়ির পাশে একটা ইটের ভাটা আছে! বাড়ির পাশে বললেও ভুল হবে! একটু দূরেই অবস্থিত! একটু ঘুরে আসা যাক,, বর্তমান সময়ে ওখানে তেমন কেউ ছিলনা বলে,,, সবাই মিলে ওখানে ঘুরতে গেলাম।

ফটোগ্রাফি//প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দেয়া!

যাক পড়ন্ত বিকেলে বের হয়েছিলাম। সময়টা তখন বাংলাদেশ টাইম ৫ঃ১৪ মিনিট। বাড়ি থেকে বের হয়েছি,,, একটু হাঁটতে হাঁটতেই,,, সামনে দেখতে পেলাম ইটের ভাটা।

  • একটু সামনে এগিয়ে দেখি,,, ইট তৈরি করার যে গম্বুজ টা রয়েছে। সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়ছে। যেহেতু আমি মোবাইলটা নেই নাই। সেজন্য আমি আমার ননদের হাত থেকে,, মোবাইলটা নিয়ে ছবি তুলে ফেললাম।
IMG_20230502_190022_089.jpg

ছবিটা যখন আমি তুলছিলাম,,,, তখন আমার কাছে বেশ ভালো লাগছিল। কারণ আমার মোবাইলে চাইতে,,, আমার ননদের মোবাইল ফোনটা অনেক দামি। তার ফোনে দেখলাম,,, ফটোগ্রাফি গুলো,,, বেশ সুন্দর উঠল।

তারপর আমরা আরেকটু এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মাটি জমিয়ে রেখেছে। যেখানে কিনা ট্রাক আসা-যাওয়ার কিছু অস্তিত্ব আমরা অনুভব করলাম। জায়গাটার মধ্যে ট্রাকের চাকার কিছু দাগ,,, আমরা দেখতে পেলাম। সেখানে গিয়ে আমরা আরেকটা ফটোগ্রাফি তুললাম।

IMG_20230502_190022_636.jpg

এরপরে আমরা ইটের ভাটার অন্য সাইটে ঘুরে দেখতে গেলাম। সেখানে গিয়েও দেখলাম অসম্ভব,,,, সুন্দরভাবে ইট বানানো গম্বুজ টা থেকে ধোঁয়া বের হচ্ছে। আসলে জায়গাটা অসম্ভব সুন্দর লাগছিল। তাই দেরি না করে,,,, আবারো আরেকটা ফটোগ্রাফি তুলে নিলাম।

IMG_20230502_190022_513.jpg

আরেকটু সামনে এগিয়ে যাওয়ার পর। আমাদের বাজার দেখা যাচ্ছিল। অনেকটা দূরে তার সামনে বড় একটা পুকুর ছিল,,, তার সাথে ছিল খাল। সেখান থেকেও একটা ফটোগ্রাফি তুলে নিলাম। ফটোগ্রাফি গুলো যখন তুলছিলাম। তখন মনে হচ্ছিল মনটা যেন অনেকটা ভালো হয়ে গেছে। এত ব্যস্ততার মাঝে হঠাৎ করে বের হওয়ার পর। মনে হচ্ছিল আজকে,,, আমি অনেক স্বাধীন।

IMG_20230502_190021_762.jpg

তারপর বাড়ি ফেরার পথে,,,, অনেক বড় একটা নারিকেল গাছ দেখতে পেলাম। গাছের দিকে তাকিয়ে দেখলাম। নারিকেল ধরে আছে। তখন মনে হল ওখান থেকেও একটা ফটোগ্রাফি নেয়া যাক। তারপর ওখান থেকেও একটা ফটোগ্রাফি নিলাম। অসম্ভব সুন্দর লাগছিল ফটোগ্রাফি গুলো,,,, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20230502_190022_351.jpg

বন্ধুরা আজকের বিকেলটা আমি অসাধারণ সময় কাটিয়েছি। অনেক ভালো লেগেছে,,, আজকের বিকেলের সময়টা। হয়তোবা আজকের বিকেলের মত সময়। আমি আর কখনো কাটাই নি,,,, আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই আপনাদের কাছেও,,, ভালো লাগবে।

অনেক কথাই লিখে ফেললাম। আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে,,, আজকের মত, এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ!

DeviceName
Androidvivo Y2169
Camerafocal length:26 mm(equipment to 35 mm focal length film)
LocationBangladesh
Short by@rubina203
@rubina203
Incredible India COMMUNITY DISCORD LINK:-
Sort:  
 last year 

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া আসলেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অপূর্ব সুন্দর হয়ে থাকে নিজের মনকে হারিয়ে ফেলে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চারিপাশে এত ভরপুর আছে যে চোখ ফেরানো অনেক কঠিন হয়ে যায় যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সত্যিই দিদি বিকেল বেলা বেশ দারুণ একটা সময় কাটিয়েছেন আপনি।আপনার শেয়ারকৃত ছবিগুলো সত্যিই প্রসংশার দাবিদার।ছবিগুলো দেখার সময় আমি তো একেবারে হা করে তাকিয়ে ছিলাম,বিশেষ করে ইটের ভাটার ওপরে ছেড়া ছেড়া মেঘের ছবিটা আর নারিকেল গাছের ছবিটা আমার কাছে দারুণ লেগেছে,আপনার ননদের ফোনের ক্যামেরা সত্যিই অনেকটা ভালো।

অনেক ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভালো থাকবেন🥰🥰।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।


Congratulations...


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @radjasalman

Loading...
 last year 

আপু আপনার ফটোগ্রাফিগুলো অসাধারণ ছিলো। একদম জীবন্ত মনে হচ্ছিলো। আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর মহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার তোলা সব ধরনের ফটোগ্রাফি গুলো ৷ বিশেষ করে ভাটা সাথে আকাশের মেঘ গুলোর যে প্রাকৃতিক সৌন্দর্য টা ফুটে উঠেছে তা দেখে মনোমুগ্ধকর হয়ে গেলাম ৷

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রাকৃতিক মায়ায় ভরা কিছু দৃশ্য আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷

ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54960.01
ETH 2314.51
USDT 1.00
SBD 2.32