"বিদ্যুৎ বিহীন একটা দিন..................."
পানির অপর নাম জীবন এই কথাটা কেন বলা হয়? কখনো কি চিন্তা করে দেখেছেন! গতকালকে আমাদের সাথে ঠিক তাই হয়েছিল! রাতে যদিও আমাকে বলা হয়েছিল সকালে কারেন্ট থাকবে না! আমি ভেবেছিলাম হয়তোবা শুধু সকালে থাকবে না, কিন্তু সারাদিন কারেন্ট থাকবে না এটা আমি বুঝতে পারিনি! সকালবেলা সবাইকে ডাকা হয়েছিল যাতে সবাই যার যার পরিমাণ মতো পানি নিয়ে রাখে, কেননা সারাদিন কারেন্ট আসবে না! এই কথা শোনার পর আমি নিজে অনেকটা অবাক হয়েছিলাম! আসলে এত বেশি সিরিয়াসলি আমি বিষয়টা নেইনি।
না নেয়ার কারণটা হচ্ছে, গ্রামে থাকার সময় কারেন্ট না থাকলে তেমন একটা ঝামেলা হতো না। শুধুমাত্র কারেন্ট না থাকলে মোবাইলে চার্জ থাকবে না এটাই হচ্ছে চিন্তার বিষয়। কিন্তু এখানে এসে বুঝতে পারলাম কারেন্ট না থাকলে পানি ও পাওয়া যাবে না। গ্রামে তো আমরা পানি পেতাম কেননা আমাদের পুকুর টিউবওয়েল সবকিছুই রয়েছে। সকাল দশটার পরে অনুভব করলাম আমি যে পানিটুকু রেখেছি, সেটা দিয়ে আমার রান্নাবান্না এবং ছেলেদেরকে গোসল করানোর পর আর থাকবে না কি করবো বুঝতে পারছিলাম না।
নিজে গোসল করার মতো পানি নেই, হাজবেন্ড গোসল করবে আমাকে জিজ্ঞেস করল পানি রেখেছে কিনা, আমি বললাম দুই বালতি রাখা আছে এক বালতি দিয়ে গোসল করে নাও, কিন্তু ও দুই বালতি দিয়েই গোসল করে নিয়ে কাজে বেরিয়ে পড়ল। আমি সেদিকে লক্ষ্য করিনি। দুপুরবেলা যখন রান্নার মধ্যে আমার পানির একটু প্রয়োজন হল, আমি বালতি থেকে পানি নিয়ে আসার জন্য গেলাম দেখলাম পানি নেই। এত পরিমানে খারাপ লাগল ও কি আর বলব, এরপরে পাশের বাসার আন্টি র কাছ থেকে একটু পানি নিয়ে আমি আমার রান্না শেষ করলাম।
একটু পরেই যখন দুপুর হয়ে গেল তখন ছেলেরা গোসল করার জন্য পাগল হয়ে গেল, কেননা কারেন্ট নেই ফ্যান চলে না, অতিরিক্ত গরম বাসায়। ওরা গোসল করার জন্য বারবার বলছিল কিন্তু পানি না থাকার কারণে আমি ওদেরকে গোসল করাতে পারছিলাম না। খাবার পানি ছিল মোটামুটি সেগুলো দিয়ে ওদেরকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। মনে মনে চিন্তা করলাম যদি অতিরিক্ত পানি খরচ করি তাহলে অবশ্যই খাবার পানির সংকট দেখা দিবে। তাই পানি অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকলাম।
দীর্ঘ অপেক্ষা করার পর বিকেল সাড়ে পাঁচটার সময় কারেন্ট আসলো এবং মোটর চালু দেয়া হলো। আমাদের কাছে পানি আসতে আসতে প্রায় ছয়টা বেজে গেল। এরপর আবার রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে প্রথমত ছেলেদের কে গোসল করিয়ে দিলাম। তারপরে নিজের রান্নাবান্না করলাম। আসলে কারেন্ট না থাকলে কি পরিমাণে নাজেহাল অবস্থার মধ্য দিয়ে পার করতে হয়। যারা শহরে বসবাস করে তারা এটা ভালোভাবেই জানেন। আমি ও গতকালকে বেশ ভালোভাবেই বুঝতে পারলাম।
আর তাই হয়তো বা বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। একটা মহিলার ক্ষেত্রে পানি প্রত্যেকটা কাজে প্রয়োজন হয়। যেটা আমরা ব্যবহার করি আর প্রতিনিয়ত আমরা যে পরিমাণে পানি খরচ করি। অবশ্যই আমাদেরকে একটু হিসাব করে খরচ করা উচিত, কেননা অপচয় করা মোটেও ঠিক না। একদিন বিদ্যুৎ বিভ্রাট দেয়ার কারণে আমাদের এই অবস্থা। যদি অনেকদিন বিদ্যুৎ না আসে তাহলে আমাদের কি অবস্থা হবে, সেটা ভেবে অনেক বেশি ভয় পেয়েছিলাম। যাইহোক অনেক কষ্ট করেই গত কালকের দিনটা পার করলাম। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
আসলে শহরে থাকতে হলে মাঝেমধ্যে এমন সমস্যার সম্মুখীন হতে হয় বিদ্যুৎ না থাকলে পানি থাকে না আবার অনেক সময় গ্যাস থাকে না রান্নার ঝামেলা পোহাতে হয়।
আমার সবচেয়ে ভালো লাগে গ্রামের জীবন যাপন কেননা এখানে কারো উপর নির্ভর করতে হয় না। মোটরে পানি না আসলে কোন সমস্যা নেই পুকুরে গিয়ে গোসল করে আসবো গ্রামের বিশাল বড় বড় বড় বড় সুইমিং পুল যা দেখলেই মন ভরে যায়।
সত্যিই জল ছাড়া একটা দিন কাটানোর কথা ভাবাই যায় না। এই সিচুয়েশন নিজরা ফেস্ না করলে সত্যিই উপলব্ধি করা যায় না। আমাদের এখানে টিউবওয়েল আছে, তাই হয়তো আমাদের অসুবিধা হয় না, কিন্তু আপনার পোস্ট টি পড়ে খানিকটা উপলব্ধি করার চেষ্টা করলাম যে আপনি জল ছাড়া কতটা খারাপ অবস্থায় পড়েছিলেন।
আসলে জল ছাড়া একদিন কাটাবো এটা আমি কখনো কল্পনাও করি না। তবে কালকের দিনটা আমার জন্য খুবই ভয়ংকর একটা দিন ছিল। তারপরেও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে, সন্ধ্যার সময় আমরা জল পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পরিদর্শন করে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন।