"সত্যের পথে চলুন...... সর্বদা ভালো থাকুন!"

in Incredible India17 days ago (edited)
pexels-photo-7129049.jpeg

Image source

আমি যতটুকু জানি সত্যের পথে চললে কখনোই ঠকে যেতে হয় না। জীবনে হয়তোবা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু যারা সর্বদা সত্যের পথে চলে, তারা কখনোই ঠকে না। আল্লাহ তায়ালা সর্বদা তাদের সাথে থাকেন। সবসময় তাদের সঙ্গ দেয়ার চেষ্টা করেন। বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে এটা আমি বিশ্বাস করি।

তাই সর্বদাই চেষ্টা করি যতটুকু সম্ভব সত্যের পথে চলার সত্য কথা বলার, কারণ যারা সত্য কথা বলে তাদের জীবনের সমস্যা অনেক বেশি হয়। কিন্তু তারপরেও সে সমস্যার সমাধান ঘটে, জীবনটা সুন্দর হয়। আমরা যেমন এপারে ভালো থাকতে পারবো, সত্যের পথে চললে। ঠিক তেমনি ওপারেও ভালো থাকতে পারবো। কারণ সত্যবাদী কে আল্লাহতালা অনেক বেশি পছন্দ করেন।

সত্য পথে চললে যে ভালো থাকা যায়। সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করব। আশা করি গল্পটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

pexels-photo-296302.jpeg

Image source

ছোট্ট একটা গ্রামে হাসান নামের একটা ছেলে বাস করত। সে তার বন্ধুদের সাথে সর্বদাই মিথ্যা কথা বলতো এবং বন্ধুদের সাথে হাসি ঠাট্টা মজা করত, তাদের সাথে সর্বদা খারাপ ব্যবহার করত। এটা নিয়ে তার বন্ধুরা তার উপর অনেক বেশি বিরক্ত ছিল। কিন্তু সে তাদের বন্ধু ছিল তাই কিছুই বলতে পারতো না। একদিন হঠাৎ করেই হাসান বাড়িতে এসে তার দাদাকে বলতে লাগলো।

দাদা তুমি আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দাও। যাতে করে আমি আমার বন্ধুদের সাথে আরও বেশি মজা করতে পারি আরো বেশি আনন্দ করতে পারি। তখন তার দাদা তাকে বলল, তুমি প্রতিনিয়ত তোমার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করো এবং তাদের সাথে মিথ্যা কথা বল। এটা করা মোটেও ঠিক না। তুমি একদিন তাদের সাথে সত্য কথা বলে দেখো, ভালো ব্যবহার করে দেখো। দেখবে তুমি এর চাইতে অনেক বেশি মজা পাবে।

পরের দিন বিকালে যখন হাসান তার বন্ধুদের সাথে খেলা করতে গেল। তখন সে সবার সাথে সত্য কথা বলতে লাগলো এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করতে লাগলো।এটা দেখে সবাই তার সাথে আজকে অনেক ভালো ব্যবহার করল এবং সবাই খুব মজা করে খেলাধুলা করল। এরপর হাসান খেলাধুলা করে যখন বাড়িতে ফিরে আসলো।

তখন সে দৌড়ে গিয়ে তার দাদাকে বলল, দাদা আমি আজকে অনেক বেশি মজা পেয়েছি, অনেক আনন্দ করেছি। আমার বন্ধুরা আমার প্রতি অনেক খুশি। আমি প্রতিনিয়ত এভাবেই তাদের সাথে ভালো থাকতে চাই। তখন তার দাদা বলল তাহলে এরপর থেকে আর তুমি কখনোই মিথ্যা কথা বলবে না, এবং তাদের সাথে খারাপ আচরণ করবে না।

free-photo-of-a-young-boy-is-putting-a-toy-on-the-shelf.jpeg

Image source

এরপর হাসান নিজের মাথা নিচু করে তার দাদাকে ওয়াদা করলো। সে আর কখনোই মিথ্যা কথা বলবে না এবং তার বন্ধুদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। এখান থেকেই হাসান সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারল, এবং নিজের জীবনটাকে বদলে নেওয়ার চেষ্টা করল।

এই গল্প থেকে আমরা বুঝতে পারি। আমরা যদি প্রতিনিয়ত সত্য কথা বলি, মানুষের সাথে ভালো ব্যবহার করি। তাহলে কিন্তু মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করবে। আমরা যদি কারো সাথে খারাপ ব্যবহার করি। তাহলে খারাপ ব্যবহার আমাদের ও আশা করতে হবে। তাই আসুন আমরা সর্বদা সত্যের পথে চলি এবং সর্বদা মানুষের সাথে ভালো ব্যবহার করি। তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  
 11 days ago 

এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।যখন আমরা মিথ্যার আশ্রয় না নিয়ে, সত্যের পথে চলি এবং অন্যদের সাথে ভালো ব্যবহার করি, তখন আমাদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসে। সত্য বলার সাহস থাকা সত্যিই খুব বড় গুণ, এবং এটি আমাদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে।সুস্থ থাকবেন,ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 17 days ago 

আজকাল সমাজে সত্যবাদী মানুষ খুবই কম পাওয়া যায় অথচ এই সত্যবাদী মানুষগুলোই ভাল থাকে সৃষ্টিকতা তাদের পছন্দ করে।। আপনি অনেক সময় দেখবেন সত্য কথা বলার জন্য সাময়িকের জন্য আপনি খারাপ পরিস্থিতির মধ্যে পড়বেন কিন্তু ভবিষ্যতের জন্য আপনি খুবই লাভবান হবেন।। আপনি খুবই চমক আর একটি গল্প শেয়ার করেছেন এখানে অনেক শিক্ষনীয় একটি বিষয় রয়েছে।।

Loading...
 17 days ago 

আপনার পোস্টটি পড়ে আমার একটি কথা খুব মনে পড়ে গেল, "সত্য বল সুপথে চল ওরে আমার মন" সত্য মানুষকে সবসময় মুক্তি দেয়, সত্যের দৃশক্তি সে শক্তি অন্য কোন কিছুর ভিতরে নেই, বর্তমান সময়ের সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, আপনার সত্য নিয়ে হাসানের যে গল্প শেয়ার করলেন খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর বিষয় নিয়ে খুব সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60929.80
ETH 2371.67
USDT 1.00
SBD 2.49