আল্লাহ তায়ালার সম্পত্তি,,,, দান না করার পরিণতি!!!!!!!

in Incredible Indialast year
20230717_170205.jpg edit pixllabe

আল্লাহ আমাদেরকে যা দিয়েছে,,,আমাদের প্রত্যেকেরই উচিত! আমাদের যে সম্পদ দিয়েছে,,, সেই সম্পদ গরিব মিসকিনদের মাঝে,,,,,, কিছুটা হলেও বিলিয়ে দেওয়া।

জীবনে আমরা অনেক কিছুই পাই,,, অনেক টাকা সম্পদের মালিক হই! কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমাদের যে সম্পদ রয়েছে! সেটা একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া এমন একটি সম্পদ! যে সম্পদ সকালে থাকলে বিকেলে নাও থাকতে পারে! আজকে আমি তেমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব! আশা করি গল্পটা পড়ার পরে,,, আপনারা বুঝতে পারবেন,, আল্লাহতালার কাছ থেকে পাওয়া সম্পত্তি দান করলে কি পরিণতি হয়! আর দান না করলে কি পরিণতি হয়।

আল্লাহ তায়ালার সম্পত্তি দান না করার পরিণতি

ইয়ামিনের দেশে একজন লোক ছিল! সে আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করত,,, এবং আল্লাহর প্রত্যেকটা দিকনির্দেশনা সঠিকভাবে পালন করার চেষ্টা করত! এবং নিজের অনেক বড় একটা ফল বাগান ছিল!যে বাগানের ফল ফসল তিনভাগের এক ভাগ,,, তিনি গরিব দুঃখীদের দান করে দিত।

apples-1872997_1280.jpg

ছবির উৎস

ওই লোকটার তিনটা ছেলে ছিল,,, লোকটা কিছুদিন পরে মারা গেল! লোকটার দুইটা ছেলে চিন্তা করলো তাদের যে সম্পদ রয়েছে! তাদের পরিবারের লোক সংখ্যা হিসেবে তাদের সম্পদের পরিমাণ অনেক কম! তারা এতদিন তার বাবা যে নিয়ম মেনে এসেছিল! সে নিয়ম তারা আর মানতে পারবে না! তারা আর তাদের ফলের সম্পত্তি থেকে,,,, গরিব মিসকিনদেরকে দিতে পারবে না।

কিন্তু ছোট ছেলে ছিল পরিবারের বিরুদ্ধে! সে ছিল গরীব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল,, সে চেষ্টা করত যতটুকু সম্ভব গরিবদেরকে সাহায্য করার জন্য! কিন্তু অন্যরা তার কথায় কখনোই কান দিত না।

white-cabbage-2521700_1280.jpg

ছবির উৎস

এরপরে তারা সবাই নিজে নিজে প্রতিজ্ঞা করল! যে তারা কালকে সকালে গরিব মিসকিন না আসার আগেই! সকল ফল এবং ফসল বাগান থেকে কেটে নিয়ে আসবে! তারা যখন এ কথা বলেছিল,,, তারা বলেনি যে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ যদি চায়! তারা আল্লাহর নাম না নেওয়াতে ঐ দিন রাতে তাদের ফল বাগান,,, এবং ফসল বাগানের মধ্যে গজব নাযিল হয়ে যায়। তাদের প্রত্যেকটা ফল এবং ফসল নষ্ট হয়ে যায়,,, জলে পুড়ে ছারখার হয়ে যায়! তাদের বাগান মরুভূমিতে পরিণত হয়।

এরপরে তারা তাদের কথা অনুযায়ী,, সকালবেলা সবাইকে বলাবলি করতে লাগলো! বলল ওই ভিক্ষুকের দল আসার পূর্বে আমাদেরকে প্রত্যেকটা ফসল কেটে আনতে হবে। তারা তাদের সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতার সাথে,, অহংকার করে ফসল কাটতে গিয়েছিল।

যাওয়ার সময় তারা একজন আরেক জনকে বলাবলি করতে লাগলো! ওই ভিক্ষুকের দল এবং গরিব মানুষগুলো আসার আগে! আমাদেরকে ফসল এবং ফল লুকিয়ে ফেলতে হবে,,, এবং আনজাম দিয়ে রাখতে হবে।

যখনই তারা তাদের বাগানে গিয়ে পৌঁছালো! বাগানের অবস্থা দেখে তারা বলল! আমরা হয়তোবা ভুলে অন্য কোন বাগানে চলে এসেছি।

এরপরে তারা যখন বাগানের বিভিন্ন ধরনের আলামত দেখতে পেল,,, এবং তারা তাদের বাগানের পরিধি দেখতে পেল! তখন তারা বুঝতে পারল,,,, আল্লাহর প্রতি নাফরমানী করার কারণে,,,, আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষিত করেছে।

desert-279862_1280.jpg

ছবির উৎস

এরপরে তার ছোট ভাই তাদেরকে বলল! আমি তোমাকে কে আগেই সতর্ক করেছিলাম! আল্লাহর প্রতি কখনোই নাফরমানি করো না! অহংকার করো না,,, গরিবদের সম্পদ ছিনিয়ে নিও না! তোমরা অবশ্যই আল্লাহর প্রতি নাফরমানি করার ফল পেয়ে গেছো! এবং গরিবদের হক ছিনিয়ে নেয়ার ফল পেয়ে গেছো! এখনও সময় আছে তওবা করো।

এরপরে তারা অনেক বেশি ভয় পেয়ে গেল! এবং সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো! এবং একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করল! তখন তাদের ওই ছোট ভাই বলল! তোমরা একজন আরেকজনকে দোষারোপ না করে আল্লাহর মহিমা স্বীকার করো! আল্লাহ সর্বশক্তিমান তার উপর কোন রকম নাফরমানি করা যাবেনা! অবশ্যই তোমরা সত্য মন নিয়ে আল্লাহর কাছে তওবা কর! আল্লাহ তা'আলা তোমাদের তওবা কবুল করে নেবেন।

এরপরে সবাই সেজদায় পড়ে গেল,,, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো! এবং নিজেদের ভুলের কথা স্বীকার করতে লাগলো! আল্লাহ যে এক অদ্বিতীয় তার কোন শরিক নেই! এ কথাগুলো বারবার অন্তরে জপ করতে লাগলো।

এতে করে আল্লাহ তায়ালা নিজের মহিমা আবারও প্রকাশ করলেন! তাদের বাগানটাকে আবারও সুজলা-সুফলা করে দিলেন! এবং আবারো অনেক ফসল এবং ফল ওই বাগানে ভরিয়ে দিলেন! এবং তারা তাদের ভুল বুঝতে পেরেছে।

stone-crop-1422641_1280.jpg

ছবির উৎস

তাদের সেই ফসল থেকে তারা গরিবদেরকে আবারও দান করা শুরু করলো! এবং নিজেরা খুব স্বাচ্ছন্দ ভাবে জীবন যাপন করতে লাগলো।

আমরা যেকোনো ধর্মের মানুষই হই না কেন! যে যাকে বিশ্বাস করি! তাকে অবশ্যই সত্য মন এবং সততার সাথে বিশ্বাস করা উচিত! কারণ এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা ছাড়া,,, এই পৃথিবীতে আর কেউ নেই।

আল্লাহ তাআলা আমাদের যে সম্পদ দিয়েছে! সে সম্পদের মধ্যে গরিবের হক দিয়েছে! অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত সেই সম্পদ থেকে গরিবের হক গরিবকে বুঝিয়ে দেয়া! এবং আমরা যা পেয়েছি তাতে সন্তুষ্ট থাকা! অহংকার না করা,,, অহংকার পতনের মূল এই কথাটা আমরা সবাই জানি।

আমি আমার জায়গা থেকে যতটুকু পারি মানুষকে সাহায্য করার চেষ্টা করি! আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

খুব সুন্দর একটি লেখা প্রকাশ করার জন্য ধন্যবাদ।

আমার একান্ত ভাবনা, আমি যে সাড়ে তিন হাত বডি নিয়ে চলাফেরা করি,যে সম্পদগুলো আমার বলে দাবী করি, এগুলোর কোনোটারই প্রকৃত মালিক আমি না,প্রকৃত মালিক উপরওয়ালা। আমি শুধু মাত্র ক্ষনিকের দখলদার।আমাকে এগুলো ব্যবহার করার সুযোগ দিয়েছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাই আমি মনে করি খানিক সময় এপৃথিবীতে বিচরন করতে এসে সম্পদের মোহে না পড়াই ভালো। অনেক সম্পদবলে অহংকার না করাই শ্রেয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58802.33
ETH 3158.99
USDT 1.00
SBD 2.42