অতিরিক্ত আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়!!!!

in Incredible Indialast year
hands-1926414_1280.jpg

ছবির উৎস

আমাদের মানুষের চাহিদার কোন শেষ নেই! আমাদের যতটুকু আছে তার চাইতে অনেক বেশি প্রয়োজন! আমরা আমাদের চাহিদার চাইতেও অনেক বেশি আশা করে ফেলি! কিছু কিছু মানুষের জীবনে অতিরিক্ত আসার কারণে,,, তাকে অনেক অপমান অপদস্ত হতে হয়।

অতিরিক্ত আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়!!

জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারাটা যে,,,,,কত বড় বোকামি সেটা হয়তোবা আমি আপনি খুব ভালো করেই জানি! ঠিক সেখান থেকেই যদি আমরা অতিরিক্ত আশা করি,,,,, তাহলে তার চাইতে বোকামি হয়তোবা আর কিছুই হতে পারে না।

একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য,,, যেমন দুইজন মানুষের মতামত এবং মনের গুরুত্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ! ঠিক তেমনি কোন কিছু আশা করার ক্ষেত্রে কার কাছে আশা করছেন! কার কাছে আশা করলে আমরা সেই জিনিসটা পাব! সেটা মেটার করে আপনার সঠিক সিদ্ধান্তের উপর।

আমার কাছে মনে হয়,, কোন মানুষের কাছে কোন কিছু পাওয়ার আশা করাটাই বোকামি! কেননা একজন মানুষ আমাকে একটা জিনিস দিবে,,, আমাকে আশা দিল। দিন শেষে দেখা গেল,, সে মানুষটাই আমার আশা নিয়ে খেলতে শুরু করল! কারণ কথায় আছে,, এ পৃথিবীতে আপনি যতই কষ্টে থাকুন না কেন! আপনার মনের কষ্ট কারো কাছে শেয়ার করবেন না! কারণ সামনে থাকা মানুষটা আপনার মনের কষ্টের কথা গুলো জেনে আপনার সাথে সহানুভূতি দেখাবে! কিন্তু অন্য মানুষের সামনে আপনাকে নিয়েই উপহাস করবে।

একজনের কাছে মন প্রাণ দিয়ে চাইতে থাকুন,, তিনি আপনার প্রত্যেকটা আশা প্রত্যেকটা ভরসা নিয়ে,,, আপনার মনের আশা গুলোকে পূরণ করবে! একদিন চাইবেন হয়তোবা পাবেন না! দুইদিন চাইবেন হয়তোবা পাবেন না! কিন্তু তৃতীয় দিন যে আপনি পাবেন না তার কোন নিশ্চয়তা আপনি কি? দিতে পারেন মোটেও পারবেন না।

একটা কোম্পানিতে দুইজন লোক কাজ করতো! একজন লোক ছিল ওভার কনফিডেন্স,, সে সবসময় সবার কাছে বলত এই কাজটা করা আমার জন্য কোন ব্যাপার নয়! প্রত্যেকটা সময় সে অহংকার করত,, তার অহংকারের দাপটে ওই কোম্পানির বাকি মানুষগুলো অনেক সময় মন খারাপ করতো! কারণ একটু অহংকারের কারণে,,, সে মানুষকে মানুষ মনে করত না।

meeting-2284501_1280.jpg

ছবির উৎস

সে নিজের কাজের চাইতে অনেক বেশি কিছু আশা করত! সব সময় প্রত্যেকটা মানুষকে অনেক বেশি ছোট করে দেখতো এতে করে,,,,, তার মধ্যে অহংকার বাসা বেধে যায়! সে মানুষকে কথা বলার সময় অনেক উচ্চকণ্ঠে কথা বলতো।

একদিন সে তার কোম্পানির কাছে আবদার করে বসে! তাকে একটা ফ্ল্যাট এবং একটা গাড়ি দেয়ার জন্য! তখন কোম্পানি বলে,, আমি তোমার চাইতেও যারা সিনিয়র তাদেরকে গাড়ি এখনো দেইনি ফ্লাট দেয়া হয়নি! তাহলে তোমাকে কিভাবে দিব! কিন্তু তার এই আশা সে কখনোই ছাড়েনি,, সে সবসময় মালিকের কাছে তার আবদার করেই গেছে।

এবং তার আত্মীয়-স্বজনের কাছে বলে বেড়াতো! তার এই আছে তার ওই আছে এতে করে আত্মীয়-স্বজনের কাছেও,, সে ধীরে ধীরে খুব খারাপ মনের,, একজন মানুষ হয়ে যেতে থাকলো।

man-4132758_1280.jpg

ছবির উৎস

বেশ কয়েকদিন ওই কোম্পানিতে কাজ করার পর! ওই কোম্পানির মালিক তাকে ওখান থেকে বের করে দেয়! কারণ সে তার কাজের তুলনায় অতিরিক্ত অনেক বেশি কিছু আশা করতো,,, কোম্পানির কাছ থেকে! এতে করে কোম্পানি অনেক বেশি ধৈর্য হারা হয়ে যায়! এবং তাতে সেখান থেকে বের করে দেয়।

এরপরে সে অনেক চেষ্টা করেও একটা চাকরি জোগাড় করতে পারে না! ধীরে ধীরে সে বুঝতে পারে,, অতিরিক্ত আশা করাটা তার সবচাইতে বড় বোকামি ছিল! সে যতটুকু পেয়েছে,,, ততটুকুতে কখনোই সন্তুষ্ট ছিল না,,, তার আরো অনেক বেশি প্রয়োজন ছিল।

বন্ধুরা এই গল্প থেকে আমি শিক্ষা পেয়েছি! অতিরিক্ত কোন কিছু আশা করাটা ঠিক নয়! আমাদের যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত! একজন মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে না! যদি সেটা সৃষ্টিকর্তার দিক নির্দেশনা না হয়।

house-of-allah-2217860_1280.jpg

ছবির উৎস

সবার কাছে অনুরোধ করব! একজন এর কাছে সবচাইতে অনেক বেশি কিছু চাইবেন,, যিনি কিনা আপনাকে ওই জিনিসটা দেয়ার জন্য,,, অন্য কারো কাছে হাত পাততে হবে না! আমি বলতে চাচ্ছি আপনারা সৃষ্টিকর্তার কাছে চাইবেন! তিনি কোন না কোন একদিন আপনাকে ঠিকই,, আপনার আবদার করা জিনিসটা দিবে।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! সবাই ভাল থাকুন সুস্থ থাকুন! এই কামনা করি,, আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58802.33
ETH 3158.99
USDT 1.00
SBD 2.42