"তুই জীবন নাটকের:- (রিভিউ উপস্থাপন)"(ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত)
প্রিয় মানুষকে ভালোবাসার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে। যারা ভালোবাসে তারা তাদের প্রিয় মানুষকে দেখার জন্য পাগলের মত হয়ে যায়। একটা বার না দেখলে মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকাটাই তার জন্য দায়। কিন্তু তারপরেও বেঁচে থাকতে হয়। বন্ধুরা ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে দেখানো যায় না। প্রকাশ করা যায় না। কাউকে বোঝানো তো দূরের কথা।
বিগত কয়েক বছর পেছনে গেলে আমরা দেখতে পাই। যে ধনী গরিবের মধ্যে ভালোবাসা হলেও সেটা প্রকাশ করার মতো সাহস কারো থাকতো না। হয়তোবা মেয়েটা ধনী থাকতো ছেলেটা গরিব থাকতো। কিন্তু নিজের প্রিয় মানুষকে সামনে দেখেও কাছে পাওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকলেও, তাকে কাছে পাওয়া যেত না। কারণ একটাই মেয়েটা ধনী। মেয়ের সাথে যদি সম্পর্ক করে তাহলে তার বাবা-মায়ের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এমন কথা চিন্তা করেই, প্রিয় মানুষটাকে সামনে দেখেও কিছুই বলার থাকে না।
- তুই জীবন (২০২৪ সাল)
নাটক সম্পর্কিত কিছু তথ্য
পরিচালক:-মি: তৌফিক ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক:- তুর্জয়
সহকারী পরিচালক:- সবুজ আহাম্মেদ
চিত্রগ্রহণ:- শ্রাবণ
নাটকের মধ্যে অভিনয় করেছেন:-
মুশফিক আর ফারহান, আয়শা খান, আশরাফ টুলু,মিলি বাশার, তুহিন রহমান এবং আরও অনেকেই।সময়:- 40 মিনিট 04 সেকেন্ড
নাটকটির ধরন :- sad, love, emotional,
আজকে আমি তেমনই একটা নাটকের রিভিউ করার জন্য আপনাদের মাঝে চলে এসেছি। আমরা এই পৃথিবীতে মাত্র অল্প কয়েক দিনের জন্য আছি। তাই আমার কাছে মনে হয় যদি কাউকে আপনার সত্যিই ভালো লেগে থাকে। তাহলে সেটা মনের মধ্যে পুষে না রেখে, তার কাছে অবশ্যই প্রকাশ করা উচিত। অথবা যদি আপনি জানতে পারেন আপনি যাকে পছন্দ করেন। আপনি যাকে ভালবাসেন। সে মানুষটাও আপনাকে ভালোবাসে তখন আপনি কি করবেন।
এই সমাজ বড়ই কঠিন। এই সমাজের মানুষগুলো অনেক বেশি স্বার্থপর। তারা কখনোই চায় না দুইজন ভালোবাসার মানুষ একসাথে থাকুক। একসাথে বেঁচে থাকার মধ্যে যে আনন্দ আছে। সেটা তারা তাদেরকে উপভোগ করতে দেয় না। তারা দোহাই দেয় ধনী গরীবের। তারা দোহাই দেয় কিভাবে সমাজের মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে। আমরা কিভাবে সমাজে চলাফেরা করবো। এই সকল কিছু চিন্তা করে, দুইজন মানুষকে এক হতে দেয় না কিন্তু এর পরিসমাপ্তি কি ভাল হয়।
আমি তো মনে করি এর পরিসমাপ্তি কখনোই ভালো হয় না। যতটুকু দেখে এসেছি সত্যি কারের ভালোবাসার মানুষ যখন একজন আরেকজনকে পায় না। তখন তারা তাদের জীবন দেয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। হয়তোবা মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় অন্য জায়গায়, বিয়ে হওয়ার একটু পরেই মেয়েটা বিষপান করে মারা যায়। অথবা দেখা যায় ছেলেটা গরিব হওয়ার কারণে, নিজের মনের অনুভূতি সেই মেয়েটার কাছে প্রকাশ করতে পারেনা। বা মেয়েটার বাবা সেটা মেনে নেবে না। এসব কথা চিন্তা করে আর কখনোই প্রকাশ করা হয় না।
এই নাটক আমি যদি রেটিং করি তাহলে আমি এখানে
দিব কেননা এই নাটকের শেষের অংশ, অনেক বেশি ইমোশনাল ছিল। যেখানে ছেলে এবং মেয়ে দুজনেরই মারা যায়। আমার কাছে মনে হয় পরিচালক এখানে তাদের দুজনের মিলন করাতে পারতো।
এই নাটক থেকে আমাদের শিক্ষা!
তবে একটা কথাই বলবো। যদি আমাদের সমাজে ভালোবাসার প্রতি এই ধরনের অবহেলা এবং সমাজের মানুষ এত কঠিন না হতো। তাহলে আমাদের পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর হতো। দুইজন ভালোবাসার মানুষকে যদি মেনে নেয়া হতো। তাহলে তারা বেঁচে থাকতে পারতো। কিন্তু পরিশেষে দেখা যায় তারা কেউই বেঁচে নেই এবং তারা কেউই, নিজের মনের কথা নিজের পরিবারকে জানাতে পারেনি। না জানাতে পেরে তারা নিজেরাই নিজেদের জীবন দিয়ে দেয়।
তাই আমি সবাইকে অনুরোধ করি। ভালবাসার মানুষ গুলোকে এক হতে সাহায্য করুন। তাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করুন। তারাও তো চায় তাদের প্রিয় মানুষটাকে নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে। তাহলে এই সমাজের মানুষের কথায় কেন আপনি কান দিবেন। একদিন দুইদিন কথা বলবে। তৃতীয় দিন সবাই সবকিছু ভুলে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়বে। ভালো থাকুক সেই মানুষ গুলো। যারা ভালোবেসে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
প্রতিটা ছবি মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলে আপনার নাটকের রিপোর্টটা পড়ে এতটা ভালো লাগলো যেটা বলার বাইরে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য, এবং আমিও মনে করি যারা ভালোবাসা করে তাদেরকে অবশ্যই আমাদের সাহায্য করা উচিত। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
তারা চায় ভালবেসে তাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে আজীবন কাটিয়ে দিতে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের কারণে, তারা এই পৃথিবীতে থাকতে পারেনা। অকালেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে সাহায্য করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
ভালবাসার জন্য কত মানুষ যে জীবন দিয়েছেন তার কোন হিসাব নাই, আমাদের সকলকে ভালবাসার মূল্য দিতে হবে। "তুই জীবন" নাটকের রিভিউটা আপনি খুব সুন্দর ভাবেই উল্লেখ করেছে। ধন্যবাদ এত সুন্দর পোস্টের জন্য, ভাল থাকবেন।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে এত সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য। আসলে ভালোবাসা বলতে কি বুঝায় আমি সঠিক জানিনা। তবে আমার কাছে মনে হয় ভালোবাসার জন্যই মানুষ বেঁচে থাকে। কেউ যদি কাউকে ভালবাসে সেই মানুষটা যদি পৃথিবীতে সবচেয়ে অসুন্দর হয় শুধুমাত্র সেই মানুষটাকে ভালোবাসার কারণে সেই মানুষটাকে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ মনে হবে এই নাম হচ্ছে ভালোবাসা। তবে ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না। আমরা সবাই চেষ্টা করব ভালোবাসার সঠিক মূল্য বা সঠিক মর্যাদা দেওয়ার। ধন্যবাদ ভালো থাকবেন
আপনি আবারো আমাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছেন।। এটা একদম সঠিক ভালোবাসা মানুষকে দেখার জন্য মানুষ অনেক কিছুই করে থাকে।। আর আপনি নাটকের বউ খুবই চমৎকারভাবে করেছে যেখানে রেটিং করেছেন 7, আমি এখনো নাটকটি দেখিনি যদি সুযোগ হয় অবশ্যই দেখবো।।
আপনি আজকে তৌফিক ইসলাম পরিচালিত ও
মুশফিক আর ফারহান, আয়শা খান, আশরাফ টুলু,মিলি বাশার, তুহিন রহমান অভিনিত নাটক
"তুই জীবন " নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ব্যাক্তিগত ভাবে নাটক দেখার তেমন একটা অভ্যাস না থাকায়,এদের কাউকেই আমি চিনি না অথবা বলা যায় যে এদের নাটক দেখা হয় নাই।
তবে আপনার নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে যে, দেখা যায়।