যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি?

in Incredible Indialast year
social-media-5187243_1280.webp

ছবির উৎস কপিরাইট মুক্ত

ধরুন একটা খবর যখন একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে। তখন কিন্তু সেই খবর সম্পর্কে অনেকেই অজানা থাকে। সেই খবরের কোনো মূল্য থাকে না। যখনি সেই খবর চারপাশে ছড়িয়ে পড়ে। তখন কিন্তু সেই খবরের মূল্য অনেক বেশি বৃদ্ধি পায়।

কেমন আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকক্ষণ বকবক করে ফেললাম এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

  • এবার চলুন জেনে নেয়া যাক,

যোগাযোগ-প্রযুক্তি বলতে আমরা কি বুঝি?

আমি যতটুকু বুঝি, আমরা যখন একটা কম্পিউটার থেকে। অন্য আরেকটা কম্পিউটারে আমাদের তথ্য গুলোকে আদান-প্রদান করি। অথবা একটা ল্যাপটপ থেকে একটা মোবাইলে, যে কোন তথ্যকে আদান প্রদান করে থাকি। সাধারণত এই আদান-প্রদান করাকেই,আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে মনে করে থাকি।

industry-2633878_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

এই তথ্য আদান-প্রদান করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা তথ্য টাকে এমনভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা ট্রান্সফার করবো। যাতে তথ্য থেকে কোন শব্দ বা কোন ওয়ার্ড এদিক-ওদিক ছুটে না যায়।

এই প্রক্রিয়া গুলোকে অবশ্যই, একটা নির্ধারণযোগ্য সময়ের মধ্যে করতে হবে। যাতে করে আপনি যখন তথ্য আদান প্রদান করবেন। এর মধ্যে যেন ক্ষতির কোন আভাস না পড়ে,অবশ্যই সতর্কতার সাথে করতে হবে।

আমরা সাধারণত দেখেছি, যখন প্রথম কম্পিউটার বাংলাদেশ কাজ করা শুরু করেছিল। তখন কিন্তু বাংলাদেশের অনেক জায়গায়, অনেক জিনিস পরিবর্তন হয়েছে।

monitor-1307227_1280.webp

ছবির উৎস কপিরাইট মুক্ত

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

এর পর ধীরে ধীরে যখন কম্পিউটার থেকে ল্যাপটপ আদান প্রদান করা শুরু হয়ে গেল। তখন কিন্তু এই পরিবর্তনটা আমরা খুব দ্রুতই দেখতে পেয়েছি। ঠিক তেমনি একটা প্রযুক্তি যখন একটা জায়গায় পরিবর্তন নিয়ে আসে। তার সাথে যখন আরেকটা প্রযুক্তি সংযুক্ত হয়। তখন কিন্তু সেই জায়গায় অনেক দ্রুত অনেক কিছুই পরিবর্তন হতে দেখা দেয়।

চলুন আমরা সবাই মিলে গত ২০ বছর আগের কোন একটা জায়গা থেকে ঘুরে আসি। তখন কিন্তু যোগাযোগ মাধ্যম হিসেবে চিঠি, রেডিও এই দুইটি মাধ্যমে ছিল। যোগাযোগ করার জন্য খবর শোনার জন্য।তখন কোন মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না। তখনকার যুগে একটা মানুষের কাছে খবর পাঠাতে, অনেক বেশি সময় লাগতো, অনেক বেশি সময় ব্যয় হতো।

istockphoto-695678138-170667a.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

এর পরবর্তীতে যখন ধীরে ধীরে টেলিভিশন, টেলি প্রিন্টার টেলিগ্রাফ, মোবাইল, fax এগুলো এসেছিল। তখন কিন্তু যোগাযোগ মাধ্যম টা অনেকটা দ্রুতগতিতে বাড়তে লাগলো।

এখান থেকেই আমি অনুধাবন করলাম, যে মানুষের তথ্যের চাহিদা দিন দিন বাড়তে লাগলো। একটা মানুষ একটা জায়গায় থেকে অন্য জায়গায় যখন যায়। তখন কিন্তু তাকে ওই জায়গা সম্পর্কে সঠিক তথ্য জানা খুব প্রয়োজন হয়। এবং সাথে সাথেই সেই মানুষটা সেই জায়গাটার সঠিক তথ্য জানতে চায়।

এখন মানুষের এই চাহিদা শুধুমাত্র তথ্যপ্রযুক্তি দিয়ে পূরণ করা মোটেও সম্ভব নয়। এর জন্য তথ্যপ্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তি ও ক্রমাগত এর গুরুত্ব ভূমিকা।

বাংলাদেশে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটাকে বুঝি। সেটা হচ্ছে যে কোন প্রকার তথ্যের উৎপত্তি, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বিচ্ছুরণের সঞ্চালন, ব্যবহারিত যে সকল ইলেকট্রনিক যন্ত্র রয়েছে। সেগুলোকে একসাথে, বিশ্ব ব্যাংক কর্তৃক ঘোষিত, এবং প্রকাশিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে বিবেচনা করা হয়ে থাকে।

solar-system-11111_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি, "ইনফর্মেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি" (information & communication technology) যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে (ICT)

আজ এ পর্যন্তই থাক ।অনেক কথাই বলে ফেললাম। আমার কথা যদি কোন ভুল হয়ে থাকে। তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

@rubina203

Incredible India COMMUNITY DISCORD LINK:-

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAMJFBbmUq9waDggd8KdxViUqtisgXpJem6sp11n8NAyf7CSsLwZiQHsh7VEfie...ArA6egHBvYEYPS56JiwS9zHVYcTRuA2BwuC53XzVsdivXYg9YuRPdi3Njbutr6Y2SksmzAMKKNWhMpUBzkKE4q17z1PpC9WZzPnwMebK5jwRdaGbpuxho69Q2Z.gif

Sort:  

যখনই কারো সঙ্গে যোগাযোগ করতে চাই তখনই আমরা মোবাইল ল্যাপটপ যেকোনো একটি ব্যবহার করি। আমরা যে কোন সময়ে যোগাযোগ করে মেসেজের মাধ্যমে টান্সফার করে দেই। পৃথিবী আরো সহজ হয়ে গেছে সব মানুষ এখন খুব সহজে যোগাযোগ করতে পারে একো অপরকে তথ্য আদান প্রদান করতে পারে গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করেছে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

তথ্য প্রযুক্তির বদৌলতে আমাদের বিশ্ব পরিবর্তন হয়ে গেছে। আগেকার দিনে যোগাযোগের জন্য চিঠি, ফ্যাক্স ব্যবহার করা হতো। যাতে অনেক সময় লেগে যেত। কিন্তু এখন অনেক ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা কম সময়ে যত দূরেই হোক যোগাযোগ করতে পারি। এক জায়গার তথ্য অন্য জায়গায় পাঠাতে পারি। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

যোগাযোগ প্রযুক্তি অনেক কথাই আমাদের মাঝে উপস্থাপনা করেছেন খুবই সুন্দর ভাবে আপনার পোস্টটি পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

La evolución es parte de la vida y así como evolucionamos, la tecnología también lo hace hoy día contamos con equipos que permiten comunicarnos a grandes distancias.

Gracias por compartir un post muy interesante.

 last year 

La evolución es parte de la vida y así como evolucionamos, la tecnología también lo hace hoy día contamos con equipos que permiten comunicarnos a grandes distancias.

Gracias por compartir un post muy interesante.

 last year 

আপনি ঠিকই বলেছেন প্রযুক্তির ছোঁয়ায় আমরা আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপহার দিয়েছেন আমাদের মাঝে যেমন তথ্যপ্রযুক্তি। আসলে আমাদের তথ্য প্রযুক্তির ফলে এই বিশ্বকে আমরা হাতের মতো ই আনতে পেরেছি। যেমন একসময় যখন তথ্যপ্রযুক্তি ছিল না সে সময় কোন দেশের খবরই আমরা মুহূর্তের মধ্যে শুনতে পারতাম না মুহূর্তের মধ্যে কোন কাজ করা যেত না। কিন্তু একমাত্র তথ্য প্রযুক্তির ফলেই আজ সম্ভব হয়েছে যে কোন দেশের সাথে অন্য দেশের খবরাখবর থেকে শুরু করে এবং যেকোনো তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। যেমন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য প্রেরণ করা হচ্ছে মুহূর্তের মধ্যে। তাই এক কথা বলা যায় তথ্যপ্রযুক্তির ফলে আমাদের সারা বিশ্বের উপকার হয়েছে। এবং পরিশেষে বলা যায় মানব জীবনে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম।ভালো থাকবেন

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44