রোজা রেখে ঘুরতে গিলাম বন্ধুরা মিলে।

in Incredible Indialast year (edited)

আসসালামু আইলামকুম,
সবাই কেমন আছেন,

সাত রোজার দিন আমরা চার জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে ঘুরতে গেলাম, তার মধ্যে মাদ্রাসার বন্ধু ছিল এক জন, আমরা প্রথমে এগার নাম্বার রোড দিয়ে গেলাম সাত নাম্বার রোডের ওইখানে।

ওইখানে গিয়ে আমরা প্রথমে দেখ লাম রাস্তার পাশ দিয়ে কিছু পশু প্রাণী মানানো হয়ে ছিল সিমেন্ট বালু দিয়ে ,ওইখানে আমরা কিছুক্ষণ ছিলাম, তার পাশে ওখানে একটি ব্রিজ ছিল,ওই ব্রিজের উপরে সবাই মিলে বসে ছিলাম।

IMG_20221129_170204.jpg

ওই খানে কিছুক্ষন আমরা গল্প করে, তার পরে আমরা আবার রওনা দিলাম হাতি ঝিলের দিকে, ওইখানে যেতে যেতে যোহরের আযান দিল, আমি আর মাদ্রাসার বন্ধু নামায পরলাম, ওরাদুই জন পরে নাই।

প্রথমে আমরা সবাই মিলে গেলাম তিন নাম্বার ব্রিজে, ওইখানে গিয়ে দেখি কনো মানুষ ছিল না, পরে আমরাই ওই খানে কিছুক্ষন ছিলাম, পরে ওইখান থেকে আমরা সবাই মিলে এক নাম্বার ব্রিজে গেলাম, ওইখানে গিয়ে দেখলাম আবার মানুষ দিয়ে ভরা ছিল।

IMG_20230316_165951.jpg

ওই খানে আমরা এক জায়গায় বসলাম কিছুক্ষণ গল্প করতে ছিলাম,হঠাৎ করে আমার বন্ধুটা বলল টিপি সেন্টারের ওইখানে যাবে, তখন ওই বলল আমি ওই খানে পড়ি সবাই মিলে মাদ্রাসাটা থেকে ঘুরে আসি, পরে আমরা সবাই মিলে গেলেম।

ওই মাদ্রাসার ভিতরে গেল, আমরা নিচে দারিয়ে ছিলাম,কিছুক্ষণ পর ওই নিচে এলো, তখন বাজে তিনটা, পরে আমরা বাসার যাওয়ার সিদ্ধান্ত নিলাম, পরে এক বন্ধু বলে,যে আবার সাত নাম্বার রোডে যাবে।

তখন আমরা বললাম ওকে, তখন আমরা সবাই মিলে এক সাথে গেলাম,সবাই সাত নম্বার রোডে , পরে সাত নাম্বার রোডে গিয়ে এক পাসে বসলাম,কিছুক্ষন পরে আছরের আযান দিল, তখনো আমরা সবাই মিলে নামাজ পরলাম।

IMG_20230323_180216.jpg

আছরের নামাজ পরে আমরা বাসার দিকে রওনা দিলাম,পরে এলাকায় এসে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, যে তারাবির নামাজ আমরা একসাথে পরব,কোন মসজিদে নামাজ পরব সেটা মাগরিবের নামাজের পরে বলব।

পরে বাসাই গেলাম, আমার মাগরিবের নামাজে মসজিদে গেলাম, ওরা মসজিদে এলো নামাজের পরে, এক পাসে দারিয়ে বললাম পাঁচ নাম্বার গেট মসজিদে নামাজ পরবো।

তখন আমরা যার যার বাসাই গেলাম, ইশার আযানের পরে আবার এক সাথে হয়ে পাঁচ নাম্বার গেট মসজিদে তারাবি নামাজ পরলাম।

TQ.png

DeviceName
AndroidXiaomi Redmi Note 10
Camera48Mp PDAF camera
LocationDhaka, Bangladesh 🇧🇩
Short by@rjabdullah
Sort:  

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for April 2023
Curated by - @heriadi

 last year 

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি রোজা রেখে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার মজাই অন্যরকম হয়ে থাকে। ঘোরাঘুরি শেষে আপনারা সবাই এক মসজিদে নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। সবাই মিলে একসাথে নামাজ পড়লে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট মধুর মাঝে উপস্থাপন করার জন্য।
#miwcc

 last year 

রোজা থাকা সত্বেও আপনি ঘুরতে গেছেন বিষয় টা জেনে খুবই ভালো লাগলো ৷ আপনার সখ আছে ভাই মানতে হবে ৷ যাই হোক ভাই আপনি ঘুরার পাশাপাশি আপনার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন ৷

রোজা থেকে বন্ধুদের নিয়ে ভ্রমণ গিয়েছিল সময় অনেক সুন্দর ছিল আসলে কখনো কখনো সময় যেতে চায় না। আপনি যেখানে ভ্রমণ গিয়েছিলেন সেখানকার পরিবেশ অনেক সুন্দর ছিল। আপনার বন্ধত্ব ভালোবাসা সারাজীবন এই রকম জেনো থাকে।

Loading...
 last year 

আপনি দেখছি বেশ ঘোরাঘুরি করতে পছন্দ করেন।রোজা রেখেও আজকে আবারো ঘুরতে গিয়েছেন। সে বিষয়টা আমাদের সাথে তুলে ধরেছেন।

আপনার একটা ফটোগ্রাফিতে দেখলাম। আপনি রীতিমত একটা বাঘের মুখে হাত দিয়ে দিয়েছেন। আসলে বাঘের কথা শুনলে আমার এমনিতেই ভয় লাগে।

যাইহোক আপনারা ঘুরতে গিয়ে বন্ধুরা সবাই মিলে নামাজ পড়েছেন। একসাথে ঘুরাঘুরি করেছেন। সেই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 
@rjabdullah ভাই। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি রোজা নিয়ে ঘুরতে বেড়িয়েছেন, তাও আবার সাইকেল নিয়ে। আপনার মাঝে একটা এনার্জি আছে যা আপনার ছবিগুলো দেখে বোঝা যায়।

প্রিয় ভাই, আপনার ফটো লোকেশন গুলো অনেক সুন্দর। আপনারা রোজা নিয়ে একসাথে ঘুরে বেড়িয়েছেন, সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করেছেন এবং একসাথে নামাজ আদায় করেছেন যা সত্যি প্রশংসার দাবিদার।

যাই হোক আপনার পোষ্টটি দেখে আমার অনেক ভালো লাগলো। আশা করি ভবিষ্যতেও আপনি এমন পোষ্ট আমাদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।
#miwcc

 last year 

আমরা সারাদিন রোজা রাখার পরে অনেকেরই অনেক দিক থেকে সমস্যা দেখা দেয় কিন্তু আমরা যদি দুই তিন জন বা 5 জন একসাথে মিলে কোথাও বেড়াতে যাই রোজা থেকে তাহলে গল্প করতে করতে সময়টাও পার হয়ে যায় কিছুই বোঝা যায় না।

কারণ বন্ধুদের সাথে কোথাও গেলে একটু হাঁটাহাঁটি করলে তাদের সাথে কিছুটা সময় পার হলে ভালোভাবে দিনটা চলে যায় যার কারণে কিছুই বুঝতে পারি না যাইহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন খুবই ভালো লাগলো।

#miwcc

কুব সুন্দর ভাবে আপনার ভ্রমন কাহিনিটা আমাদের সাথে শেয়ার করেছেন প্রিয় ভাই এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

হাতিরঝিল ব্রিজের কথা এর আগে আমি বেশ অনেকবার শুনেছি তবে কখনো যাওয়া হয়নি। আপনার পোস্টের মাধ্যমে না গিয়েও সেখানে বেরানোর কিছুটা স্বাদ ফ্রিতেই নিয়ে নিলাম।

আশা করি এভাবেই নিয়মিত কাজের মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

ভালো থাকবেন।আসসালামু আলাইকুম।

 last year 

আপনিও ভালো থাকবেন।

🥰🥰

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58051.31
ETH 3136.86
USDT 1.00
SBD 2.44