নতুন মাদরাসায় ভর্তি হওয়ার কিছু সময়।
আসসালামু আইলামকুম,,,
কেমন আছেন সবাই।
আমি যখন নতুন মাদরাসায় ঘুরতে গেলাম প্রথম বার।মাদরাসা টি আমাদের বাসা থেকে নতুন মাদরাসায় হেটে হেটে যাইতে সময় লাগে ২০মিনিটের মত।
প্রথমে আমি আমার এক ভাইকে নিয়ে নতুন মাদরাসায় গেলাম। মাদরাসার নাম :জামি'আ মাহমুদিয়া ইসলামিয়া।
মাদরাসা টি হল ভারা বিল্ডিং এ। বিল্ডিং হলো সাত তলা এবং মাদরাসা টি হল পাঁচ নাম্বার তালায়।
আমরা পাঁচ তালায় গেলাম। প্রথমে মাদরাসার নাইবে মুহতামিম হুজুরের সাথে কথা বললাম। পরে আমরা বললাম বড় হুজুর কই ঐ হুজুর বলল সে প্রত্যেক সপ্তায়ে একবার আসে।
পরে আমরা মাদরাসা দেখলাম আমার কাছে মাদরাসা টি ভালো লাগল।পরে আমি বাসায় এসে বাবাকে এবং মা কে বললাম আমি ঐ মাদরাসায় ভর্তি হব।বাবা বলল ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে পড়া শোনা কেমন হয়।
তখন আমি আবার অন্য ছাত্রর মাধ্যমে মাদ্রাসার খবর নিলাম তারাও বলল যে পড়া শোনা ভালো হয়। এই কথা টি বাবা কে গিয়ে বললাম বাবা এবং মা দুই জনি রাজি হল।
তার তিন চার দিন পরে মাদরাসায় ভর্তি হওয়ার জন্য গেলাম। মাদরাসায় গিয়ে নাইবে মুহতামিম হুজুরের সাথে কথা বলল বাবা। পরে আমাকে ভর্তির কাজ শুরু করলো।
প্রথমে আমাকে জিজ্ঞাসা করল আগে কোথায় কি পড়েছি।
পরে আমি সব বললাম। তখন আমাকে প্রথমে কোরআন শরীফ থেকে কয়েক টি প্রশ্ন ধরল। আমি কিছু কিছু বলতে পেরেছি। আরগুলো বলতে পারি নাই।
দ্বিতীয়তে আবার আমাকে বাংলা এবং ইংরেজী বইয়ের পড়া শুনলো। পরে আবার তৃতীয়তে উর্ধ্ব বই থেকে কিছু পরা শুনল।
পরে আমাকে বলল ঠিক আছে তুমি ভর্তি হতে পারবে। তখন আমি ভর্তি জন্য মাদ্রাসার ফরজ গুলি পূরণ করলাম।তখন নাইবে মুহতামিম হুজুর আমাকে বলল। ফরমের পিছনে কিছু নিয়ম লেখা আছে তা ভালো মত পড়ে পিষ্টার নিচে সাইন দাও।
নিয়মগুলো সব পড়ে পৃষ্টার নিচে আমি সাইন দিলাম।ভর্তির কাজ আমার শেষ হয়ে গেল। নাইবে মুহতামিম হুজুর তখন আমাকে বলল। তুমি কালকে মাদরাসায় সবকিছু গুছিয়ে মাদরাসায় নিয়ে চলে আসবে।
তখন আমি হুজুর কে বলে আরো একদিনে ছুটি বাড়িয়ে নিলাম। হুজুর আমাকে ছুটি দিল এবং বলল এর বেশি দেরি কইরো না। যেহেতু বছর শুরু তখন আমি বললাম ঠিক আছে হুজুর।
তার ঠিক দুইদিন পর আমি সময় মত মাদ্রাসায় চলে আসলাম।হুজুরদের সাথে দেখা করলাম এবং আমার ক্লাসের বই কিনলাম। তার দুইদিন পর থেকে আমাদের কেলাস শুরু হয়ে গেল।
এর আগে আমি এক জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং ভর্তি ও হয়েছিলাম কিছু ঝামেলার জন্য মাদ্রাসায় থেকে আমি চলে আসলাম। পরে আমি এই মাদ্রাসায় ভর্তি হলাম।
Device | Name |
---|---|
Android | Xiaomi Redmi Note 10 |
Camera | 48Mp PDAF camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @rjabdullah |