মাদরাসা থেকে আমরা কয়েকজন মিলে ঘুরতে গেলাম।

in Incredible Indialast year

আসসালামু আইলামকুম।

কেমন আছেন সবাই।

১২-৯-২০২৩তারিকে বিকালে তিন টার সময় মাদরাসা থেকে আমরা দশ জন ছাত্র মিলে ঘুরতে গেলাম।বর্তমানে আমি পড়া শোনা করি বসুন্ধরাতে।

IMG_20230907_172529.jpg

আমরা প্রথমে মাদরাসা থেকে বাহির হয়ে যমুনা ফিউচার মার্কেটের সামনে দিয়ে বসুমতি গেলাম।বসুমতি এলাকার নাম, বসুন্ধরার বাহিরে। আমাদের মাদরাসা থেকে যাইতে বিশ মিনিটের মতো সময় লাগে।

যাই হোক বসুমতি থেকে তিনটি রিকশা নিয়ে আমরা মেলার দিকে গেলাম।মেলাটি ছোট কিন্তু অনেক সুন্দর করে সাজানো গুছানো হয়েছে। তখন আমার মনটা হালকা হালকা খারাপ ছিলো। যেহেতু আমাকে বাসা থেকে মোবাইল টি মাদরাসায় আনা নিষেধ ছিলো। আমি লুকিয়ে এনেছি।

IMG_20230907_171842.jpg

কারন হলো আমাকে মাদরাসায় ভর্তি হওয়ার সময় বলে দিয়েছিল যে। মাদরাসার মধ্যে কোনো মোবাইল দেখলে ঐ সময় মাদরাসা থেকে বাহির করে দেওয়া হবে। তাই আমাকে বাসা থেকে মোবাইল মাদরাসায় আনতে দেয় না।

আমার মনে ভয় লাগতে ছিল যে মাদরাসার কোনো হুজুর দেখলে ঝামেলা হতে পারে।তাই একটু মনটা খারাপ ছিলো।শুধু আমার কাছেই বড় মোবাইল ছিলো। আর ওদের কাছে বাটন মোবাইল ছিলো।

মেলার ভিতরে গিয়ে প্রথমে আমরা সবাই হালকা নাস্তা করি।পরে ঐ খান থেকে আমরা একটি বইয়ের দোকানে গেলাম।ওরা দেখি বই কিনতে ছিলো,পরে আমি দুই টি বই খুঁজতে লাগলাম।এক কোনার দোকানে গিয়ে বইটি পেলাম।

আমি যখন হেফজ বিভাগে পড়ি তখন এক ছাত্র অনেক গুলো বইয়ের নাম বলে ছিলো আমাকে।পরে আমি দু'টি বই কিনলাম ওই নাম গুলোর মধ্যে থেকে। সবাই মিলে একটু ঘুরা ঘুরি করে মাদরাসার দিকে রওনা দিলাম।

IMG_20230404_174850.jpg

যেহেতু আমাদের মাগরিবের নামাজের পরে পরে ক্লাস হবে তাই আমরা বেশি দেরি করলাম না।আসার সময় দুই তিন জন বললো যে কৃষ্ণচূড়ায় যাবে। কৃষ্ণচূড়া টি মাদরাসার পাশেই। তাই বলতেছে ওই খানে যাবে। পরে আমরা সবাই এক সাথে ওই খানে গেলাম।

ওই খানে গিয়ে দেখি আরো ৩০ মিনিটের মতো সময় আছে। কৃষ্ণচূড়া এই জাইগা টি দেখতে অনেক সুন্দর লাগে।ওই খানে আবার ফুল গাছ বিক্রি করে। বেশির ভাগ মাদরাসার ছাত্ররা ঘুরতে আসে। আমরা ওই খানে গিয়ে কিছুক্ষণ হাঁটাচলা করে মাদরাসার দিকে রওনা দিলাম।

IMG_20230922_121211.jpg

মাদরাসায় যাওয়ার সময় আমার মোবাইল টি এক ছাত্রর বাসায় থুয়ে আসি।

আমার কাছে মোবাইল না থাকলে ঘুরতে মনে চায়না। মনে হয় আমার কাছে কি যেন নাই।

TQ.png

DeviceName
AndroidXiaomi Redmi Note 10
Camera48Mp PDAF camera
LocationDhaka, Bangladesh 🇧🇩
Short by@rjabdullah
Sort:  
Loading...
 last year 

আপনার বন্ধুরা মিলে মাদ্রাসা থেকে ঘুরতে গিয়েছেন। তবে আপনার মনে একটা ভয় ছিল। কেননা মাদ্রাসায় মোবাইল নিয়ে আসা নিষেধ ছিল। কোন হুজুর যদি আপনার মোবাইল দেখে ফেলতো তাহলে সমস্যা হতো। আসলে আমার মনে হয় পড়াশোনার সময় মোবাইল ব্যবহার না করাটাই ভালো। এতে করে পড়াশোনার ব্যাঘাত করতে পারে।

আপনার বন্ধুদের সাথে অনেক মজা করেছেন। নাস্তা করেছেন সেই আনন্দঘন মুহূর্তটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 last year 

আপনি বসুন্ধরাতে পড়াশোনা করেন মাদ্রাসা থেকে কয়েকজন বন্ধুর বাইরে ঘোরাঘুরি করেছেন ।অনেক মজা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আনন্দঘন মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে ও পুনরায় অসংখ্য ধন্যবাদ আপনার কাটানো আনন্দ ঘন মূহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ভালো থাকবেন সবসময় আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 last year 

আপনিও ভালো থাকবেন আপু।

 last year (edited)

Thank you so much for your nice reply

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 77280.06
ETH 3139.00
USDT 1.00
SBD 2.63