আমাদের ছোট্টো পরিবার আসাম যাওয়ার পথে

in Incredible India2 years ago (edited)

IMG_20221126_215627.jpg

(ভোড়বেলার দৃশ্য)

প্রিয়,

পাঠকগণ,

আশাকরি আপনার সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের দিনটা সুখময় কাটিয়েছেন।

গতকাল আমরা আসাম আসার জন্য রওনা করেছিলাম আপনারা সবাই জানেন। আমার মেয়ে মানে আপনারা যাকে @sweta বলে চেনেন, ও তো আপনাদের সকলকেই সব কিছুই জানিয়েছে।

IMG_20221125_222627.jpg

(ট্রেনে যাওয়ার সময়)

আমার এই প্রথম কোথাও বাইরে যাওয়া হচ্ছে পুরো পরিবারের সাথে। অনেক সময় পাবো সকলের সাথে কাটানোর।মাঝে মধ্যে এমন আমেজে ভরা সময় পেতে ভালোই লাগে।একটা আলাদাই আনন্দ সকলের সাথে সময় কাটানো।

IMG_20221125_220644.jpg

(আমাদের ব্যাগ সরঞ্জাম)

আমরা হাবড়া থেকে ১১.০২ এর ট্রেন ধরে শিয়ালদহ আসলাম। এরপর শিয়ালদহ স্টেশনের বাইরে উবের করে হাওড়ায় গিয়েছি। উবেরে করে ১৫মিনিটের মতো লেগেছে। তারপর আমি বাড়ি থেকে দুপুরের জন্য ভাত, মাংস আর ফুলকপি ভাজা করি নিয়ে এসেছিলাম।

যেদিন সকালবেলায় উঠে সব রান্নাবান্না করে, ফয়েল পেপারে ভাগ ভাগ করে ভাত নিয়ে এসেছিলাম। এবং একটা বড়ো টিফিন বাটিতে করে কষা মাংস করে নিয়ে এসেছি।

IMG_20221125_222718.jpg

(রাএে খাওয়া দাওয়ার সময়)

এরপর হাওড়া স্টেশনে এসে হাত মুখ ধুয়ে, একটু বসে আমরা সবাই দুপুরের খাবার খেয়ে নিয়েছি।এরপর আমার খেয়ে ওঠার পর ও আমাদের প্রায় ২ঘন্টা বিশ্রাম করার সময় পেয়েছিলাম। কারন আমারা বাড়ি থেকেই একটু আগেই এসছি, কারন দুরের রাস্তার ব্যপার তাই একটু আগে আসলে ক্ষমা নেই।

তারপর ৩.২৫ নাগাদ ট্রেন স্টেশনে চলে আসে। এরপর আমরা সবাই আমাদের কোচ নাম্বার আনুযায়ী আমার চলে আসলাম এবং আমার আমাদের সিট নাম্বার দেখে বসে পরলাম।

আজকের আমাদের ঘুরতে যাওয়া কথা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।

আপনার সকলেই ভালো থাকবেন।
এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
 2 years ago 

@ritab78 আপনাদের সবাই মিলে ঘুরতে যাওয়ার দিন গুলো ভালো কাটুক এটাই কামনা করি।

 2 years ago 

খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা ভালোই হয়েছিল দেখছি।

 2 years ago 

সবাই মিলে একসাথে ঘুরাঘুরি বেশ ভালই লাগলো।

Loading...
 2 years ago 

মানে দল বেঁধে আসাম যাত্রা, বুঝতে পারছি এবং সাথে সব লোভনীয় খাবার, বেশ বেশ, চালিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101903.07
ETH 3676.99
USDT 1.00
SBD 3.21