বিয়ে বাড়িতে কাটানো কিছু সময়

in Incredible India2 years ago (edited)

IMG_20221128_213411.jpg

(আমি আর সোনা)

প্রিয়,
পাঠকগণ,

আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, এবং সুস্থ আছেন, আজকে আপনাদের দিনটা কুশলেই কেটেছে।

আপনারা সকলেই জানেন যে আমরা সপরিবারে আসাম ঘুরতে এসছি।আমার আগে সেভাবে দুরে কোথাও ঘুরতে যাওয়া হয় নি। তাই হয়তো একটু অন্য রকম লাগছে।

এখানে এসে আমার শরীরটা খারাপ হয়েছে। এখানে আবহাওয়াটা একটু নরম এবং এখানে জলটাও অন্য রকম। তাই আমার ঠান্ডা লেগে গেছে। আর একটু জ্বর হয়েছিল। শরীর খুব একটা ভালো ছিল না কাল পর্যন্ত।

IMG_20221128_213532.jpg

(টোপোরের সাজে মন্ডপ)

কিন্তু আজ আমি সকাল থেকে একটু ভালো আছি। আমার সাথে সাথে আমার মেয়ের শরীর ও একটু খারাপ। কিন্তু @sampabiswas সোনা আর আমার স্বামীর শরীর ঠিক আছে। সকলেরই একটু অসুবিধা হচ্ছে আবহাওয়া নরম হওয়ার কারনে।

২৭.১১.২০২২ তারিখে বিয়ে ছিল আপনার হয়তো @sampabiswas এর পোস্ট পড়ে জানতে পারেছেন।কিন্তু আমি আপনাদের সাথে সেই কথা শেয়ার করতে পারিনি, শরীর খারাপের জন্য।

যাইহোক আমরা সন্ধ্যার মধ্যেই রেড়ি হয়ে নিয়েছি মেয়ের বাড়ি যাওয়ার জন্য। বিয়ের লগ্ন ছিল ৮টার সময়, তাই আমরা প্রায় ৭.৩০সময় বেড়িয়ে পরেছিলাম।কারন মেয়ের বাড়ি হাটা পথে ১৫ মিনিট লাগে, আর আমরা বাসে করে গিয়েছিলাম বলেই তাড়াতাড়ি পৌঁছে যাই।

তারপর ওখানে গিয়ে দেখলাম কতো রকমের ফুল এবং কিছু কিছু নতুন ধরনের প্যান্ডেল দেখলাম।এবং তারপর ভেতরের প্যান্ডলটা খুব সুন্দর করেছে দেখলাম। বিশেষ করে মন্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে।

এরপর আসলাম খাওয়া দাওয়া পর্বে ওখানে ছিল বিভিন্ন ধরনের ফুড স্টল, এবং ফুড স্টলে ছিল অনেক কিছু কিন্তু আমার কাছে জিলাপি খুব ভালো লেগেছে। তাই কিছু ছবি নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি।

IMG_20221128_213345.jpg

(জিলাপি)

তারপর জিলাপি খাওয়ার পর গেলাম খাওয়া দাওয়া জায়গায়,গিয়ে বসলাম মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হল। এরপর পান খাওয়ার পর্ব। আমি আমার প্রতিদিনের জীবনে পান খেয়ে থাকি। এবং মজার একটা বেপার এখানকার সকলেই মানে ছোটো থেকে বড়ো সবাই পান খায়।

তারপর পান খাওয়া শেষ করে সকলের মিলে রাতে হাটতে হাটতে বাড়ির দিকে রওনা দিলাম।এবং একটু শরীরটা খারাপ লাগছিল কিন্তু হেটেই চলে আসলাম তাড়াতাড়ি ঘুমানোর জন্য।

আজ এখানেই শেষ করলাম। আমাকে অবশ্যই জানাবেন আমার বিয়ে বাড়ি যাওয়ার কথা এবং ছবি আপনাদের কেমন লাগলো।

আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
 2 years ago 

ধন্যবাদ মূল্যবান সময় বের করে লেখা ভাগ করে নেবার জন্য, আমরা সবসময় ফাঁকা বসে আছি, তাই লিখে খানিক সময় কাটাই।

 2 years ago 

আপনাদের বিয়ে বাড়ির প্যান্ডেল টা সত্যিই খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

আমিও বহু জায়গায় ঘুরে বেড়াই কিন্তু যে কাজটা করা সম্ভব সেটাকে অবহেলা করি না কখনো।

Loading...
 2 years ago 

@ritab78বিয়ের মন্ডপটা দেখতে খুব সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68160.40
ETH 2442.97
USDT 1.00
SBD 2.37