বিকেলে কাটানো সুন্দর মুহূর্ত|| by @ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- বিকেলে কাটানো সুন্দর মুহূর্ত
- ৩১,ডিসেম্বর ,২০২২
- শনিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বিকেলে কাটানো সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
Device : Redmi Note 11
বিকেলে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।
Device : Redmi Note 11
সরিষা ফুলের মাঠে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
একটি দিনের সেরা মুহূর্তগুলো বিকেলের দৃশ্য। বিকেলের সুন্দর মুহূর্ত সবাই চায় দারুনভাবে উপভোগ করতে। যেটা আমিও প্রতিনিয়ত উপভোগ করে থাকি। এর আগে বলেছিলাম বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতে আমি খুবই পছন্দ করি। গতকালের দিনটি অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। শুক্রবার সবাই ছুটির দিনে তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকে আমার বন্ধুর বিয়ে সেই উপলক্ষে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাইহোক, বিয়ের দাওয়াত খাওয়ার পর আমরা বাড়িতে আসার পর সবাই সিদ্ধান্ত নিলাম মাঠের দিকে যাব । আমরা কয়েকজন বন্ধু আছি সব সময় একসাথেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বলা যায় নিজের ঘুমানো ব্যতীত সবটুকু সময় তাদের সাথেই কাটাই ।অনেকদিন যাবত মাঠের দিকে যাওয়া হয় না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মাঠের দিকে দারুন সময় অতিবাহিত করব।
Device : Redmi Note 11
চারিদিকে হলুদের সমাহার দ্বারা বেষ্টিত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আমরা বিকেল মুহূর্তে মাঠের মাঝে প্রবেশ করলাম আমাদের বাসা থেকে মাঠের দ্রুত একদমই কম। সরিষা ফুলের সমাহার বেষ্টিত জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে বর্ষাকালীন মৌসুমে ভরপুর পানি থাকে। চারিদিকে শুধু পানি দেখতে পাওয়া যায় রূপ বৈচিত্র্যময় এই দেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় সেগুলো উপভোগ করতে কখনোই আমরা মিস করি না। বাংলাদেশে ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচন্ড শীত পড়ে বিশেষ করে উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে আমাদের বসবাস উত্তর দক্ষিণ অঞ্চলের মাঝামাঝি স্থানে শীত মোটামুটি ভালই পড়ে আমাদের দিকে। আমরা বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘুরাঘুরি করতে বেশি পছন্দ করি কিন্তু শীতের মৌসুমে বাইক চালানোটা অনেক কষ্ট। সেজন্য আমরা এখন মাঠের দিকে গিয়ে দারুন সময় অতিবাহিত করব ভাবছি। বিশুদ্ধ হাওয়া সরিষা ফুলের সু ঘ্রাণ সেটা সত্যিই আপনাকে আকৃষ্ট করবে এই সুন্দর পরিবেশে আসতে।
Device : Redmi Note 11
সন্ধ্যাকালীন মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
বিকেল গড়িয়ে সন্ধ্যার অগ্রযাত্রা চারিদিকে সরিষা ফুলের উজ্জ্বলতাও সূর্যের আলোর অনুপস্থিতিতে বিলীন হচ্ছে। চারিদিক থেকে যেন কুয়াশাচ্ছন্ন পরিবেশ ধেয়ে আসছে। মনে হচ্ছে এই সুন্দর পরিবেশকে কুয়াশাচ্ছন্ন এই দৃশ্যটি ঘিরে রেখেছে। শীতের মৌসুমে কুয়াশাঘেরা সৌন্দর্য যেটা সত্যিই অনেক ভালোলাগার বিষয় প্রকৃতির লীলাখেলা এবং সৌন্দর্য উপভোগ করতে ভালোই লাগে। আমরা কয়েকজন মিলে মরা ঘাসের শুকনা কিছু অংশ জমায়েত করে সন্ধ্যার মুহূর্তে সেটায় আগুন জ্বালিয়ে দিয়েছি। প্রচন্ড শীত পড়ছিল চারিপাশের পরিবেশটা ঠান্ডাময় নিস্তব্ধতায় হারিয়ে গিয়েছে। সন্ধ্যাকালীন সময়ে আমরা সেখানে কিছু সময় এই ধরনের আগুনের শিখা জ্বালিয়ে সেখানকার পরিবেশটা একটু গরম উষ্ণতার রূপ দিয়েছিলাম। একটি দিনের শেষ মুহূর্তের দৃশ্যটি অনেক ভালো ছিল আমরাও সেই নীরব নিস্তব্ধ পরিবেশ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আবার আসিব ফিরে মাঠে মাঠে রূপায়িত সরিষা ফুলের সুঘ্রান উপভোগ করতে। আশা করি আমার কাটানো সুন্দরতম বিকেলের দৃশ্যপটভূমি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
বিকেলের সময়টি খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন ফটোগ্রাফি গুলা অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে।। বিশেষ করে সরিষা ক্ষেত এবং আগুন ধরিয়ে ধোয়া বানানো ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।।
ঘোরাঘুরি করছেন খুব ভালো। এবং দৃশ্য গুলো ও ভালো লাগছে দৃশ্য গুলো দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল।আর শীতের দিনে বাইক সাবধানে চালাবেন কারণ বাইক এক্সিডেন্ট খুব ভয়ংকর।