Sort:  
 last year 

আসলে মুরগির রোস্ট সবাই পছন্দ করে,,, বিশেষ করে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি।

আপনি খুব সুন্দর ভাবেই মুরগির রোস্ট তৈরি করার রেসিপি,,, আমাদের সাথে শেয়ার করেছেন! যেটা পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল! আর খাবারটা দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

@rubina203 আপু আপনাকে ধন্যবাদ আমার পোস্ট এ কমেন্ট করার জন্য। জি খাবার টা অনেক মজার ছিল।

in my country we called it 'kari ayam'. this is my favorit menu at home. so deliciuos.

@zainalbakri thank you for comment on my post. Yes this food is very Delicious and my favorit.

Loading...
 last year 

প্রথমেই বলব অসাধারণ হয়েছে দেখতে। যদি আমার সামনে এখন এই রোস্ট থাকতো কতই না খাইতাম আহা আহা। একদম ঠিক কথাই তুলে ধরেছেন এই রোস্টগুলো এমন কোন ব্যক্তি নাই যারা পছন্দ করে না! সকলেরই পছন্দ এই রোস্ট। এই রোস্ট খেতে বৃদ্ধ বাছেনা, বাছে না কোন ছোট বড় সকলেই খেতে চায়। বর্তমান সময়ে অত্যাধিক পরিমাণে এই রোস্ট প্রচলন শুরু হয়েছে। যেকোনো জায়গায় খাবার পরিবেশন না করলেই দেখা যায় রোস্ট সবার আগে।

আরো একটি কথা খুবই ভালো লাগলো তা হল শাহী সামনের যোগ করে দিলে তা আরো আকর্ষণীয় করে তোলে। মোগল সম্রাটের আমল থেকে এই শাহী রোস্টের প্রচলন চলে এসেছে। তাইতো এত আকর্ষণীয় এবং সুস্বাদু। তবে বিবাহ বা কোন বড় অনুষ্ঠান হলেই দেখা যায় এই রোস্ট মাস্ট বি থাকবেই। আরো একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সকলেই লেগ পিস পছন্দ করে এবং যেখানেই যাক না কেন লিখতে নেওয়ার জন্য তাদের মনের মধ্যে একটি আশা থাকে।

যাই হোক অনেক ভালো লাগলো প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে তুলে ধরার জন্য। কোথায় কি পরিমানে মসলা এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান ব্যবহার করেছেন তা সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করা যায় যে কেউ ইহা তৈরি করতে পারবে এই পোস্ট পড়ার মাধ্যমে।

ধন্যবাদ জানাই সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

@jakaria121 sir,
আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই আমার পোষ্ট পড়ে আমার পোস্টে কমেন্ট করার জন্য। Sir এই রান্না করার সময় এত সুঘ্রান বের হচ্ছিল যে তখন আমার মনে হচ্ছিল রান্না শেষ হওয়ার দরকার নাই কড়াই থেকে তুলেই খেয়ে ফেলি। কিন্তু আমি তেমন ডেকোরেশন করতে পারি নাই তাই ফুটিয়ে তুলতে পারি নাই। কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল।

 last year 

যথেষ্ট ভালো হয়েছে ডেকোরেশন করা। ধন্যবাদ।

Thank you sir

 last year 

@rimirahman

আমাদের সবার প্রিয় রোস্ট তৈরির রেসিপিটি এবং তোমার পোস্ট দুটই সুন্দর হয়েছে ।

Thank you আপু

 last year 

সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু৷আশাকরছি রেসিপিটি খুবই সুস্বাদু হবে।

জি ভাইয়া thank you
জি ভাইয়া রেসিপিটি অনেক মজার এবং সুস্বাদু ছিল

 last year 

অসাধারন লিখুনী আসলেই রোস্টের প্রতি সবার ই একটা দুর্বলতা আছে।আর লেগ পিস তো সবার ই চাই। ভালো লাগলো পোস্ট টি পড়ে। ধন্যবাদ আপনাকে, বাস্তবধর্মী একটি পোস্ট শেয়ার করার জন্য।

Thank you for comment on my post.

 11 months ago (edited)

আপনি সুন্দর একটি রোস্ট তৈরি করার রেসিপির ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ যা পড়ে লোভনীয় মনে হচ্ছে। এবং দেখে মনে হচ্ছে রোস্টের রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল। আমি এ ধরনের রোস্ট রেসিপি খুব পছন্দ করি। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58728.31
ETH 3185.59
USDT 1.00
SBD 2.43