ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না
ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না
আসসালামু আলাইকুম
রেসিপি তৈরির উপকরণ সমূহ
উপকরণ | পরিমাণ |
---|---|
লাউ অর্ধেক | ৫০০ গ্রাম |
পেঁয়াজ | ২ টি |
আদা রসুন বাটা | ১/২ চামচ |
লবণ | স্বাদমত |
কাঁচা মরিচ | ৫/৬ টি |
লাল মরিচ গুঁড়া | ১/২ চামচ |
হলুদ গুঁড়া | ১/২ চামচ |
ধনে গুঁড়া | ১/২ চামচ |
তেল | পরিমাণ মত |
ধনে পাতা কুচি | অল্প |
চিনি | স্বাদমত |
ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্নার ধাপ সমূহ
১.প্রথমে লাউ গুলো কেটে নিতে হবে ডুমোডুমো করে। পেয়াজ কেটে নিতে হবে,মাছগুলো ধুয়ে নিতে হবে।
২. এবার একটা কড়াইতে তেল দিন। তেল বেশ গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাঁজতে হবে। তারপর তার ভিতরে সব বাটা মসলা ও গুড়া মসলাগুলো যোগ করেছি ।
৩. এরপর মসলাগুলোকে অনেক সময় নিয়ে ভালোমতো কষিয়ে নিয়েছি ।তারপর মসলার ভেতরে কেটে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ।
৪. মাছগুলো দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি । এরপর একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আরো কিছু সময় কষিয়ে নেব । এরপরে মাছ গুলো কষানো হলে একটা বাটিতে তুলে রাখতে হবে।
৫. এরপরে মাছের কষানো মসলায় লাউ দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। তারপরে লাউ সিদ্ধ হওয়ার জন্য পরিমান মতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।
৬. লাউ সিদ্ধ হয়ে আসলে কষানো মাছগুলো আর কাঁচামরিচ দিয়ে আরও ১০ মিনিট রান্না করতে হবে। নামানোর আগে লবন ও মিষ্টি ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করতে ।
আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারণ লাউ কম বেশি সকলেই পছন্দ করে তাই বললাম। খুব ভালো হয়েছিল খেতে। অনেক ধন্যবাদ সবাইকে আমার আজকের রেসিপি টি সময় দিয়ে দেখার জন্য।
লাউ এমন একটা সবজি যেটা পছন্দ করেনা,, এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব দুঃসাধ্যকর ব্যাপার! আমি নিজেও লাউ খেতে অনেক বেশি পছন্দ করি! আপনি আজকে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করেছেন! সেটা দেখে অনেক বেশি ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল!ভালো থাকবেন।
লাউ হলো সবার প্রিয় সবজি আমি লাউ সবজিটা খেতে অনেক ভালোবাসি। দেখে মনে হইতেছে আপনার লাউ রান্নাটা অনেক স্বাদ হয়েছে ও ইয়াম্মি। আপনার রান্না রেসিপি টা দেখে আমার অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ আপু, সত্যি আপু খেতে খুব ভালো হয়েছিলো।