এলোমেলো ফটোগ্রাফি:

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি।

আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম কিছু ফুলের ফটোগ্রাফি:

img_1677651294209_1.jpg

আজ সকালে উঠে হাঁটতে হাঁটতে আপুর বাসা চলে গেলাম। রাতে আমার ভাগ্নি ফোন দিয়ে ছিল। তাই সকাল বেলা উঠে আপুর বাসার দিকে রওনা দিলাম।

IMG_20230216_124857_357.jpg

আপুর বাসায় একটু কাছেই ছিল তাই ১০-১৫ মিনিটের মধ্যেই আপুর বাসায় পৌঁছে গেলাম।
আপুর বাসায় গিয়ে দেখি আপুর বাসার সামনের বারান্দার সামনে ফাঁকা একটু জায়গায় বিভিন্ন ধরনের ফুলের গাছ।

IMG_20230216_125107_513.jpg

গাছগুলো দেখে খুবই ভালো। লাগলো অনেক প্রকার ফুলের গাছ ওখানে ছিল। আপু কাজগুলো খুব যত্ন সহকারে লাগাইছিল। আপু দেখলাম ছোট জায়গা থেকে অনেক প্রকার ফুলের গাছ ও বিভিন্ন ধরনের ওষুধের গাছ লাগাইছে। গাছগুলো দেখে বেশ ভালই লাগলো।

IMG_20230216_125200_094.jpg

তাই আপুকে বললাম আমাকে কিছু ফুলের গাছের চারা ও ওষুধের গাছের চারা দিও। আপু বলল আমি বাসায় গিয়ে সব লাগায় দিয়ে আসব।

IMG_20230216_124941_780.jpg

আপুর বাসায় বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছিল। তার মধ্যে রয়েছে গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলগুলো বেশি বড় না। কিন্তু দেখতে অনেক সুন্দর। গাঁদা ফুল গাছে অনেক ধরেছিল গাছ ভরপুর ছিল। তাই গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল।

IMG_20230216_125122_418.jpg

আরেকটি ফুল ছিল ফুলটির নাম হল: গোলাপ ফুল

গোলাপ ফুল এর গাছ তিন থেকে চারটা ছিল। দুইটা গোলাপ ফুলের গাছে গোলাপ ধরেছে।একটা ফুলের গাছের ফুলগুলো বেশ বড়ই। আরেকটা গাছের ফুল একটু ছোট। আরেকটি সাদা গোলাপ ফুলের গাছ ছিল। এখানেই সাদা লাল গোলাপ ফুলের গাছ ছিল তাই গাছগুলো দেখে খুবই ভালোই লাগছিল।

IMG_20230216_130615_413.jpg

ফুলের গাছগুলোর সাথে একটা ডালিমের গাছ রয়েছে। যেমন ফুলগুলো ফুটেছে তেমনি ডালিমের গাছগুলোর ফুল ফুটেছে। শুধু ফুল আর ফুল বেশ ভালই লাগছিল গাছগুলো দেখে। ডালিমের গাছটিতে একটি ডালিম ধরেছিল।

IMG_20230216_130541_888.jpg

আমি দেখলাম যে ডালিমটি পেকে গেছে। তাই আপুকে বললাম যে ডালিম টি আমি ছিলাম। আপু বলল যে যদি পেকে থাকে তাহলে ছের।
ডালিমটি আমি সাথে সাথে ছিঁড়ি। খাইতে শুরু করলাম ডালিম টি খেতে খুবই মজাদার ও সুস্বাদু।

আরো একটি আপেলের গাছও ছিল। আপনাদের কাছ থেকে বেশ বড় দেখতে ভালই লাগছিল।

IMG_20230216_125109_174.jpg

আরো বেশ কিছু ফুলের রয়েছে আপুর বাসায় আমি সব ফুলের গাছের নাম জানিনা আর আপুকেও জিজ্ঞাসা আর করলাম না।

আজ এই পর্যন্ত বন্ধুরা,
আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনদিন, অন্য কোন প্রসঙ্গ নিয়ে। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমাদের সামনে এতো সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পোস্টটা
মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর কমেন্ট করার জন্য।

Loading...
 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ভাই আপনার আপুর বাসা অনেক ধরনের ফুল গাছ আছে এটা শুনে আরো বেশি ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটা সুন্দরভাবে পড়ে। এত সুন্দর একটা কমেন্ট করেছেন।

 2 years ago 

আপনার আপুর বাসায় গেলেন, তারপর এই ফুলগুলো দেখলেন। আমাদের সাথে শেয়ার করার জন্য। পোস্টিতে উপস্থাপন করলেন। বিষয়টা ভালোই লাগলো। আমিও অবলোকন করলাম আপনার পোস্ট টি তে ভালোই লাগলো। ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পোস্টটা এত সুন্দর ভাবে পড়ে। কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনার পোষ্টের প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ।বিশেষ করে গোলাপ ফুল ফুটে আছে, কত সুন্দর করে সাদা গোলাপ।

আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনি এলোমেলো অনেকগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.038
BTC 94956.90
ETH 3542.14
USDT 1.00
SBD 3.80