আধুনিক মেশিন ব্যবহার করে জমি স্প্রে:

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালোআছি,সুস্থ আছি।

আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম। আধুনিক মেশিন ব্যবহার করে জমিতে স্প্রে করার দৃশ্য ও ফটোগ্রাফি।

img_1678645411016_1.jpg

আজ সকালে ঘুম থেকে ওঠার পর। আমি আমাদের ধানক্ষেত দেখতে গেলাম। গিয়ে দেখি আমাদের জমির পাশে আরেকটি ধান ক্ষেতে আধুনিক মেশিন দিয়ে স্প্রে করতেছে। ওই জমির মালিক। আমি আমি ঐরকম স্প্রে মেশিন আজ প্রথম বাস্তবে দেখেছিলাম।

IMG_20230312_100939_233.jpg

এর আগে আমি ওই রকম মেশিন ইউটিউব ও ফেসবুকে দেখেছিলাম বাস্তবে তা দেখা হয়নি কিন্তু আজ হঠাৎ এরকম দৃশ্য দেখে খুবই ভালো লেগেছিল।

IMG_20230312_100949_274.jpg

স্প্রে মেশিনটি পেট্রোল দিয়ে চালানো হয়। যে ব্যক্তি ওই স্প্রে মেশিন দিয়ে জমি স্প্রে করেছিল।আমি তাকে জিজ্ঞেস করলাম যে এক লিটার পেট্রোল দিয়ে কত শতক জমি স্প্রে করা যায়। উনি আমাকে বললেন যে এক লিটার পেট্রোল দিয়ে 100 শতক জমি স্প্রে করা যায়।

IMG_20230312_103857_085.jpg

এবং উনি আরো বললো যে 100 শতক জমি স্প্রে করতে মাত্র 30 থেকে 35 মিনিট সময় লাগে। আমি তো অবাক হয়ে গেলাম। যেখানে আমরা হাত মেশিন দিয়ে জমিতে স্প্রে করলে ১০০ শতক জমিতে স্প্রে করার জন্য। কম করে হলেও দুই থেকে তিন ঘন্টা লাগে। সেখানে ওই মেশিন দিয়ে স্প্রে করতে মাত্র 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল।

IMG_20230312_101636_899.jpg

মেশিনটির ধারণ ক্ষমতা ছিল অতুলনীয় মেশিনটির দ্বারা এক জায়গা থেকে অনেক দূর পর্যন্ত স্প্রে করা যায়।

IMG_20230312_101644_329.jpg

আমরা যেখানে হাত মেশিন দিয়ে
স্প্রে করলে মাত্র ১০ থেকে ১৫ লিটার পানি নিতে পারে। সেখানে ওই মেশিনে ২০ থেকে ২৫ লিটার এবং কি ৩০ লিটার পানি পর্যন্ত নেওয়া যায়।মেশিনে পিছনে একটি ছোট ইঞ্জিন লাগানো ছিল। ওই ইঞ্জিনের দ্বারা মেশিনের সব চালিত হয়।

IMG_20230312_102409_719.jpg

বর্তমান যুগে এখন সব জিনিস এই আধুনিক পর্যায়ে করা হচ্ছে। তাই কৃষিকাজ করতে মানুষের বেশি পরিশ্রম করতে হচ্ছে না। কৃষি কাজে এখন আর আগের মতো ঝামেলা হয় না। সব কাজেই আধুনিক মেশিন দ্বারা করানো হয়। ফসল ফলানো থেকে শুরু করে ফসল থেকে ধান আনা পর্যন্ত যেগুলো কাজ বা পরিচর্চা করা হয়। সব আধুনিক মেশিন দ্বারা এখন করা হয় তাই কৃষি কাজ এখন খুব সহজ হয়ে গেছে।

IMG_20230312_101653_923.jpg

কৃষিকাজ আধুনিক হওয়ায় আবার একটি অসুবিধা রয়েছে। সেটা হল দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে।এখন কৃষকদের প্রচুর খরচ হয়।কৃষি কাজ গুলো আধুনিক মেশিন দ্বারা করার জন্য। তাদের লোকসান হয়।

IMG_20230312_094029_733.jpg

মানুষ সবকিছু সহজ পর্যায়ে করতে চায়।তাই আধুনিক মেশিন বের হওয়ার কারণে কৃষকদের অনেক সুবিধা হয়েছে। কৃষকদের আর বেশি ঝামেলা করতে হয় না। সবকিছু আধুনিক মেশিন দ্বারা করতে পারে কৃষকরা। তাই তাদের কোন কিছু নিয়ে আর ভাবনা চিন্তা করতে হয় না।

IMG_20230312_101645_694.jpg

যাইহোক বন্ধুরা আজ আমি এরকম স্প্রে মেশিন দেখে প্রথমে খুব অবাক হয়েছিলাম।পরে ভাবলাম যে আধুনিক দেশে এরকম মেশিন দেখাটা স্বাভাবিক। তাই আমার কাছে ওই রকম মেশিন দেখা অবাক হওয়ার মত কিছু মনে হলো না।

IMG_20230312_101704_247.jpg

আজ এই পর্যন্ত বন্ধুরা,
আপনাদের সাথে আবার দেখা হবে।অন্য কোনদিন, অন্য কোন প্রসঙ্গ নিয়ে। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবে

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...
 2 years ago 

সত্যি ভাই আপনি অসাধারণ একটি প্রতিবেদন তৈরি করেছেন কৃষি কাজের এই স্প্রে মেশিন নিয়ে।

কেননা স্টিম মেশিন এর মাধ্যমে যে অসাধারণভাবে স্প্রে করা যায় তা সত্যিই অকল্পনীয় কেননা হাত মেশিন দ্বারা অনেক সময় লাগতো কিন্তু এই আধুনিক স্প্রে মেশিন দ্বারা মাত্র 30 থেকে 35 অর্থাৎ আপনি এখানে উল্লেখ করে দিয়েছেন এমন সময় লাগে।

এছাড়াও এতে সময় অনেক কম লাগে। তবে একটু তুলনামূলক খরচ বেশি হয় আর এটাই স্বাভাবিক কেননা একটু আধুনিক যন্ত্র ব্যবহার করলে অবশ্যই তার খরচ একটু বেশি হবে।

যাইহোক পরিশেষে আপনার এই কৃষি প্রতিবেদন আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি স্প্রে মেশিন এর কাজ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটা এত সুন্দর ভাবে পড়ে এত সুন্দর কমেন্ট করেছেন

 2 years ago 

আসলেই আপনি ঠিক বলেছেন, কৃষি কাজে আবিষ্কার হচ্ছে নতুন নতুন যন্ত্র। তার সাথে কৃষকরা নিজেদের সময় বাঁচানোর জন্য, এ সকল মেশিন ব্যবহার করে, যেমন লোকসান গুনতে হচ্ছে, ঠিক তেমনি তাদের অনেক ক্ষয়ক্ষতিও হচ্ছে।

তবে নতুন নতুন জিনিস আবিষ্কারের ক্ষেত্রেও কৃষকের কাজ অনেকটা কমে গিয়েছে, অনেক অল্প সময়ে তারা অনেক বড় বড় কাজ খুব সহজেই সম্পূর্ণ করতে পারে, এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে।

আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে পোস্ট কে সাজিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টে এত সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

আধুনিকতার ছোয়া শুধু শহরাঞ্চলেই নয়, বরং গ্রামেও এর প্রভাব প্রতিদিন বেড়েই চলছে। যদিও কৃষকদের জন্য অনেক টা পরিশ্রম কমে যায়। কিন্তু এর খরচের পরিমান কি দারুন।

সেজন্য সবদিক দিয়ে বিবেচনা করে কাজ করা উচিত। ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টে এত সুন্দর কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.035
BTC 94313.10
ETH 3182.98
USDT 1.00
SBD 2.99