এলোমেলো ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম ।আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানোর এলোমেলো কিছু ফটোগ্রাফি।
আপনাদের মাঝে প্রথমে তুলে ধরলাম। আমার বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর। রয়েছে সেখানে পরিবেশটা অনেক সুন্দর। ওই পুকুর পাড়ে আমি এবং আমার বন্ধুরা সহ বিকাল বেলা আড্ডা দেই এবং মজা করি।
পুকুর টির অবস্থান আমার বাড়ি থেকে একটু দূরে। আমি এবং আমার ছোটবেলার বন্ধুরা সহ। প্রতিদিন অবসর সময়ে সেখানে গিয়ে আড্ডা দেই ।বা মজা করি।
পুকুরটি আকারে অনেক বড় সেখানে অনেক পুরনো পুরনো গাছ রয়েছে। পুকুরের চারদিকে রয়েছে কিছু ফুলের গাছ ,ফলের গাছ ও বিভিন্ন ধরনের কাঠের গাছ।
অনেক ধরনের ঘাসফুল রয়েছে পুকুরটি চারদিকের। পরিবেশটা অনেক সুন্দর । পুকুর টি ও বেশ বড়। পুকুর টিতে রয়েছে একটি নৌকা।
সেই নৌকায় বিকাল বেলা আমরা সবাই মিলে অনেক মজা করি ।পুকুরটি চারিদিকে ঘুরে বেড়াই বেশ ভালই লাগে বিকেলের সময়টা সেখানে কাটাতে অনেক ভালো লাগে।
পুকুর টিতে যাওয়ার আগে রাস্তার পাশেই একটা সুন্দর সাদা গোলাপের গাছ রয়েছে গোলাপের গাছটা দেখতে বেশ সুন্দর গোলাপ ফুলের গাছটি বেশ বড় এবং গাছের ফুল গুলো অনেক সুগন্ধি এবং সুন্দর।
পুকুর টির পূর্ব দিকে গেলে দেখা যায়। সুন্দর একটি আম গাছের বাগান ।গাছগুলোতে আমের মৌসুমে খুবই বেশি আম ধরে ।আমগুলো খেতে মজাদার ও সুস্বাদু।
আমের মৌসুমে আমরা সেখানে গিয়ে গাছে উঠে আম পেড়ে খাই। যেহেতু গাছ গুলো আমার চাচার তাই আমাদের কেউ কিছু বলে না। পুকুর টিতে আমের গাছ, সহ লিচুর গাছ ,কাঁঠালের গাছ এবং বিভিন্ন ধরনের কাটা জাতীয় ফলের গাছ রয়েছে।
বাড়ির পাশে পুকুরটিতে বিকালবেলা ঘুরতে খুবই ভালো লাগে সেখান থেকে বাড়িতে আসতে মন চায় না। মন চায় সারাদিন পুকুর পাড়ে বসে সময় কাটাই কিন্তু সেটা তো আর হয় না।
পড়ালেখা কলেজ আছে এগুলোর মাঝে সারাদিন ব্যস্ত থাকার পর পুকুর পাড়ে গিয়ে যখন আড্ডা দেই মনটা খুবই ভালো হয়ে যায় মনে হয় যে সারাদিন ক্লান্তির পর একটু শান্তি পেলাম।
যাই হোক বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আমার বিকেল বেলা কাটানো কিছু মুহূর্ত শেয়ার করলাম। আবারো আরেকদিন আপনাদের মাঝে এই পুকুরটি সম্পর্কে অনেক কিছু বলব।
আজ এই পর্যন্ত বন্ধুরা,
ভালো থাকবেন সুস্থ থাকবেন।