The Steemit Awards 2023:- My Nominations

in Incredible India11 months ago

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি।

Pink Simple Photos Mother and Newborn Baby Photo Collage.jpg

(ক্যানভা দিয়ে ইডিট করা)

আমি আজ বেশ আনন্দিত। কারণ আজ আমার পছন্দের মানুষ এবং পছন্দের কমিউনিটি সম্পর্কে আপনাদের জানাবো। স্টিমিট প্লাটফর্মে অনেক লেখক ও লেখিকা আছেন যাদের লিখা আমি বেশ পছন্দ করি। আমি তাদের লিখাগুলো প্রতিদিন পড়ি এবং কমেন্ট করার চেষ্টা করি।

প্রতিযোগীতার নিয়মানুযায়ী তাঁদের মধ্য থেকে নির্দিষ্ট একজন ব্যক্তিকে সিলেক্ট করা অনেক কঠিন। তবুও সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা পোষণ করে শ্রেষ্ঠ লেখক/লেখিকা হিসেবে আমি একজন ব্যক্তিকেই সিলেক্ট করেছি। তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় এ্যাডমিন ম্যাম।

এ্যাডমিন ম্যামকে বেছে নেয়ার পেছনে যথেষ্ঠ কারণ আছে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে ম্যমকে অনেক পছন্দ করি এবং ম্যমের লিখা প্রতিদিন পড়ার চেষ্টা করি। আমি ম্যমের লেখায় অনেক নতুনত্ব খুঁজে পেয়েছি। তিনি আমাদের যেসব লিখা উপহার দেন সেগুলোতে কোন না কোন বার্তা থাকে।

Pink Simple Photos Mother and Newborn Baby Photo Collage (1).jpg

(ক্যানভা দিয়ে ইডিট করা)

তাঁর লিখা পড়ে আমি অনেক কিছুই শিখেছি এবং এখনও শিখছি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষনীয় বিষয়গুলো তিনি বাংলাতেই লিখে। এতে করে আমরা যারা বাঙ্গালী আছি তারা সবকিছু অনেক সহজেই এবং সুন্দরমত বুজতে পারি।

আর ম্যাম আমাদের জন্য যে উপদেশমূলক লিখাগুলি উপস্থাপন করেন সেগুলো যদি আমরা ব্যক্তিগত জীবনে কাজে লাগাই তাহলে অবশ্যই সমাজে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবো।

স্টিমিট প্লাটফর্মে আমার পথচলা মাত্র সাত মাস। এই সাত মাসে ম্যামের যতটুকু কাছে আসতে পেরেছি এবং তিনি আমাকে যতটা আগলে রেখেছে তা কল্পনাতীত।

আমি যেদিন ইনক্রিটিবল ইন্ডিয়া কমিউনিটিতে যুক্ত হয়েছিলাম সেদিন থেকেই এ্যাডমিন ম্যামের সাথে সম্পর্ক হতে শুরু হয়েছিলো। প্রথমে কয়েকদিন ম্যমের সাথে কথা বলতে কিছুটা সংকোচ বোধ হচ্ছিলো এবং ভয়ও পাচ্ছিলাম। কিন্তু ধীরে ধীরে এই ভয় কেটে গিয়েছিলো।

কিন্তু একটা বিষয় বেশ প্রসংশনীয় সেটি হলো কাজের ক্ষেত্রে এবং সততার ক্ষেত্রে ম্যাম এক চুল পরিমান কাউকে ছাড় দেন না। প্রয়োজন অনুযায়ী তিনি শাসন করেন আবার আদরও করেন।

তিনি প্রতিনিয়তই আমাদের একটি বার্তা দেন, সেটি হলো নিজে সৎ থাকুন, সৎ ভাবে কাজ করুন এবং সৎ উপার্জন করুন। কারণ সৎ উপর্জনেই রয়েছে আসল তৃপ্তি।

ম্যাম একদম বাস্তবাদী একজন মানুষ। তিনি কাউকে সঠিক কথা বলতে একটু পিছপা হন না। তাঁর লিখায় যে মাধুর্যতা আমি খুঁজে পাই সেটি আমাকে মুগ্ধ করে। এছাড়াও বাস্তব অভিজ্ঞতার গল্পগুলো আমাকে বেশ অনুপ্রেরণা দেয়।

উনি যেভাবে এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলেন, প্রথমের দিক কিভাবে পরিশ্রম করেছিলেন, কমিউনিটিকে দ্বার করাতে তিনি কতকিছু ত্যাগ করেছেন ইত্যাদি ইত্যাদি। একবার এগুলো ভাবলে মনে হয় একটি মানুষ কিভাবে এতকিছু সামলাতে পারে। আমি হলে হয়তো পারতাম না। ম্যামের প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া।

Pink Simple Photos Mother and Newborn Baby Photo Collage (2).jpg

(ক্যানভা দিয়ে ইডিট করা)

এবার আসি বেষ্ট কনট্রিবিউটর প্রসঙ্গে।
এক্ষেত্রেও আমি চোখ বন্ধ করেই এ্যাডমিন ম্যামকে বেছে নেবো। কারণ ম্যাম এই কমিউনিটির জন্য যতটা পরিশ্রম করেছে তা অকল্পনীয়। তার অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই ইনক্রিটিবল ইন্ডিয়া কমিউনিটি।

যখন মাঝে মধ্যে শুনি ম্যামের মুখে তিনি এই কমিউনিটিকে দ্বার করানোর জন্য তিনি দিন রাত একাকার করে দিয়ে পরিশ্রম করেছিলেন তখন নিজেই নিজেকে বলি হয়তো পৃথিবীতে এখনো কিছু সৎ এবং পরিশ্রমী মানুষ রয়েছে।তার মধ্যে ম্যাম একজন।

সম্মানিত মডারেটরগণের কাছ থেকে আমি আরো জেনেছি তিনি স্টিমিট প্লাটফর্মকে দূষনমূক্ত করতে কিছু অসৎ মানুষের কার্যক্রম সকলের সামনে তুলে ধরেছিলেন এবং তাদের সম্পর্কে যথেষ্ঠ প্রমান জোগাড় করে দেখিয়ে দিয়েছিলেন।

এটি আমাদের জন্য শিক্ষনীয় একটি বিষয়। ঠিক যতটা শিক্ষনীয় ততটাই কিন্তু গর্বের। কারণ স্টিমিট প্লাটফর্মে অন্য সকল বন্ধুদের বুক উচিয়ে বলতে পারি আমার ম্যাম, সর্বপোরি আমার দিদি এই কাজটি করেছিলো।

একটি কমিউনিটি চালানো কিন্তু ততটাও সহজ না। এর জন্য প্রয়োজন ধৈর্য্যের। আমি মনে করি ম্যামের সেই ধৈর্য্য আছে এবং থাকবে। কেননা আমরা বারংবার সকলেই কম বেশি অনেক ভুল ত্রুটি করে থাকি।

আমরা যেমন বারংবার ভুল করি ম্যাম তেমনি বারংবার আমাদের সব নতুন করে বুঝিয়ে বলেন। এটি অবশ্যই ধৈর্য্যের পরিচয় বহন করে। কেননা একজন ধৈর্য্যশীল ব্যক্তি ছাড়া এই কাজ অসম্ভব।

পাশাপাশি ম্যাম বেশ বিচক্ষণ একজন মানুষ। তিনি প্রতিনিয়তই আমাদের সকলের খোঁজ খবর রাখেন। আমাদের কাজের দিকে নজর রাখেন। আমরা যখন যে সমস্যাই পরি না কেন তিনি দ্রুত সমাধান করে দেয়ার চেষ্টা করেন।

এছাড়াও সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসে সবাইকে সব কিছু বুঝিয়ে বলেন। যারা কমিউনিটিতে নতুন যুক্ত হয় তাদের প্রতিটি জিনিস ভালোভাবে বুঝিয়ে বলেন। কারো কোন জড়তা থাকলে তা কাটানোর জন্য চেষ্টা করেন।

সবকিছু মিলিয়ে আমি বেষ্ট কন্ট্রিবিউটর হিসেবে ম্যামকেই যোগ্য মানুষ মনে করি। কারণ তিনি আমাদের কখনই অসৎ পথ অবলম্বনের শিক্ষা দেন না। পরিশ্রম করে যেকোন জিনিস অর্জনেরই শিক্ষা দেন।

Pink Simple Photos Mother and Newborn Baby Photo Collage (3).jpg

(ক্যানভা দিয়ে ইডিট করা)

এবার আসি বেষ্ট কমিউনিটিতে।
আমার কাছে বেষ্ট কমিউনিটি হলো আমার কমিউনিটি। অর্থ্যাৎ ইনক্রিটিবল ইন্ডিয়া কমিউনিটি। গত সাত মাস থেকে আমি এই কমিউনিটিতে কাজ করে আসছি। কেন এই কমিউনিটি আমার কাছে বেষ্ট তা আজ আপনাদের মাঝে তুলে ধরবো।

আমাদের কমিউনিটিতে এ্যাডমিন ম্যাম সহ সকল মডারেটরগণ অনেক ভালো। তাঁরা সকলেই আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন। কোন সমস্যায় পরলে তৎক্ষণাৎ সমাধান করে দেয়ার চেষ্টা করেন। আমাদের কাজের বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে যা যা করা প্রয়োজন তার সবকিছুই এখানে করা হয়।

  • মডারেটরগণ এখানে প্রতি মাসে আমাদের সকল কার্যক্রম রিপোর্ট আকারে প্রকাশ করেন। কে কতটুকু কাজ করেছি তার সবকিছুই এখানে উল্লেখ থাকে। এছাড়াও প্রতি সপ্তাহে সাপ্তাহিক রিপোর্টও প্রকাশিত হয়ে থাকে। এই রিপোর্টগুলোর মাধ্যমে আমরা সকলেই আমাদের কাজের সম্পর্কে সু-স্পষ্ট ধারণা পেয়ে থাকি।

  • আমাদের কমিউনিটি যেহেতু বুমিং সাপোর্টের আওতায় রয়েছে তাই প্রতি সপ্তাহে কতজন বুমিং সাপোর্ট পেলো সেই সম্পর্কৃত রিপোর্ট প্রতি সপ্তাহেই এখানে উপস্থাপন করা হয়। এছাড়াও বুমিং এর জন্য কোন কোন পোষ্ট সিলেক্ট করা হয় সেগুলোও এখানে দেখানো হয়।

  • এরপর আমরা যারা একটিভ ইউজার আছি তাদের কমিউনিটির পক্ষ থেকে যথেষ্ঠ সাপোর্ট দেওয়া হয়। এই সকল কিছুর ডিটেইলস প্রতি সপ্তাহে সাপ্তাহিক কিউরেশন রিপোর্টের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে।

  • আমাদের এ্যাডমিন ম্যাম প্রতি মাসে দুটি করে প্রতিযোগীতার আয়োজন করেন। প্রতিযোগিতায় তিনি পুরষ্কারের ব্যবস্থা রাখেন। যারা প্রতিযোগীতায় ভালো করেন তাদের তিনি পুরষ্কৃত করেন। এসব প্রতিযোগীতায় যেসব বিষয় সিলেক্ট করা হয় তা সকল ইউজারগণ বেশ উপভোগ করেন এবং মনের মতো করে লিখতে পারেন।

  • তাছাড়াও আমাদের কমিউনিটিতে সপ্তাহে একদিন টিউটোরিয়াল ক্লাস এবং একদিন হ্যাং আউট অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি টিউটোরিয়াল ক্লাসে এ্যাডমিন ম্যাম আমাদের কাছে নতুন নতুন জিনিস নিয়ে হাজির হন। এছাড়াও যারা নতুন ইউজার থাকেন তাদের সাথে পরিচয় হন এবং তাদের সবকিছু বুঝিয়ে বলেন। হ্যাং আউটের দিন আমরা সকলেই বেশ মজা করি।

পরিশেষে বলবো আমার কমিউনিটি আমার কাছে বেষ্ট কমিউনিটি এবং এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে আমি বেশ গর্বিত। পোষ্টে ম্যামের যতগুলো ছবি ব্যবহার করেছি সবকিছু তার অনুমুতি নিয়েই ব্যবহার করেছি।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Sort:  
Loading...
 11 months ago 

প্রথমত আমি চমকে গেছি দিদির ছবিগুলো দেখে।খুব ভালো লাগছে ওনাকে দেখতে। এরকম সাজে আমি আর ওনাকে কখনো দেখিনি তাই বেশ কয়েকবার দেখলাম।

আরো ভালো লাগলো আপনি লেখাটি গুছিয়ে ও সুন্দরভাবে স্টিমিট অ্যাওয়ার্ড ২০২৩ এর লেখাটি পোস্ট করেছেন। আপনার সাথে আমিও একমত। কতটা সহজ ও সাবলীল ভাবে লেখা যায় তা দিদির কাছ থেকে শেখার মত ব্যাপার। ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এবং আমাদের কমিউনিটিকে বেস্ট কমিউনিটি বলে নির্ধারণ করার জন্য। আমি একটু ব্যস্ত থাকার কারণে এখনো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারিনি কিন্তু আগামীকাল আমি আপনাদের মাঝে এই পোস্ট উপস্থাপন করব। আমি Incridible India কমিউনিটিতে জয়েন হয়ে অনেক খুশি।আমার কাছে Incridible India কমিউনিটির সকল সদস্য এবং Moderator দের ব্যবহার খুবই ভালো লাগে। আমাদের যে কোন ও সমস্যা হলে তারা সবাই মিলে সমাধান করে দেয়। আপনার পোস্ট টি পেয়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 11 months ago 

আপনি বেস্ট লেখিকা হিসেবে আমাদের ম্যাম কে নির্বাচন করেছেন। আপনি ঠিকই বলেছেন ম্যাম সবসময় শিক্ষনীয় বিষয়গুলো বাংলা ভাষাতেই আমাদের সাথে উপস্থাপন করে থাকে। তাই আমি একজন বাঙালি হিসেবে সবসময় ম্যাম যে বিষয়গুলো উপস্থাপন করে। সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে, কিছুটা হলে অধ্যায়ন করার চেষ্টা করি।

কমিউনিটির জন্য ম্যাম কতবার লড়াই করেছে সেটা হয়তোবা আমাদের সবার কাছেই স্পষ্ট। কেননা ম্যাম সবসময় এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করে থাকেন। আর আমাদের কমিউনিটিকে ম্যাম সবসময় তার সন্তানের মত দেখেন। কোন ভুল হলে সাথে সাথে সেটাকে সঠিক করার চেষ্টা করেন। কঠোর পরিশ্রমের দ্বারা তিনি এই কমিউনিটি দাড় করিয়েছেন। সেজন্য আমি উনাকে স্যালুট জানাই হাজার বার।

শ্রেষ্ঠ কমিউনিটি হিসেবে আপনি ইনক্রেটেবল ইন্ডিয়া কমিউনিটি নির্বাচন করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, পরিবারের প্রত্যেকটা সদস্যের মাথায় হাত বোলানোর মত একজন এই কমিউনিটিতে আছে। আর তাইতো আমি এই কমিউনিটিকে অনেক বেশি ভালোবাসি। এবং এই কমিউনিটিতে এসে নিজের দুঃখ কষ্ট সবকিছু লাগব করার চেষ্টা করি। পরিবারের সাথে যাই হোক না কেন? এখানে আসলে সকল সমস্যার সমাধান পেয়ে যাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করব আপনি প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাডমিন ম্যাডামকে Best Author এবং Best Contributor to the Community তে নমিনেট করার জন্য। আমিও এই দুটি বিভাগে অ্যাডমিন দিদিকেই নমিনেট করেছি। আর Incredible India হোলো আমাদের পরিবার। আমরা তো আমাদের পরিবারকেই সমর্থন করব তাই না! ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভগবানের কাছে এই প্রার্থনা করি।

 11 months ago 

আপনি আমাদের এডমিন ম্যাম কে বেস্ট লেখিকা এবং বেস্ট কনট্রিবিউটর হিসেবে সিলেক্ট করেছেন। আপনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই নির্বাচন করেছেন বেস্ট লেখিকা এবং বেস্ট কনট্রিবিউটর হিসেবে। ম্যামের লেখা আমি মাঝেমধ্যেই পড়ি। তিনি কোন সাধারণ একটা লেখাকে অসাধারণ করে তুলতে পারেন।

তিনি আমাদের সবসময়ই সৎ পথে থাকার পরামর্শ দেন। এছাড়াও দেখলাম আপনি ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিকে বেস্ট কমিউনিটি হিসেবে নির্বাচন করেছেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে আমাদের মাঝে আপনার লেখা তুলে ধরার জন্য।

 11 months ago 

গতকাল কাজের ব্যস্ততার কারণে আপনার লেখা পড়া গেলেও উত্তর দেবার মতন সময় করে উঠতে পারিনি তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

তিনি প্রতিনিয়তই আমাদের একটি বার্তা দেন, সেটি হলো নিজে সৎ থাকুন, সৎ ভাবে কাজ করুন এবং সৎ উপার্জন করুন। কারণ সৎ উপর্জনেই রয়েছে আসল তৃপ্তি।

আপনার লেখায় আমি একটা আন্তরিকতার আভাস পেয়েছি যেটা আমার সবচাইতে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে।

একসাথে পথ চলা আসলে সহজ কাজ নয়, কারণ এখানে খানিক মেনে আর অনেকটা মানিয়ে নিতে হয়।

তবে, আপনাদের পাথেয় হিসেবে পেয়ে আমার কাজের গতি বৃদ্ধির ইচ্ছে শক্তি অনেকগুণ বেড়ে যায়। আশাকরি এইভাবেই সঙ্গে থেকে আগামী পথ পাড়ি দেবেন সকলের সাথে যৌথ পরিবারের মতো করে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68608.23
ETH 2448.10
USDT 1.00
SBD 2.41