Steem engagement challenge-S10/W2| I love to take the interview of Bill Gates

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম/আদাব,

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পেরে আমি দারুন আনন্দিত। সেইসাথে ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটি কর্তৃপক্ষকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এমন একটি বিষয় নির্বাচন করার জন্য। তাহলে শুরু করা যাকঃ-

Green White Watercolor Notes Blank Background A4 Document.jpg

(ছবিটি ক্যনভা দিয়ে ইডিট করা)

প্রতিযোগীতার প্রথম প্রশ্নটি ছিলোঃ ইলন মাস্ক, বিল গেটস এবং জেফ বেজোস- আপনি কাকে একটি সাক্ষাত্কারের জন্য বেছে নিতে চান এবং কেন (নির্বাচনের কারণ বর্ণনা করুন)?

আমার সবথেকে পছন্দের ব্যক্তিত্ব হলো বিল গেটস এবং আমি তাঁকে একটি সাক্ষাৎকারের জন্য বেছে নিতে চাই। বিল গেটসকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো তিনি একজন সফল উদ্যোগতা। এছাড়াও ছোটবেলা থেকে তাঁর ভেতরে প্রতিযোগীতার মনোভাব ছিলো প্রচুর। বিভিন্ন গুণাবলীর কারণে তিনি একজন সাধারণ ছেলে থেকে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন।

bill-gates-6820567_1280.png
source

তিনি যখন প্রিপারেটরি স্কুলে পড়াশোনা করতেন তখন থেকেই তার কম্পিউটারের সাথে পরিচয় হয়। মূলত এটি ছিলো তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম পর্যায়। এরপর থেকেই তিনি ধীরে ধীরে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে থাকেন।

তিনি যে সফল হয়েছিলেন তার পেছনে ছিলো বহু বছর ধরে শেখা ও অর্জন করা প্রোগ্রামিং জ্ঞান। কঠিন অধ্যাবসায় ও পরিশ্রম করে তিনি এই প্রোগ্রামিং জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সফলতা অর্জন করেন।

বিল গেটস তার সততা, নিষ্ঠা, মেধা এবং পরিশ্রমের মাধ্যমে তার স্বপ্নের প্রতিষ্ঠান মাইক্রোসফট কে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে সক্ষম হন। এছাড়া ব্যক্তিগর জীবনেও তিনি এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন যিনি মর্ডান টেকনোলজি সম্পর্কে বেশ কৌতুহলী।

বর্তমান সময় আমরা সকলেই কম বেশি বিল গেটসকে নিয়ে জানার চেষ্টা করছি। বিল গেটস এর ব্যক্তিগত জীবন, তাঁর সফলতার গল্প, তাঁর কিছু গুরুত্বপূর্ণ উক্তি বিষয়ে আমরা সবাই ঘাটাঘাটি করছি। আর সব থেকে বড় কথা হলো তিনি একজন সফল উদ্যোগতা।

আমাদের ঘরে যে কম্পিউটার রয়েছে, যার মাধ্যমে আমরা এত এত সেবা পাচ্ছি, যেকোন কিছু নিমিষেই সমাধান করতে পারছি, সেটার পেছনে কিন্তু বিল গেটস এর বিশেষ অবদান রয়েছে। একজন সফল ব্যক্তি হিসেবে বিল গেটস আমাদের জন্য বিশাল উদাহরণ। তাই আমি বিল গেটসকেই একটি সাক্ষাৎকারের জন্য বেছে নিতে চাই।

প্রতিযোগীতার দ্বিতীয় প্রশ্নটি ছিলোঃ সাক্ষাত্কারের সময় আপনি কোন তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চান? এই প্রশ্নগুলির পিছনে কারণগুলি বলুন।

interview-905535_1280.png
source

সাক্ষাৎকারের সময় আমার প্রথম প্রশ্নটি হবে, পারিবারিক জীবনে বিল গেটস আসলে কেমন এবং কতটা সফল?

আমার এই প্রশ্নের পেছনে অন্যতম কারণ হলো, আমরা সকলেই জানি বিল গেটস অন্যতম সফল একজন ব্যবসায়ী এবং বহু বছর পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি হিসেবেও ছিলেন। এত বড় একজন ব্যক্তিত্ব তাঁর পরিবারে কতটুকু সময় দেন এবং পরিবারের বাকি সদস্যদের কাছে তিনি কতটা সফল।

একজন বাবা হিসেবে, একজন পরিবার প্রধান হিসেবে তিনি আসলে কতটুকু সফল। এই বিষয়গুলি তাঁর কাছ থেকে জানতে আমি বেশ কৌতুহলী।

আমাদের বর্তমান প্রজন্মের জন্য বিল গেটস বিরাট এক উদাহরণ। পৃথিবীর অনেকেই তাঁকে তাদের জীবনের অনুপ্রেরণা বা আইডল হিসেবে গ্রহণ করে। পৃথিবী জুড়ে তিনি বিখ্যাত। প্রতিটি লোকই কম বেশি তার নাম জানে বা শুনেছে। ব্যবসায়ীক জীবনে তিনি এত ব্যস্ত একজন মানুষ হওয়ার পরেও পরিবারের জন্য আসলে কতটুকু সময় ব্যয় করেন এবং পরিবারের জন্য কী কী করেন?

আমার দ্বিতীয় প্রশ্নটি এমন হতোঃ আপনার একটি বিখ্যাত উক্তি রয়েছে, “গরীব হয়ে জন্মানোটা আপনার দোষের নয় বরং গরীব হয়ে মৃত্যুবরণ করাটা অন্যায়”। এই উক্তির পেছনের গল্পটি আসলে কী?

আমার এই প্রশ্নের পেছনে কারণ হলোঃ বর্তমান সময়ে আমরা সকলেই অর্থের পেছনে ছুটছি। আমরা এখন আর কেউ গরীব হয়ে মরতে চাই না। হুবুহু বিল গেটস এর উক্তির সাথে আমাদের সবার জীবন মিলে যাচ্ছে। তাই আমার কৌতুহল থেকে এই বিষয় নিয়ে জানার ছিলো বিল গেটস এর কাছে। যে তিনি কখন এবং কীভাবে এটি উপলব্ধি করেছিলেন যে আসলে গরীব হয়ে মৃত্যুবরণ করাটা অন্যায়।

আমার তৃতীয় প্রশ্নটি হতো এরকমঃ আপনি যদি বিল গেটস না হয়ে ইলন মাস্ক হতেন তাহলে কী কী করতেন?

প্রশ্নটি কিন্তু যেমন মজার তেমনি বিব্রতকর। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিল গেটসকে ঠিক এই প্রশ্নটাই করতাম। কেননা দুজনই পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় বহুবছর ছিলেন। একজন কম্পিউটার সফটওয়্যার কোম্পানী মাইক্রোসফট এর অন্যতম প্রতিষ্ঠাটা এবং অন্যজন টেসলা, স্পেসএক্স ও পেপ্যাল এর সফল উদ্যোক্তা।

তাঁরা দুজনই পৃথিবীর মর্ডান টেকনোলোজিতে ব্যপক ভূমিকা রেখেছেন। আমাদের এই পৃথিবী আধুনিকায়ন হওয়ার পেছনে তাদের দুজনের অবদান বিশ্ববাসী স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখে রাখবে।

কিন্তু আমার প্রশ্ন ছিলো বিল গেটস এর কাছে তিনি যদি ইলন মাস্ক এর জায়গায় থাকতেন তাহলে তিনি টেসলা, স্পেসএক্স ও পেপ্যাল কীভাবে পরিচালনা করতেন এবং কীভাবে এগুলো প্রতিষ্ঠানকে সাফল্যের দোরগোরায় পৌঁছে দিতেন।

এটি আমার এবং আমাদের সকলের জন্য একটি দারুণ অভিজ্ঞতার বিষয়। বিল গেটস যদি এই প্রশ্নের উত্তর দিতেন বা সামান্য হলেও কিছু বলতেন তাহলে আমরা অবশ্যই নতুন কিছু তথ্য তাঁর কাছ থেকে পেতাম।

প্রতিযোগীতার তৃতীয় প্রশ্নটি ছিলোঃ আপনি আপনার নির্বাচিত ব্যক্তির কাছ থেকে কোন একটি পরামর্শ নিতে চান? কারণটি বর্ণনা করুন, কীভাবে সেই পরামর্শটি আপনার জীবনে আপনাকে সাহায্য করবে।

checklist-41335_1280.png
source

আমি বিল গেটস এর কাছে যে পরামর্শটি নিতে চাই সেটি হলো, নতুন কিছু উদ্ভাবন করে একটি ব্যবসায় পরিচালনা করতে আমাদের কোন কোন দিকগুলো মেনে চলা জরুরী। এই পরামর্শটি চাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হলো আমরা অনেকেই নতুন আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করি কিন্তু বেশিদিন সেই ব্যবসা ধরে রাখতে পারি না। আমাদের কিছু ভুলের কারণে হয়তো এমনটা হয়। তাই আমি এই পরামর্শটি বেছে নিয়েছি।

এই পরামর্শটি আমার জীবনে অবশ্যই আমাকে সাহায্য করবে। কারণ আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা প্রতিষ্ঠান চালু করবো। সম্পূর্ণ নতুন বুদ্ধিমত্তা নিয়ে এই প্রতিষ্ঠানতি শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের দেশে এমন প্রতিষ্ঠান এখনো চালু হয়নি।

এই আইডিয়াটা সম্পূর্ণ নতুন। কিন্তু আগেই বলেছি, নতুন আইডিয়া নিয়ে কোন ব্যবসায় প্রতিষ্ঠান চালু করলে, সঠিক দিক নির্দেশনার অভাবে সেই ব্যবসায় বেশিদিন ধরে রাখা যায় না। যেহেতু বিল গেটস একজন সফল উদ্যোক্তা এবং তিনি সম্পূর্ণ নতুন আইডিয়া নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন তাই তিনি আমাদের এই বিষয়ে জরুরী দিক নির্দেশনা দিতে পারবেন।

যাইহোক পরিশেষে শুধু একটি কথাই বলবো, জীবনে সফল হতে হলে আমাদের কাউকে না কাউকে অনুসরণ করতেই হবে। পৃথিবী বিখ্যাত ব্যক্তিগণ কীভাবে সফল হয়েছেন, দুর্দিনে কীভাবে সকল বিপদ মোকাবেলা করেছেন, বার বার ব্যর্থ হয়েও কীভাবে সফল হয়েছেন ইত্যাদি আমাদের জন্য শিক্ষনীয়। বিল গেটস তাঁদের মধ্যে অন্যতম একজন। তাঁর জীবনি ও তাঁর গুরুত্বপূর্ণ উক্তিগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি।

এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আমি তিনজন বন্ধুকে আমন্ত্রন জানাচ্ছি, তারা হলেন, @mrnazrul @NasimRana @Hafizur

Sort:  
Loading...
 last year 

Thanks for Honarable mention.

Gates es uno de los hombres más influyentes en todo el mundo, un ejemplo de que cuando se quieren las cosas, hay que ir por ellas. Él dejo de lados la universidad por ir a construir su proyecto, trabajó sin descanso, y fue así como nació Microsoft, lo que le llevaría a ser uno de los más ricos del mundo.

Éxitos en el concurso.

 last year 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ! এরপরে দেখলাম আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর,, সঠিকভাবে দিয়েছেন!

এবং আপনার পছন্দের ব্যক্তি হচ্ছে বিল গেটস! আপনি তার সাথে একটা সাক্ষাৎকার করতে চান! এবং আপনি তার কাছে তিনটা প্রশ্ন করতে চান!

এক কথায় আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো,, অসংখ্য ধন্যবাদ আপনাকে তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য! এবং আপনি যে তিনটা প্রশ্ন করতে চেয়েছেন,, সেটা জানতে পেরে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62186.49
ETH 2417.64
USDT 1.00
SBD 2.56