You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of May#2| Significance of Education!.

in Incredible India6 months ago

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্যে। আজ আপনার লিখাটি আমার সত্যি মনে ধরেছে। আপনার লিখা বরাবরই অনেক ভালো তবে আজকেরটা একটু স্পেশাল মনে হয়েছে আমার কাছে। তাই মন দিয়ে এবং সময় নিয়ে আপনার লিখাটি পড়ে বেশ কিছু বিষয় উপলব্ধি করলাম। বাস্তবে আমরা সবাই পুঁথিগত বিদ্যাকেই প্রাধান্য বেশি দিয়ে থাকি। পুঁথিগত বিদ্যা আমাদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে ও শিক্ষার আলোয় আলোকিত করে। কিন্তু সমাজে একজন ভালো মনের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে মানবিক শিক্ষার বিষয়টি আপনি গুরুত্বসহকারে আমাদের বুঝিয়েছেন।

আমিও আপনার সাথে পুরোপুরি একমত মানবিক শিক্ষার বিষয়ে। কেননা শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলে না, সাথে প্রয়োজন মানবিক শিক্ষারও। তবেই তো সকলে বলবে, এই লোকটি সু-শিক্ষায় শিক্ষিত। এছাড়াও পারিবারিক শিক্ষার ব্যপারেও আপনি আমাদের বলেছেন। পরিবারের লোকজনের আচরণ এক্ষেত্রে ভালো হওয়া জরুরি। কেননা পরিবার থেকেই একজন শিশু জীবনের ষাট শতাংশ শিক্ষা লাভ করে থাকে বলে আমি মনে করি।

যাইহোক দিদি। ভালো থাকবেন আর প্রতিযোগীতায় আপনার সফলতা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88139.36
ETH 3066.37
USDT 1.00
SBD 2.76