SEC17/W1|Heaven and Hell fantasy or reality?

in Incredible India7 months ago

বন্ধুরা কেমন আছেন সকলে? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি প্রানপ্রিয় কমিউনিটিতে Incredible India এনগেজমেন্ট চ্যলেঞ্জ সিজন সতেরো এর প্রথম সপ্তাহের কনটেস্টে অংশগ্রহণ করতে চলছি। তাহলে শুরু করা যাকঃ-

Green Pastel Cute Simple Page Border  Document A4.jpg

(ক্যানভা দিয়ে ইডিট করা)

প্রতিযোগীতার প্রথম প্রশ্নটি ছিলোঃ Do you believe there is a place named heaven and hell out of this world? Justify your belief.

হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি যে পৃথিবীর বাইরে স্বর্গ এবং নরক বিদ্যমান। আমরা পৃথিবীতে যেমন কাজ করবো, সেই কাজের উপর ভিত্তি করেই মৃত্যুর পর আমাদের স্বর্গ নয়তো নরকে যেতে হবে।

আমি যেহেতু মুসলিম এবং আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় যে, মহান আল্লাহ্‌ তালা প্রতিটি মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন।

হাশরের ময়দানে যেদিন আমাদের বিচার সম্পন্ন হবে সেদিন আমাদের জান্নাত নয়তো জাহান্নামে পাঠানো হবে। প্রতিটি ধর্মেই কম বেশি স্বর্গ এবং নরকের কথা উল্লেখিত আছে। আমাদের ইসলাম ধর্মে স্বর্গ এবং নরক নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

pexels-icon-com-216640.jpg
source

পবিত্র কুরআনে মহান আল্লাহ্‌ তা’লা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। যারা পৃথিবীতে ভালো কাজ করবে এবং আল্লাহ্‌র দেখানো পথে নিজের জীবন পরিচালনা করবে তাদের জন্য রয়েছে জান্নাত। সেখানে শুধু সুখ আর সুখ।

আর যারা এর উল্টোটা করবে তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব অর্থ্যাৎ জাহান্নাম। তাই একজন মুসলিম হিসেবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীর বাইরে স্বর্গ এবং নরক রয়েছে।

pexels-shovy-rahman-804876.jpg
source

প্রতিযোগীতার দ্বিতীয় প্রশ্নটি ছিলোঃ Do you believe karma decides our future, and we get results according to the same?

হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি যে কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং কর্ম অনুযায়ী আমরা ফলাফল পেয়ে থাকি। আমরা সকলেই জানি আজ যেমন কর্ম করবো ভবিষ্যতে তার ফল পাবো। এতে সন্দেহের কিছু নেই।

পার্থিব জীবনে কর্মই আসলে মূল। ভালো কর্ম আমাদের পৃথিবীর জীবনে যেমন সুখ বয়ে আনে তেমন মৃত্যুর পরের জীবনেও সুখ বয়ে আনে। আর মন্দ কর্ম আমাদের জন্য দুঃখ, কষ্ট, অপমান ছাড়া কিছুই বয়ে আনতে পারে না।

পরকালের জীবনের জন্যও ঠিক তেমনি। তাই সবার আগে কর্ম হওয়া চাই সৎ এবং ভালো। আমরা অনেক সময় যেকোন কাজে ব্যার্থ হলে ভাগ্যকে দোষারপ করি। কিন্তু আমার মতে, আদোত এটি সঠিক নয়।

কেননা পরিশ্রম করলে ভাগ্য সবসময় সহায় হয়। আর যদি সহায় না হয় তাহলে বুঝবো আমার পরিশ্রমে ঘাটতি ছিলো নয়ত আমার পরিশ্রমের পথ ভুল ছিলো। অর্থ্যাত কর্মপন্থা যদি সঠিক হয় তাহল সফলতা আসবেই আসবে।

পৃথিবীতে আজ যারা সফল তারা কিন্তু একদিনই এই সফলতা পাননি। দীর্ঘ প্রচেষ্টা এবং ভালো কর্মের মাধ্যমে তারা আজ সফল।

pexels-andrea-piacquadio-3779432.jpg
source

সমাজের সকলের কাছে পরিচিত। তাঁদের কর্মই তাঁদের ভবিষ্যৎ নির্ধারন করে দিয়েছে বলে আজ সবার কাছে তাঁরা সফল। তাই বলাই যায় কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং কর্ম অনুযায়ী আমরা ফলাফল পেয়ে থাকি।

প্রতিযোগীতার তৃতীয় প্রশ্নটি ছিলোঃ Do you believe immortality and chasteness are some factors that affect our lifestyle? Describe.

হ্যাঁ আমি মনে করি অমরত্ব ও পবিত্রতা আমাদের জীবনধারাকে প্রভাবিত করে। আমরা সকলেই জানি যে, আমরা কেউ অমরত্ব কোনদিনই লাভ করতে পারবো না। মানুষ হিসেবে আমাদের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই হবে।

মৃত্যুর হাত থেকে কেউ কখনো পালাতে পারবে না। তাই একজন সচেতন এবং বিবেকমান মানুষ সবসময় মৃত্যুর কথা স্মরণ করেন এবং দুনিয়ায় বেঁচে থাকাকালীন ভালো ভালো কাজ করে যান।

অন্যের উপকারে নিজের সর্বস্ব বিলিয়ে দেন। ইতিহাসের পাতায় আজ যাদের নাম স্বর্ণাক্ষরে লিখা আছে তাঁরা প্রত্যেকেই আমাদের জন্য কিছু না কিছু করে রেখে গেছেন আর সেগুলোর দ্বারা আমরা সকলেই উপকৃত হচ্ছি এবং ভবিষ্যতেও হবো।

এই মহান কাজগুলি তাঁদের অমরত্ব দান করেছেন। তার মরে গিয়েও আজ আমাদের কাছে জীবিত। যারা এই ধারণা মাথায় নিয়ে জীবন ধারণ করবে তাদের জীবন নিশ্চই অন্যের থেকে আলাদা হবে। তারা হবে কল্যানকামী এবং সাহায্যকারী।

অন্যদিকে পবিত্রতা অর্জন একান্তই ব্যক্তিগত। যেকেউ চাইলেই শারিরীকভাবে পবিত্রতা অর্জন করতে পারে। যেমন আমরা মুসলিমরা পাঁচ ওয়াক্ত নামাজের আগে ওজু করে পবিত্র হই। আবার ফরজ গোসলের মাধ্যমেও পবিত্র হই।

আর একটি বিষয় হলো মনের দিক থেকে পবিত্র হওয়া। এটিও ব্যক্তিগত বিষয়। যিনি মনের দিক থেকে পবিত্র, তাঁর জীবনধারা অন্যের থেকে আলাদা হবে। তিনি হবে পরপোকারী এবং সাহায্যকারী।

pexels-timur-weber-9127841.jpg
source

তিনি সবসময় সমাজের তথা দেশের মঙ্গলে কাজ করে যাবেন। কোন শয়তানি শক্তি তার অন্তরে প্রবেশ করতে পারবে না। শারিরীক পবিত্রতা এবং মনের পবিত্রতা দুটোই জরুরি এবং আমাদের জীবনধারাকে প্রভাবিত করে বলে আমার বিশ্বাস। অমরত্বও ঠিক তেমনি।

বন্ধুরা এই ছিলো আমার প্রতিযোগীতায় অংশগ্রহণ। কেমন লাগলো জানাবেন কিন্তু। প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য আমি @mdsahin111 @mukitsalafi @sanaula @saha10 বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।

ভালো থাকবেন সকলে। আল্লাহ্‌ হাফেজ। ঈদ মোবারক।

Sort:  

Immortality and purity are indeed factors that greatly impact our lifestyle. While physical immortality is unattainable, the legacy we leave behind through our actions can ensure that we are remembered long after we are gone. Living a life of purity, both physically and mentally, can lead to a more meaningful and impactful existence.

Loading...

Hello friend greetings to you, hope you are doing well and good there.

Your views are quite clear and authentic one. You believe Yes most definitely there are places called heaven and hell that exist outside of earth. We will go to heaven or hell after death based on what we do on earth. This is very well said my friend, it's my believe too.

I wish you very best of luck in this contest.

 7 months ago 

Thank you so much friend.

 7 months ago 

সত্যিই আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আমাদের কোরআনে শুধু একবার নয় হাজার বার বলা হয়েছে জান্নাত এবং জাহান্নামের কথা। এই পৃথিবীতে বাস্তব জীবনে যে যেমন কর্ম করবে। পরকালে সে সেই রকমই ফল ভোগ করবে ।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

জ্বী ভাই। কুরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন গঠন করতে পারি তাহলে অবশ্যই ইহকালে এবং পরকালে সফলতা পাবোই পাবো। এতে সন্দেহের কিছু নেই। সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98477.90
ETH 3327.94
USDT 1.00
SBD 3.07