You are viewing a single comment's thread from:

RE: Contest of May#2 by @sduttaskitchen | Qualities all humans should carry within!

in Incredible India5 months ago

প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর সাবলীল্ভাবে দিয়েছেন। আপনার পুরো লিখা পড়ে দারুন লাগলো। আপনি মানুষের যে তিনটি গুণের কথা বলেছেন, তার সাথে আমি পুরোপুরি একমত। কেননা ক্ষমা করা মহৎ একটি গুণ। যার মাঝে এই গুণটি আছে সে সহজেই সবার উপকারে আসে। অন্যকে ক্ষমা করে তার উপকারে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে। এছাড়াও মাথা ঠান্ডা রেখে কাজ করাও বড় একটি গুণ। এই গুণ সবার মাঝে থাকে না। যার মাঝে থাকে সে সমাজ ও দশের উন্নতি করতে সক্ষম হয়।

সবশেষে আসি পরিশ্রমের কথায়। পরিশ্রম অন্যতম একটি গুণ। এই সম্পর্কে আপনি বিস্তারিত বলেছেন। সব মিলিয়ে আপনার লিখাটি দারুণ হয়েছে। প্রতিযোগীতায় আপনার সফলতা কামনা করছি। ভালো থাকবেন ভাই।

Sort:  
 5 months ago 

আমি যে তিনটি গুণ নিয়ে তুলে ধরেছি চমৎকার ভাবে আপনি অধ্যায়ন করে আপনার মন্তব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ জানাই চমৎকারভাবে মন্তব্য করার জন্য।