Incredible India monthly contest of May#2| Significance of Education!.

in Incredible India3 months ago

কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্‌ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।

আজ আমি আমার প্রাণপ্রিয় কমিউনিটি ইনক্রিডিবল ইন্ডিয়া কর্তৃক আয়োজিত, মে মাসের দ্বিতীয় প্রতিযোগীতায় অংশ নিতে চলছি। কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন প্রতিযোগীতা আয়োজনের জন্য। তাহলে শুরু করা যাকঃ-

White And Purple Modern International Education Expo Instagram Post.png

(ক্যানভা দিয়ে ইডিট করা)

প্রতিযোগীতার প্রথম প্রশ্নটি ছিলোঃ Why education is significant in our lives?

একটি শিশু যেদিন পৃথিবীতে জন্মায় সেদিন থেকে সে শিখতে শুরু করে। আল্লাহ্‌ প্রদত্ত কিছু গুণ ও শিক্ষা এমনিতেই শিশুটির মাঝে থাকে, এরপর আবার পৃথিবীতে এসেও সে শিখতে থাকে।

ধীরে ধীরে সে যখন বড় হয় তখন মা এবং পরিবারের লোকদের কাছে শিখতে শুরু করে। মোটামুটি শিশুটির বেশ কিছু জিনিস আয়ত্বে আসলে তারপর শুরু হয় প্রাতিষ্ঠানিক শিক্ষার পালা।

মায়ের হাতে শিশুটির প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয়। অ, আ, ক, খ থেকে শুরু করে বিদ্যালয়ে ভর্তি হতে যতটুকু জ্ঞান না হলেই নয় সবকিছু মা শিখিয়ে দেয়।

পরবর্তীতে শিশুটি শিক্ষার আলোয় আলোকিত হয়ে নিজের এবং দেশ ও জাতির উন্নয়নে ব্যপক ভূমিকা পালন করে। পরবর্তীতে সেই শিশুটি আবার একজন মা অথবা একজন বাবা হয়।

সে আবার তার সন্তানকে একই ভাবে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে। শিক্ষার ধারা এভাবেই বয়ে চলছে যুগের পর যুগ ধরে। একজন মা বিশেষ করে তাই শিক্ষিত হওয়া জরুরি।

pexels-tima-miroshnichenko-5303547.jpg
source

মা যদি শিক্ষিত হয় তাহলে সন্তানের শিক্ষার পথ বেশি সুগম হয়। আর শিক্ষিত সন্তান দেশ ও জাতির সম্পদ। এই সম্পদ একদিন সবার কল্যান সাধন করে। তাই আমার মতে শিক্ষা আমাদের সকলের জীবনেই তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি।

প্রতিযোগীতার দ্বিতীয় প্রশ্নটি ছিলোঃ How do you classify education? Describe.

আমি শিক্ষা তিন ভাগে বিভক্ত করবো। প্রথমত পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত প্রাতিষ্ঠানিক শিক্ষা, তৃতীয়ত সামাজিক শিক্ষা।

কেননা একটি শিশু সর্বপ্রথম তার বাবা-মা এবং পরিবারের লোকজনের কাছ থেকেই প্রাথমিক শিক্ষার জ্ঞান লাভ করে। এটি হলো পারিবারিক শিক্ষা। এরপর তাকে বিদ্যালয়ে পাঠানো হয়।

বিদ্যালয়ে গিয়ে সে ধীরে ধীরে সবকিছু শিখতে থাকে। বিদ্যালয়, উচ্চ-বিদ্যালয়, কলেজ, ভার্সিটি এগুলো সব প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত। তারপর আসি সামাজিক শিক্ষায়।

বিস্তারিতভাবে বলতে গেলে একটি শিশু বিদ্যালয়ে যাওয়ার পর তার বেশ কিছু বন্ধু তৈরি হয়। এরপর বিদ্যালয়ে যাওয়া আসার সময় গ্রামের অনেক মানুষের সঙ্গে দেখা হয়।

শিশুটি যেসব বন্ধুদের সাথে মিশতে শুরু করে, সেসব বন্ধুর কাছ থেকেও সে বিভিন্ন কিছু আয়ত্ত্ব করে। এরপর গ্রামের মানুষজনের আচার আচরণ, কথা-বার্তা ইত্যাদি থেকেও সে অনেক কিছু শিখতে শুরু করে। এগুলো হলো সামাজিক শিক্ষা।

শিশুটি যেই সমাজে বসবাস করে সেই সমাজের লোকজন এবং বন্ধুবান্ধব যদি ভালো হয়, তাহলে শিশুটি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা তার জীবনে বেশ ভালোভাবে প্রভাব ফেলে।

pexels-iqwan-alif-493640-1206101.jpg
source

এতে করে সে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। বলতে গেলে সু-শিক্ষায় শিক্ষিত হয়।

প্রতিযোগীতার তৃতীয় প্রশ্নটি ছিলোঃ Do you believe besides institutional education, we have a lot of other educations that are equally essential? Justify your answer.

হ্যাঁ আমি বিশ্বাস করি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের আরো অনেক শিক্ষা রয়েছে সেগুলো সমানভাবে প্রয়োজনীয়।

প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলে শুধুমাত্র শিক্ষিত হওয়া যায়, কিন্তু একজন ভালো মানুষ হতে হলে এবং সু-শিক্ষায় শিক্ষিত হতে হলে অবশ্যই অন্যান্য শিক্ষার গুরুত্ব রয়েছে।

আমি যেমনটা উপরে বলেছি। সামাজিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষার কথা। এই শিক্ষাগুলো একজন মানুষের জীবনে ব্যপক প্রভাব ফেলে। সামাজিক শিক্ষায় সঠিকভাবে শিক্ষিত হলে একজন মানুষ অবশ্যই কল্যানকামী হবে।

একটি সাধারন উদাহরণ দেই তাহলে। আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, এমন অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ আছেন যারা কখনই অন্যের কল্যান কামনা করেন না। শুধুমাত্র নিজের পকেট ভর্তি করাতেই তাদের শান্তি।

কটু অতীতে গেলে দেখা যাবে তাদের পারিবারিক ও সামাজিক শিক্ষার অবস্থা খুবই খারাপ। আবার সমাজে এমন অনেক ভালো মানুষ আছেন যারা নিজেদের স্বার্থের থেকেও অন্যের কল্যানকামনায় নিজেদের উৎস্বর্গ করেন।

একটু খোঁজ নিলে দেখা যাবে তাদের পারিবারিক এবং সামাজিক শিক্ষা খুবই ভালো ছিলো। তাই আমার বিশ্বাস প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অবশ্যই আমাদের অন্যান্য শিক্ষাগুলোরও প্রয়োজন রয়েছে।

প্রতিযোগীতার চতুর্থ প্রশ্নটি ছিলোঃ According to you, which education carries more value in life? Describe.

আমার মতে, পারিবারিক শিক্ষা আমাদের জীবনে সবথেকে বেশি মূল্য বহন করে। কেননা পরিবার থেকেই একজন শিশুর শিক্ষার হাতেখঁড়ি হয়।

পরিবারের লোকজনের যদি আচার-আচরণ ভালো হয়, কথা-বার্তা ভালো হয়, উপকারী হয়, তাহলে এগুলো কিন্তু সেই শিশুও ভালোভাবে শিখে নেবে।

pexels-sarwer-e-kainat-welfare-2332660-3996734.jpg
source

যখন সে পারিবারিক ভাবে এমন শিক্ষা পাবে, তখন আগামী দিনগুলোতেও সে এই শিক্ষার উপর নিজের জীবন পরিচালনা করবে। আগামী দিনে সে হবে পরপোকারী, কল্যানকামী এবং সাহায্যকারী।

বন্ধুরা এই ছিলো আমার আজকের প্রতিযোগীতায় অংশগ্রহন। আমার লিখা কেমন হলো নিশ্চই জানাবেন। প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য আমি @rayhan111 @rahulkazi @steem-for-future @saikat01 @ride1 বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।

আজ আর নয় বন্ধুরা। ভালো থাকবেন সকলে। আল্লাহ্‌হাফেজ।

Sort:  
 3 months ago 
Loading...
 3 months ago 

কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন মানুষের চলাফেরা করার জন্য ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কিছু শিক্ষা প্রয়োজন। সেই শিক্ষাকে আপনি তিন ভাগে শ্রেণীভুক্ত করেছেন। পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সামাজিক শিক্ষা। একজন সদ্য জন্মানো শিশু মায়ের কোলে আস্তে আস্তে পারিবারিক শিক্ষা পেয়ে বড় হয়ে থাকে। তারপর বড় হওয়ার সাথে সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে। তবে একজন মানুষের এসব শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষারও প্রয়োজন।
কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 months ago 

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। প্রতিযোগিতার যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুবই চমৎকার ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন।। আর আপনি শিক্ষাকে তিনটি ভাগে ভাগ করেছেন আর কেন তিনটি ভাগে ভাগ করেছেন তারও বিস্তারিত আলোচনা করেছেন।। আপনার সাফল্য কামনা করছি ভালো থাকবেন।।

 3 months ago 

প্রতিটা প্রশ্নের উত্তর আপনি বেশ দক্ষতার সাথে দিয়েছেন একদম ঠিক মা যদি শিক্ষিত হয় তাহলে বাচ্চাটা ৭০% শিক্ষা মায়ের কাছ থেকে নিতে পারে।
একজন বাচ্চার প্রধান শিক্ষক হচ্ছে তার মা। একটা মা তার বাচ্চাকে একদম ছোট থেকে শিক্ষা দিয়ে থাকি। এবং ওই শিক্ষাটা হচ্ছে প্রধান শিক্ষা। তবে এর পাশাপাশিও বাইরের শিক্ষা টার প্রয়োজন আছে সামাজিক ভাবে পারিবারিক ভাবে, তবে মায়ের শিক্ষা আমি প্রধান বলবো। আপনাকে ধন্যবাদ আপনার প্রতিযোগিতার জন্য অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60794.44
ETH 2623.30
USDT 1.00
SBD 2.62