Contest of April#1 by @sduttaskitchen| My all time favorite comedian.
কেমন আছেন বন্ধুরা? আমি আল্লাহ্ তালার অশেষ রহমতে বেশ ভালোই আছি। আজ আমি @sduttaskitchen ম্যাম কর্তৃক আয়োজিত এপ্রিল মাসের প্রথম সপ্তাহের একটি প্রতিযোগীতায় অংশ নিচ্ছি।
ম্যামকে অনেক ধন্যবাদ এমন সব প্রতিযোগীতা আয়োজনের জন্য। প্রতিযোগীতায় লিখার মাধ্যমে এবং অন্য বন্ধুদের লিখা পড়ার মাধ্যমে আমরা নিজেদের লিখার মান উন্নত করতে পারি।
আমরা সকলেই বিনোদনপ্রেমি মানুষ। বিনোদন আমাদের মনের খোরাক যোগায়। আমাদের হাসায় আবার অনেক সময় কাঁদায়। আর যারা আমাদের অভিনয়, ভাব-ভঙ্গি এবং কথার মাধ্যমে বিনোদন দিয়ে থাকেন তাদের আমরা কমেডিয়ান বলি।
এই মানুষগুলো সত্যি অসাধরণ গুণে গুণান্বিত হয়। কেননা একজন মাত্র কমেডিয়ান হাজার হাজার মানুষকে হাসায় আবার কাঁদায়। তাই পৃথিবীর সকল কমেডিয়ানদের প্রতি জানাই সম্মান ও শ্রদ্ধা।
বর্তমান সময়ে আমার সবথেকে পছন্দের কমেডিয়ান হলো রাকিব হাসান ভাই। তারা কিন্তু আমাদের দেশে ইউটিউবে বেশ জনপ্রিয়। তাদের একটি টিম রয়েছে। টিমের প্রতিটি মেম্বার সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসায় আবার কখনো কাঁদায়।
বিশেষ করে রাকিব হাসান ভাই। তার অভিনয়ের কোন তুলনা হয় না। তিনি যে স্ক্রিপ্ট গুলো তৈরি করেন তার পেছনে কোন না কোন কারণ থাকে। বিশেষ করে দেশের সমসাময়িক অবস্থা নিয়ে হাসির ছলে তিনি আমাদের বিভিন্ন বার্তা প্রদান করেন।
ভিডিওর শেষে শিক্ষনীয় অনেক কিছু উপস্থাপন করেন। রাকিব হাসান ভাইয়ের নেতৃত্বে পুরো টিম দারুন ভাবে আমাদের দেশীয় সংস্কৃতি উপস্থাপন করে থাকেন।
তাদের পোশাক, কথা বলার ধরন, মানুষকে হাসানোর ধরন, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার ধরন সব কিছুই আমাকে বেশ আনন্দিত করে। তাই রাকিব হাসান ভাই এবং তার টিমকে আমার সবথেকে বেশি ভালো লাগে।
আমার পছন্দের কমেডিয়ানের সবথেকে সেরা অভিনয় হলো মামা ভাগিনার অভিনয়। অর্থ্যাৎ রাকিব হাসান ভাই এবং খাইরুল ইসলাম জিসান ভাই প্রায় সময় মামা ভাগিনার অভিনয় করেন।
রাকিব হাসান ভাই মামার ভূমিকায় আর খাইরুল ইসলাম জিসান ভাই ভাগিনার ভূমিকায় অভিনয় করেন। আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তারা স্ক্রিপ্ট তৈরি করেন তারপর অভিনয়ের মাধ্যমে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলেন।
যেমন বর্তমান রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে তারা চমৎকার একটি ভিডিও কিছুদিন আগে তাদের চ্যনেলে পাবলিশ করেছেন। এরপর বর্তমান তরমুজ, খেজুর, বেল, কলা, আঙ্গুর ইত্যাদি ফলমুল নিয়ে দারুণ একটি ভিডিও আমাদের উপহার দিয়েছেন।
তারা কৃষকের কাছ থেকে কম দামে এসব ফল ক্রয় করে শহরে এসে ভ্যানে করে অধিক মূল্যে বিক্রি করে। সাধারণ জনগণ তরমুজ বয়কট করলে তারা বেশ বিপাকে পরেন।
শেষমেস ক্রয়ের অর্ধেক দামে তাদের সেই ফল বিক্রি করতে হয়। তবুও ক্রেতা সেগুলো নিতে অস্বীকৃতি জানায়। তারপর তারা কিছু শিক্ষনীয় বিষয় আমাদের সামনে তুলে ধরে।
এই যেমন তরমুজের দাম কয়েকগুণ বাড়ায় আমরা যদি তরমুজ ক্রয় না করি তাহলে ব্যবসায়ীরা আবার স্বাভাবিক দামে তরমুজ বিক্রি করবেন। কেননা তরমুজ অল্প কিছুদিনের মধ্যেই পঁচে যায়।
তাদের এরকম আরো বিভিন্ন বার্তা রয়েছে ভিডিওগুলোতে। তারা মামা আর ভাগিনার অভিনয়ের মাধ্যমে এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে। তাই মামা হিসাবে রাকিব হাসান ভাইয়ের অভিনয় আমার কাছে সেরা অভিনয়।
হ্যাঁ আমি অবশ্যই মনে করি কাউকে আঘাত করা সহজ কিন্তু কারোর মুখে হাসি ফোটানো অনেক কঠিন একটি কাজ।
আমি চাইলেই আমার কথা বার্তা, আচার-আচরণ এবং টেক্সট এর মাধ্যমে যে কাউকে আঘাত করতে পারি। কিন্তু তার মুখে হাসি ফোটেতে হয়তো অনেকগুলো কথা, অনেকদিন ভালো আচার-আচরণ এবং অনেকগুলো ভালো টেক্সট এর প্রয়োজন হবে।
আমরা অনেকেই অনেক সময় নিজে জেনে বুঝে অথবা অজান্তে অন্যকে আঘাত দিয়ে থাকি। কিন্তু সেই আঘাত তার মন থেকে মুছতে গিয়ে অনেক কিছুই করতে হয় আমাদের। তবুও হয়তো মনের ভেতর সেই ক্ষত থেকে যায়।
যেমন আমার স্ত্রী বাবুর একটি নাম মনে মনে ঠিক করে রেখেছে। আমাকে বললে আমি তেমন একটা গুরুত্ব দেই নি তার কথায়। কিন্তু এতে সে মনে কষ্ট পেয়েছে। পরবর্তীতে আমি বিষয়টি বুজতে পেরে তাকে সান্তনা দিয়েও কোন লাভ হয়নি।
শেষমেস তার দেয়া নাম, আমার দেয়া নাম আর আমার মায়ের দেয়া নাম, এই তিনটি নাম একত্র করে বাবুর নাম রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এই কথা তাকে বলার পরে সে কিছুটা খুশি হয়েছে। কিন্তু যতদিন পূর্ণাঙ্গ ভাবে নাম ঘোষণা না হয় ততদিন হয়তো তার মন থেকে আমার দেয়া আঘাত মুছে যাবে না।
তাই বলা যায় কাউকে আঘাত দেয়া সহজ কাজ কিন্তু তার মুখে হাসি ফোটানো অনেক কঠিন একটি কাজ।
এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য আমি @reetuahlawat @drqamu @mahadisalim @arsalaan বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।
আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।
প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এত কমেডিয়ানের মাঝে একজনকে বেছে নেয়া বেশ কস্টকর ব্যাপার।
আপনার উল্লেখিত এই কমেডিয়ানের কোনো কমিডি আমার অবশ্য দেখা হয় নাই। নামও প্রথমবারই শুনলাম।
তবে আপনি যেহেতু তাঁর নাম সেরা হিসেবে উল্লেখ করেছেন সেহেতু নিশ্চয়ই ভালো হবে। ভবিষ্যতে তার কমেডি দেখার ইচ্ছে রইলো।
আপনি প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তরই খুব সুন্দর ভাবে লিখেছেন।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতায় আপনার পছন্দের বেস্ট কমেডিয়ান আমারও অনেক ভালো লাগে। বিশেষ করে ওনার শর্ট ভিডিও গুলো দেখতে খুব হাস্যকর হয়। আমার মনে হয় ইনি একজন মানুষ তার ভিডিও দেখে না হেসে থাকা যায় না
প্রতিযোগিতার প্রশ্ন এবং উত্তর সহ আমাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।