মানুষের ভালোর জন্য আমরা কতটুকু করি

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম/আদাব,

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “মানুষের ভালোর জন্য আমরা কতটুকু করি” শীর্ষক আমার একটি লিখনি উপস্থাপন করলাম। তাহলে শুরু করা যাকঃ-

আমরা মানুষ। পৃথিবী নামক গ্রহের সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু মানুষ হয়ে লাভ কী? যদি সত্যিকার অর্থে মনুষত্বের পরিচয় দিতে না পারি। অপরের জন্য কিছু করতে না পারি। প্রকৃত মানুষ তো তারাই যারা নিজের জীবন অন্যের উপকারের জন্য কাজে লাগায়।

একটা ঘটনা দিয়ে প্রথমত শুরু করি। একদা এক দেশে এক রাজপুত্র ছিলো। রাজপুত্রের বাবা মা তাঁকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিলো, যাতে রাজপুত্র তার রাজকীয় জীবনের মানে শিখতে পারে।

রাজপুত্রের জীবনে যেন সুখ থাকে তেমন ব্যবস্থা করেছিলেন তার বাবা মা। বিয়েও দিয়েছিলেন অনেক সুন্দরী মেয়ের সাথে। কিন্তু যখন রাজপুত্র দেয়ালের বাইরের জগৎ এ পা রাখলেন তখন ভিন্ন এক জগৎ দেখে তিনি তার রাজপরিবারের লালসা এক নিমিষেই ভুলে গেলেন।

তিনি ভাবতে থাকলেন সত্য আমি এই দেয়ালের ভিতর কখনই পাবো না। ফলস্বরুপ পরবর্তীতে তিনি বিভিন্ন ধর্মগুরুর কাছে যান সত্যিকারের জ্ঞান অর্জনের জন্য। মানুষের ভালো হয় কিসে সেই জ্ঞান অর্জনের জন্য। রাজপুত্র চেয়েছিলেন সর্বদা শান্তি।

পরবর্তীতে সঠিক জ্ঞান অর্জন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা করেছিলেন। সবাইকে ভালো কাজ করার দিকে আহব্বান করেছিলেন, মানুষের ভালো হয় কিসে সেই কাজ করার চেষ্টা করেছিলেন।

বর্তমান যুগে সমাজবিজ্ঞানীরা অনেকভাবে চেষ্টা করছেন মানুষকে ভালো রাখার জন্য। অনেকে বিভিন্ন বই লিখেছেন, এখনো লিখা হচ্ছে সেসব বই। একসময় আমাদের পৃথিবী এমন ছিলো না। বিভিন্ন বিপ্লবের মাধ্যমে আমাদের এই বর্তমান সমাজ গঠিত হয়েছে। এটাই এখন আমাদের বাস্তবতা।

boat-4099102_1920.jpg
source

প্রতিদিন হাজারটা স্বপ্ন নিয়ে আমরা পৃথিবীর চারিদিক বিচরণ করি। প্রতিটি স্বপ্ন কিন্তু নিজেকে নিয়ে লিখা। কখনো অন্যকে নিয়ে ভাবা বা স্বপ্ন দেখার কথা চিন্তাও করি না আমরা।

যখন বিপ্লবীয় যুগ ছিলো তখনকার মানুষের থেকে বর্তমান কত ভাগ মানুষ অন্য মানুষের ভালো চায় বলতে পারবেন কী কেউ? এখন বর্তমান শহুরে বিষাক্ত বায়ুতে আমাদের নিঃশ্বাস নিতে শিখতে হয়। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেও দেখার মত কেউ নেই। কেউ আপনাকে নিয়ে ভাববেই না।

সবাই বলবে আপনি বাঁচলে নিজের নাম। এই স্বার্থপরতা কিন্তু বিপ্লবের যুগে ছিলো না।

অল্প কিছুদিন হলো, আমাদের দেশের একজন সনামধন্য ব্যক্তিত্ব জনাব ডাঃ জাফরউল্লাহ পরপারে পারি জমিয়েছেন। সবাই উনার প্রতি অনেক শ্রদ্ধা জানিয়েছেন। কেননা তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য পড়াশোনা বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের সেবা করার বড় একটি দায়িত্ব নিজের কাধে তুলে নিয়েছিলেন।

তিনি আরো অনেক সামাজিক কর্মকান্ডে অংশ নিয়েছিলেন এবং মানুষের উন্নয়নের চিন্তা করেছিলেন। তাই আজ বাঙ্গালী জাতি উনাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আমরা সকলেই করোনার ভয়াবহতা সম্পর্কে জানি। আমাদের দেশে করোনার সময় বাসায় বসে বিভিন্ন স্কিল অর্জন করার পরামর্শ অনেকেই দিতো। এমনকি ইন্টারনেটের বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতেও ছিলো এর ছড়াছড়ি। বলা হতো এখন ঘরে বসে সময় নষ্ট না করে এসব স্কিল অর্জন করুন। ভবিষ্যতে এগুলো আপনাদের অনেক কাজে আসবে।

কিন্তু করোনার ভয়াবহতা উপেক্ষা করে অনেকে বাইরে বের হয়ে অনেক মানুষকে সাহায্য করেছিলো। যারা সাহায্য করেছিলো তারাই কিন্তু বর্তমান সময়ের সত্যিকারের বীর। তাদের সবাই মনে রেখেছে। ভবিষ্যতেও রাখবে।

আপনি আপনার এই ব্যক্তিগত জীবনে মানুষের ভালো করার জন্য কত মিনিট ব্যয় করেছেন?

clock-3179167_1920.jpg
source

মানুষ শুধু আজ নিজেকে নিয়ে ব্যস্ত। নিজেকে কেন্দ্র করে পরিবারের ভাবনায় ভাবান্নিত। এর বাইরে তার কিছুই চোখে পড়ে না। নিজে ভালো থাকতে গিয়ে নিজের অজান্তেই প্রকৃতির সাথে অবিচার করে বসে। সমাজে বিশৃঙ্খলা, অরাজকতার জন্ম দেয়। এর সমাধান কিন্তু আজো আমাদের কাছে অধরা।

পরিশেষে আমি বলবো, জীবন কিন্তু আমাদের একটাই। শুধু ব্যক্তিগত জীবন নিয়ে ভাববো না বরং সমাজের মানুষগুলোর কথাও একটু ভাববো। যদি কারো কখনো উপকার করতে না পারি তবুও যেন আমার দ্বারা কারও ক্ষতি না হয় সে ব্যপারে সজাগ দৃষ্টি রাখবো।

আজ আর নয় বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আল্লাহহাফেজ।

Sort:  
Loading...
 last year 

আপনি যে রাজপুত্রের উদাহরণ আমাদেরকে দিয়েছেন। তার মত মন মানসিকতা পাওয়া মানুষ।বর্তমান সময়ে খুবই দুরসসাধ্যকর ব্যাপার।

তবে আপনি খুবই মূল্যবান একটা টপিক আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের জীবনের চিন্তার পাশাপাশি,,,, অন্য মানুষের জীবনের চিন্তা করা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। এই কামনাটাই করছি ভাল থাকবেন।

 last year 

ত্যাগেই সুখ,ভোগে নয়।এটি একটি প্রবাদ। প্রবাদটি একলাইনের হলেও এর ব্যাখ্যা বহুত বড়৷ আমাদের উচিত নিজের উন্নয়ন সাধনের পাশাপাশি পরিপাশের মানুষেরও উন্নতির লক্ষ্যে কাজ করা। তবেই সমতা বজায় থাকবে।

#miwcc

 last year 

আপনি আজ আমাদের মাঝে যে গল্পটি তুলে ধরেছেন আসলে এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে রাজপুত্রর কথা নিয়ে আজ উদাহরণ স্বরূপ আপনি গল্পগুলো সাজিয়েছেন পড়ে খুবই ভালো লাগলো।

 last year 

নিজে ভালো থাকি,
অন্যের ভালো কাজে হই পঞ্চমুখ ।
মানুষ মানুষের তরে,
আসুন ভাগ করে নেই সবার সুখ আর দুঃখ।।

নীতিবাক্যে ভরপুর পোস্টটি আমার কাছে ভালই লেগেছে। সুন্দর লিখেছেন।
সুস্থ থাকো, কাজ চালিয়ে যাও এই কামনা ।আমিন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59007.15
ETH 2493.89
USDT 1.00
SBD 2.46