একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম/আদাব,

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে” শীর্ষক আমার একটি লিখনি উপস্থাপন করলাম।

Green Illustration Save The Earth From Plastic Campaign Instagram Post.jpg

(ছবিটি ক্যানভা অ্যাপস দিয়ে ইডিট করা)

তাহলে শুরু করা যাকঃ-


আজ পত্রিকায় দেখলাম সুন্দরবনের পর্যটকদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী আর নিতে দেওয়া হবে না। আমার মতে এই উদ্যোগটি অনেক প্রশংসনীয়। কিন্তু এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকরের জন্য শুধুমাত্র সরকারের উপর নির্ভর করলে হবে না। আমাদের নিজ থেকেও সচেতন হতে হবে।

একবার ব্যবহার যোগ্য প্লাস্টিককে সবাই ওয়ান টাইম প্লাস্টিক হিসেবে চেনে বা জানে। সহজে বলতে গেলে এগুলো এমন একধরনের বস্তু যা মানুষ একবার ব্যবহার করেই ফেলে দেয়।

আমরা সাধারণত কোথাও বেড়াতে গেলে বা পিকনিকে গেলে এগুলোর ব্যবহার প্রচুর দেখতে পাই। যেমন ওয়ান টাইম প্লেট, গ্লাস, মগ, ঝুড়ি ইত্যাদি। এগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তাই এগুলো ব্যবহারে আমাদের সচেতন হতে হবে।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলোঃ-

  • আমরা প্রায়শই খাবার খাওয়ার সময় ওয়ান টাইম প্লেট বা গ্লাস ব্যবহার করে থাকি। এসব প্লেট বা গ্লাস ব্যবহার করা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারন অনেক জীবানু এগুলোর সাথে লেগে থাকে যা সাধারণ পানি দিয়ে পরিষ্কার করলেও উঠে যায় না। এতে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে।
  • একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি যেকোন কিছু খুব হালকা হয়, তাই এগুলো ঠিকমত পরিষ্কার করাও যায় না। যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ।
  • এগুলো খুব হালকা হওয়ায় খাবার খাওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ছোট বাচ্চা বা যারা বয়স্ক লোক আছেন তাদের বেলায় বেশ অসুবিধা হয়।
  • একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের জিনিসপত্র যেহেতু একবার ব্যবহৃত হয় সেহেতু এগুলো দ্বিতীয়বার ব্যবহারের অনুপযোগী হয়ে উঠে। আর এগুলো দিয়ে রি-সাইকেলিং প্রক্রিয়ায় কোন কিছু তৈরি করাও সম্ভব হয় না বলে কেউ এগুলো আর কোন কাজে লাগায় না। ফলস্বরুপ এই প্লাস্টিকের জিনিসপত্র গুলো যত্র তত্র পরে থাকে ও পরিবেশ দূষিত করে।
  • ওয়ান টাইম প্লাস্টিকের যেকোন জিনিস অনেক হালকা হওয়ায় খুব দ্রুত গলে মাটির সঙ্গে মিশে যায়। ফলস্বরুপ মাটি তার উর্বরতা হারায় এবং ফসল উৎপাদনে অক্ষম হয়ে পরে।
  • একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি যেকোন জিনিস নদীতে ফেললে নদীর পানি দূষিত হয় এবং পানিতে বসবাসকারী মাছ বা যেকোন প্রাণীর প্রজনন ক্ষমতা নষ্ট হয়। ফলে মাছের উৎপাদন ব্যহত হয়।
  • এসব প্লাস্টিকের তৈরি জিনিসপত্র পরিবেশের জন্য প্রচুর ক্ষতিকর ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার মূল হাতিয়ার।

তাই পরিবেশকে রক্ষা করতে হলে এসবের ব্যবহার থেকে আমাদের সাবধান হওয়া জরুরী।

hd-wallpaper-g169ca69b9_1920.jpg
source

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এর তৈরি জিনিস এর দাম অনেক কম বলে এগুলো সংগ্রহ করার ইচ্ছা কারো মধ্যে তেমন একটা দেখা যায় না।

যেগুলো ভারি প্লাস্টিক অর্থ্যাৎ তেলের ড্রাম, পানির বোতল, তেলের বোতল, ভারি কোন প্লাস্টিক সামগ্রী ইত্যাদি সংগ্রহ করা হয় এবং পুনঃব্যবহার করা হয়।

ভারি প্লাস্টিক খুব সহজেই রি-সাইকেলিং করা যায়। কিন্তু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষেত্রে রিসাইকেল করার সম্ভাবনা খুব কম।

যদি এর রিসাইকেল বাণিজ্যিক মূল্য অনেক লাভজনক হতো তাহলে পরিবেশ দূষণের হাত থেকে আমরা অনেকটা রেহাই পেতাম।

বাংলাদেশ সরকার শুধু উপকূলবর্তী ও সুন্দরবন কেন্দ্রীক একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

পাশাপাশি যদি আমাদের দেশের আরো পর্যটনকেন্দ্রসহ নদী-নালা, পুকুর, খাল-বিল, হাওর ও বিভিন্ন জলাশয় গুলোকে এই সিদ্ধান্তের আওতায় নিয়ে আসে তাহলে আমাদের দেশ তথা আমাদের প্রকৃতি ও পরিবেশ অনেক উপকৃত হবে।

কেননা এসব জায়গা থেকেই ওয়ান টাইম প্লাস্টিকের তৈরি সামগ্রী অনেক বেশি পরিবেশের সাথে মিশে যায়। আর আমাদের স্থলভাগকেও কিন্তু এটির হাত থেকে রক্ষা করতে হবে।

pollution-ge2f4ad10a_1920.jpg
source

এক্ষেত্রে শুধু সরকারের উপর নির্ভর করলে চলবে না। আমাদের তথা সমাজের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই এটি নির্মুল সম্ভব হবে। নতুবা সরকারী আইন বিধি-নিষেধ দিয়ে কখনই শতভাগ সাফল্য আসবে না।

আজ আর নয় বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আল্লাহহাফেজ।

Sort:  
 last year 

আপনি ঠিকই বলেছেন এই যে প্লাস্টিক রয়েছে এগুলা পরিবেশ দুষিত করে থাকে তার সাথে আমাদের শরীরের নানা ধরনের রোগ আক্রমন করতে পারে ৷
আমরা অনেক সময় নানা ধরনের প্লাস্টিক জাতিয় জিনিস যেখানে সেখানো ফেলে দিয়ে রাখি ৷ যার কারনে ঐ সব থেকে নান ভাইরাস তৈরি হয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে থাকে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

#miwcc

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

#miwcc

Loading...
 last year 

একবার ব্যবহার যোগ্য প্লাস্টিককে সবাই ওয়ান টাইম প্লাস্টিক হিসেবে চেনে বা জানে। সহজে বলতে গেলে এগুলো এমন একধরনের বস্তু যা মানুষ একবার ব্যবহার করেই ফেলে দেয়।

এই যে আপনি ওয়ান টাইম প্লাস্টিক ফলি ব্যাগ গুলোর কথা বললেন,,,,, আসলে এটা আমরা সাধারণত একবারই ব্যবহার করি! আর একবার ব্যবহার করার পরে! এটা দ্বিতীয়বার আর ব্যবহার করার উপযোগী থাকে না!

কিন্তু আমরা মানুষের মধ্যে এমন একটা বদ অভ্যাস রয়েছে। আমরা এটাকে একবার ব্যবহার করে যত্রতত্র ফেলে দেই,,, এতে কিন্তু আমাদের বাড়ির আশেপাশের যে পরিবেশ রয়েছে,,,, সেটাই অনেকটা নোংরা হয়ে যায়।

আমাদের প্রত্যেকেরই উচিত,,,,, এই একবার ব্যবহার করা পলিব্যাগ গুলো তৈরি করা বন্ধ করতে হবে। এবং আমরা যদি মানুষেরা এই ব্যাগগুলো ব্যবহার করা বন্ধ করে দেই,,, তাহলে কোম্পানি বাধ্য হবে,,,, এগুলো তৈরি করা থেকে বিরত থাকতে।

আপনি দেখলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে পোস্ট করেছেন। আপনার পোস্টে আপনি যে সকল বিষয় তুলে ধরেছেন,,,, আমরা যদি একটু সচেতন হয়ে,,,, এই সকল বিষয় গুলো মেনে নিজেদের জীবন যাপনটা ঠিকঠাক মতো করতে পারতাম,,, তাহলে হয়তোবা আমাদের জীবনটা অনেক সুন্দর হতো,,,, আমাদের পরিবেশটাও বেশ ভালো থাকতো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর করে পরিবেশ সচেতনতামূলক একটা বিষয় আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

#miwcc

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62750.78
ETH 2444.79
USDT 1.00
SBD 2.66