লাটিম ঘুরানো নিয়ে মজার কিছু স্মৃতি

in Incredible India7 months ago (edited)

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “লাটিম ঘুরানো নিয়ে মজার কিছু স্মৃতি” শীর্ষক একটি লিখনি উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক।

Brown Minimal Quotes Instagram Post (4).jpg

(ক্যানভা দিয়ে ইডিট করা)

আমাদের যাদের বয়স পঁচিশ এর উপরে তাদের লাটিম ঘুরানো নিয়ে অনেক স্মৃতি আছে। ক্লাস ফোর থেকে ক্লাস সেভেন পর্যন্ত আমি লাটিম ঘুরানোয় মত্য থাকতাম। তখনকার সময় জনপ্রিয় খেলাগুলোর মধ্যে লাটিম ঘুরানোও বেশ মজার একটি খেলা ছিলো।

রং বেরং এর লাটিম পাওয়া যেতো সেসময়। লাল, নীল, হলুদ, বেগুনী, সবুজ ইত্যাদি। কিছু কিছু লাটিম ছিলো বড় আবার কিছু কিছু ছিলো ছোট। লাটিম একদম কলিজার সাথে গেথে ছিলো আমার। মাঝে মধ্যে স্বপ্নেও দেখতাম যে লাটিম ঘুরানোর প্রতিযোগীতা দিচ্ছি। ছেলেরা সব একত্র হয়ে লাটিম ঘুরানোর প্রতিযোগীতা করতো।

কার লাটিম কত সময় নিয়ে ঘোরে। যারটা বেশি ঘুরতো সে বিজয়ী হতো। আর বিজয়ীকে সবাই আলাদা গুরুত্ব দিতো। লাটিম কিনে আনার পরেও অনেক ঘসা মাজা করে লাটিমের ঘুরার ক্ষমতা বৃদ্ধি করতাম। লাটিমের নিচে যে লোহা লাগানো আছে সেটি রেল লাইনে কিংবা পাথরে ঘসে আরো চোকা করে নিতাম।

desert-7008952_1280 (1).jpg
source

সময় সময় নতুন লোহার টুকরাও লাগাতাম। মূলত এই লোহার টুকরা আর লাটিমের ওজনের উপর লাটিম ঘুরার ভারসাম্য তৈরি হতো। যারা বুজতো তারা ওভাবেই লাটিমকে তৈরি করে নিতো। বাজার থেকে কিনে এনে নিজে আবার ঘসাঘসি করে লাটিমের নতুন রুপ দিতো। তবে এটি অনেক ধৈর্যের একটি ব্যপার ছিলো।

যারা বয়সে একটু বড় ছিলো তারা এই কাজটি ভালো পারতো। কেননা তাদের অভিজ্ঞতা আমাদের থেকে বেশি ছিলো। অনেকে আবার লাটিম ঘুরিয়ে মজার সব খেলা দেখাতো। কেউ হাতে লাটিম ঘুরাতো অর্থ্যাৎ লাটিম আকাশের দিকে ছুড়ে আবার হাতে ফেরত নিয়ে আসতো।

pexels-şahin-sezer-dinçer-9286741.jpg
source

সেই লাটিম আবার হাতে ভনভন করে ঘুরতো। আজব ব্যপার ছিলো। আমিও অবশ্য এটি রপ্ত করেছিলাম অনেক পরিশ্রমের পর। একবার হাতের পাতায় লোহার টুকরো পুরো ভেতরে ঢুকে গিয়েছিলো। অনেক রক্ত বেরিয়েছিলো কিন্তু বাড়িতে কাউকে জানাই নি। পরে অবশ্য মা জেনেছিলো।

এরপর লাটিম দিয়ে আরেকধরনের খেলা খেলতাম। সেটি হলো কার লাটিম কে ভেঙ্গে ফেলতে পারে। একটা গোল দাগ দেয়া হতো। সবাই একসাথে লাটিম ঐ গোল দাগের মধ্যে ছুড়ে মারতো। যার লাটিম দাগের বাইরে বেড়িয়ে যতো ঘুরতে ঘুরতে তাকে চোর হিসেবে গণ্য করা হতো। দুইজনের বা তার বেশি লাটিম বাইরে বেরোলে তাদের মধ্যে আবার খেলা হতো।

শেষমেস একজন বাকি থাকলে তার লাটিম সেই বৃত্তের মাঝখানে শুইয়ে রেখে দেয়া হতো। তারপর একেক করে প্রত্যেকেই সেই লাটিমের উপর অন্য লাটিমগুলো ছুড়ে মারতো। এভাবে একসময় গিয়ে সেই পরে থাকা লাটিমটি একদম ভেঙ্গে তছনছ হয়ে যেতো।

যে লাটিম ছুড়ে মেরে লাটিম ভেঙ্গে ফেলতো তাকে সবাই কোলে করে নিয়ে আনন্দ প্রকাশ করতো। এইদিকে যার লাটিম ভেঙ্গে গিয়েছিলো সে মন খারাপ করে বসে থাকতো। তাকে আবার অনেকেই টিটকারি মারতো যে তোর কী দুর্বল লাটিম ভেঙ্গে গেলো। সে আবার প্রতিবাদও করতো সেই কথার। সব মিলিয়ে দারুণ সব ব্যপার ছিলো।

children-1822662_1280.jpg
source

কিন্তু লাটিম খেলা বাসায় খুব একটা পছন্দ করতো না। আব্বা কতবার যে লাটিম আর লাটিমের সুতা নিয়ে চুলায় জ্বালিয়ে দিয়েছিলো তার ইয়ত্তা নেই। লাটিম লুকিয়ে রাখলেও কীভাবে যেন বের করতো আব্বা। মাঝে মধ্যে শাসনও করতো আর বলতো লাটিম খেলতে নেই বাবা।

পড়ার ক্ষতি হয়। ভালো ছেলেরা কখনো লাটিম খেলে না। কিন্তু ঐ বয়সে এসব কথা কী আর কানে নিতাম। পরেরদিন ঠিক মাকে পটিয়ে টাকা নিয়ে নতুন লাটিম আর সুতা কিনে মাঠে ছুটে যেতাম। লাটিম দিয়ে লাটিম ভাঙ্গতাম। হাতে লাটিম ঘুরাতাম। সবাই অবাক হয়ে দেখতো।

আমরা যারা হাতের তালুতে লাটিম ঘুরাতে পারতাম তাদের আলাদা একটা প্রভাব ছিলো। সবাই আমাদের লাটিম মাষ্টার বলতো।

বর্তমান সময়ে আর লাটিম কোথাও দেখি না। খুব কম ছেলে বুঝি এখন লাটিম খেলে। বর্তমান প্রজন্মের অনেকেই লাটিম এর নাম বোধয় বলতে পারবে কী না সন্দেহ। যাইহোক আমাদের শৈশব ছিলো উজ্জ্বল। গর্ব করার মতো।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Sort:  
Loading...
 7 months ago 

ছোটবেলার এই খেলা গুলো অনেক বেশি স্মৃতি মধুর হয়ে থাকে। আসলে লাঠি ঘুরাতে আমিও পছন্দ করতাম। কিন্তু অনেক চেষ্টা করার পরেও ঘুরাতে পারতাম না, তখন খুব মন খারাপ হত। তবে আমার ভাই বেশ ভালো ঘোরাতে পারতো। ধন্যবাদ আপনাকে ছোটবেলার স্মৃতি নিয়ে এত সুন্দর একটা টপিক আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

লাটিম দিয়ে লাটিম ভাংগার খেলা আমিও খেলেছি। আমাদের গ্রামে রীতিমতো এই খেলার আসর বসতো, তবে সেটা বর্ষাকালে। বাহিরে বৃষ্টি, আর খেলা হতো কোন খানকা ঘরের বারান্দায় অথবা কোন নির্মানাধীন ভবনের ভেতর।

আমরা কেনা লাটিমের থেকে গাছের ডাল কেটে বানানো লাটিম দিয়ে বেশি খেলতাম। কারণ এ লাটিম গুলো রোদে শুকালে কেউ ভাংগা তো দূরে থাকা লোভাই ঢুকাতে পারতো না, কারণ কাঠ অনেক বেশি শক্ত হতো।

 7 months ago 

আপনার টাইটেল দেখেই আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে।। এই লাটিম নিয়ে কত স্মৃতি রয়েছে ভাই জীবনে যেটা বলার মত না।। স্কুল থেকে এসে বেরিয়ে পড়তাম সকল বন্ধুরা মিলে।। যেখানে শক্ত জায়গা বা ফাঁকা থাকতো সেখানেই ঘুরাতাম লাটিম।।

আপনার লাটিম নিয়ে স্মৃতিময় জীবনের সাথে আমার অনেক মিল রয়েছে।। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

 7 months ago 

লাটিম দিয়ে অনেক খেলতাম কিন্তু লাটিম ঘোরা শিখতে আমার অনেক সময় লেগেছে ৷ এমন কি লাটিম ঘোরার সময় পায়ে পর্যন্ত আঘাত পেয়েছি সোজা পায়ের উপর পরে যায় লাটিম টি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58493.60
ETH 2468.39
USDT 1.00
SBD 2.41