অন্যদের প্রতি সদয় হওয়া

in Incredible India7 months ago

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “অন্যদের প্রতি সদয় হওয়া” শীর্ষক একটি লিখনি উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক।

pexels-andrea-piacquadio-3823497.jpg
source

অন্যদের প্রতি সদয় হওয়া এবং সদয়ভাবে কথা বলা নিঃস্বন্দেহে একটি ভালো কাজ। পৃথিবীর প্রতিটি মানুষই চায় তার প্রতি অন্যরা সদয় হোক। আমরা যখন কারো সাথে সদয়ভাবে কথা বলি তখন এটি তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

কারো কাজে খুশি হয়ে তাকে সাপোর্ট দেয়া এবং অনুপ্রেরণা দেয়া এর সবকিছুই সদয় এর অন্তর্ভুক্ত। অর্থ্যাৎ কারো প্রতি সদয় হলে সাথে সাথে সে সমর্থন ও স্বীকৃতি পেয়ে থাকে। আর এই সমর্থন এবং স্বীকৃতি সেই মানুষটির কাজের গতি কয়েকগুণ বাড়িয়ে দেয়।

সদয়ভাবে কথা বলার অনেক উপায় রয়েছে। এর মধ্যে একটি হলো কথা বলার সময় অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা এবং মর্যাদাপূর্ণ আচরণ করা। ধরুন আপনার একজনের সাথে দেখা হলো।

প্রথমত সে যদি আপনার থেকে বয়সে বড় হয় তাহলে তাকে অবশ্যই সালাম দেয়া।

এরপর তার খোঁজ খবর নেয়া, কাজ সম্পর্কে বিভিন্ন কথা জানা এবং শোনা। কথাগুলো অবশ্যই বিনয়ের সাথে শোনা। আপনি যখন বিনয়ী হয়ে অন্যের কথা শুনবেন তখন এমনিতেই অপরজন খুশি হবে এবং আপনার প্রতিও বিনয়ী মনোভাব পোষণ করবে।

helping-4661809_1280.jpg
source

দ্বিতীয়ত অন্যের কাজের প্রশংসা করা এবং কোন ভুল থাকলে সুন্দরভাবে বুঝিয়ে বলা। যখন কারোর সঙ্গে আমাদের দেখা হবে এবং কাজের সম্পর্কে বিস্তারিত কথা হবে তখন অবশ্যই তার কাজের প্রশংসা সবার আগে করতে হবে।

এরপর সেই কাজে কোন ভুল থাকলে তা সুন্দরভাবে গুছিয়ে তাকে বলতে হবে। এমন ভাবে বলা যাবে না যাতে সে মনে কোন কষ্ট পায়। কথা বলার মাধ্যমেই সে তার ভূল সংশোধন করে নেবে।

তৃতীয়ত অন্যের কাজকে সমর্থন করা। যখন পরিচিত কারোর সঙ্গে দেখা হবে এবং তার কাজ সম্পর্কে আপনার ধারণা থাকবে তাহলে সেই কাজের প্রশংসা করতে হবে। এতে করে সেই ব্যক্তি কাজের প্রতি আরো উৎসাহ পাবে এবং সামনের দিনগুলোতে এর থেকেও ভালো কিছু করার চেষ্টা করবে।

pexels-juan-pablo-serrano-arenas-951290.jpg
source

চতুর্থত অন্যের কাজে খুশি হওয়া এবং অভিনন্দন জানানো। আপনি যখন আপনার পরিচিত কারো কাজে খুশি হবেন এবং তাকে অভিনন্দন জানাবেন, তাহলে দেখবেন সে কতটা খুশি হয়। তখন তার খুশিতে আপনারো অনেক ভালো লাগবে। আর আনন্দ ভাগাভাগি করলে কমে না বরং বারে।

পঞ্চমত কেউ যদি কঠিন সময় পার করে বা কোন কারনে শোকাহত থাকে তাহলে তাকে সান্তনা দেওয়া। আমরা যদি বিনয়ী হয়ে অন্যকে সান্তনা দেই এবং তার পাশে থাকার চেষ্টা করি তাহলে শোকাহত ব্যক্তি অনেকখানি শোক কাটিয়ে উঠতে পারে।

এছাড়াও আমরা আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলের সঙ্গে সদয় ভাবে কথা বলতে পারি। আমি ব্যক্তিগত জীবনে এগুলো করার চেষ্টা করি।

যেমনঃ পরিচিত কোন বন্ধুর বিপদ হলে অথবা গুরুতর অসুস্থ হলে তার পাশে থাকার চেষ্টা করি। যতটুকু পারি, যেভাবে পারি তাকে সাহায্য করার চেষ্টা করি এবং তাকে বলি যে আমি তার সাথে আছি।

পরিচিত অথবা অপরিচিত যার সাথেই দেখা হোক না কেন সবার আগে সালাম বিনিময় করি। এরপর কথা বলার মতো পরিস্থিতি সৃষ্টি হলে ভালো মন্দ খোঁজ খবর নিই। রাস্তায় কোন বৃদ্ধ লোককে দেখলে সাহায্য করার চেষ্টা করি।

এছাড়াও সদয়ভাবে কথা বললে সবার সাথে সবার সম্পর্কের উন্নতি ঘটে। সদয়ভাবে কথা বললে মন মানসিকতা ভালো থাকে, নিজেকে প্রফুল্ল রাখা যায়।

একজনের কাজের প্রসংশা করলে এবং তাকে সমর্থন জানালে সে নিজেও খুশি হয় এবং পরবর্তীতে তার কাজের দ্বারা অনেকের উপকার হয়।

pexels-pixabay-327533.jpg
source

তাই আসুন অন্যের প্রতি সদয় হই। অন্যের সাথে সদয় ভাবে কথা বলি। অহংকার পরিত্যাগ করি। সুখী সমৃদ্ধ সমাজ গঠনে সবাই মিলে এক হয়ে কাজ করি। কেননা আজকের গঠনকৃত সমাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অতুলনীয় উপহার।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Sort:  
Loading...
 7 months ago 
  • আপনি শিষ্টাচার সম্পর্কে খুব সুন্দর লিখেছেন। বয়সে যারা বড় তাদের সাথে কি রকম আচরণ করব। এবং যারা আমাদের বয়সে ছোট তাদের সাথে কেমন আচরণ করা উচিত। কাউকে কিভাবে উৎসাহিত করা যায়, এইসব বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। একেবারেই গঠনমূলক ছিল এবং বাস্তব ধর্মীয় বটে। খুব ভালো লাগলো আপনার পোস্টে করে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
 7 months ago 

আপনি খুব সুন্দর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 7 months ago 

আমি মনে করি একটা মানুষের ভালো দিনগুলোর মধ্যে খুব সুন্দর ভাবে কথা বলা ও অন্যের প্রতি সদয় হওয়া এটা তার শিক্ষার ভিতরে পড়ে।
আমাদের প্রত্যেকটা মানুষের উচিত একে অন্যের প্রতি সদয় হওয়া যে যেমন বয়সী ঠিক তার সাথে তেমন ভাবেই সম্মান এবং স্নেহের সাথে ব্যবহার করা।

 7 months ago 

মানুষ মানুষের কাছে শেখে।। আমরা যার সাথে যেমন আচরণ করব সেও আমাদের সাথে সেরকম আচরন করবে এটাই স্বাভাবিক।। আজকে আপনি খুবই চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন।।

আর হ্যাঁ আমাদের প্রত্যেকের উচিত মানুষের যেকোনো কাজকে উৎসাহিত করা।। এতে করে ওই ব্যক্তি সেই কাজের প্রতি আগ্রহটা আরো বেড়ে দেয়।।

 7 months ago 

খুব ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন আমাদের সকলের উচিৎ আশেপাশের সবার প্রতি সদয় হওয়া।

 7 months ago 

মানুষের সাথে ভালো ব্যবহারই হচ্ছে মানুষের উত্তম ব্যক্তির পরিচয়। আবার দেখা যায় মানুষ মানুষের কাছেই শিখে কারণ একজন আরেকজনের প্রতি খারাপ আচরণ করলে সেও ওরকম আচরণটাই আশা করে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর তথ্যবহুল পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58495.14
ETH 2461.74
USDT 1.00
SBD 2.36