জীবনকে উপভোগ করা

in Incredible India6 months ago

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “জীবনকে উপভোগ করা” শীর্ষক একটি লিখনি উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক।

pexels-julian-jagtenberg-103123.jpg
source

আমরা সকলেই আমাদের জীবনকে উপভোগ করতে চাই। ভালো থাকতে চাই। ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয়ী হতে চাই। এতসব চাওয়ার মাঝে একটি জিনিস ভুলে যাই যে এ জীবন ক্ষণস্থায়ী। মহূর্তের মধ্যেই আমাদের মৃত্যু হতে পারে।

যাইহোক এবার যদি ভেবে দেখি তাহলে আমরা নিজেরাই বুজবো যে আমার জমানো সম্পদগুলো কী এক জীবনে সব ভোগ করতে পারবো? আমার মতে কখনই পারবো না।

আমরা এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন কেউ কেউ সম্পদের পাহাড় গড়ি। ব্যাংকে অনেক টাকা পয়সা রাখি। জমি-জমা, সোনা এগুলো ক্রয় করে ফেলে রাখি। কিন্তু আদতো কী এতসব ভোগ করতে পারি। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের মৃত্যুর পর অনেক সম্পদ থেকে যায়।

সব সম্পদ যেহেতু ভোগ করা যায়না তাই অতিরিক্ত সম্পদের পেছনে না ছুটে আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচেতনতায় মন দেয়া উচিত। আর যারা বুদ্ধিমান এবং সচেতন মানুষ তারা এটাই করে।

কেননা তারা মনে করে সম্পদের পাহাড় গড়ার থেকে সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করা অত্যন্ত জরুরী।

সুস্থতা এবং সুখী ও রোগমুক্ত জীবন কিন্তু মহান সৃষ্টিকর্তার চরম এক নিয়ামত। যে রোগাক্রান্ত এবং অসুখী সেই বোঝে এর মর্ম কতটা। অথচ আমরা হেলায় এসব জিনিস হাতছাড়া করি। হন্যে হয়ে শুধু টাকার পেছনে ছুটি।

কিন্তু টাকা দিয়ে সব কেনা গেলেও আল্লাহ্‌ তালার এই নিয়ামতগুলো কিন্তু কেনা সম্ভব নয়। তাই জীবনকে উপভোগ করতে হলে অঢেল সম্পদের দরকার হয় না, দরকার হয় সামান্য সম্পদ এবং সুস্থতার।

pexels-andrea-piacquadio-3779432.jpg
source

কিছু উদাহরনের মাধ্যমে পুরো বিষয়টিকে আরেকটু পরিষ্কার করা যেতে পারে। আমরা অনেকেই অনেক দামি ফোন ব্যবহার করি। বিভিন্নজনের সাথে পাল্লা দিয়ে ভালো ফিচারের ফোন কেনার চেষ্টা করি। কিন্তু গবেষণায় দেখা গেছে ফোন যত দামি বা কমদামি হোক না কেন তার সত্তর শতাংশ অব্যবহৃতই থেকে যায়।

এরপর অনেকেই আছি যারা লেটেষ্ট গাড়ী কিংবা বাইক ক্রয় করতে আগ্রহী থাকি। গাড়ীর স্পিড দেখে গাড়ী ক্রয় করি। কিন্তু বাস্তবে এত স্পিড কখনই আপনার প্রয়োজন হবে না। এরপর অনেকেই বিলাসবহুল বাড়ীতে থাকি। কিন্তু আদতো এসব বিলাসবহুল বাড়ীর সত্তর শতাংশ জায়গাই আমরা ব্যবহার করি না।

আবার অনেকের পোষাকের কোন হিসাব নেই। আলমারি ভর্তি পোষাক। কিন্তু সত্যিকার অর্থে এসব পোষাক আলমারিতেই পরে থাকে, কখনো পরার মতো সময় বা সুযোগ হয়ে উঠে না। শখ করে কিনে হয়তো একদিন দুদিন পরে আবার আলমারিতেই রেখে দেই।

তারপর অনেকেই অনেক অর্থ উপার্জন করি, অঢেল সম্পদের পাহাড় গড়ি। কিন্তু দিনশেষে এত সব টাকা আর সম্পদ আমাদের কোন কাজেই আসে না। হয় ব্যাংকে পরে থাকে নয়তো ভবিষ্যৎ প্রজন্ম সেগুলোর মালিক হয়।

এসব উদাহরণ থেকে আমরা বুজতে পারি যে আমাদের জীবনের অর্ধেকের বেশি সম্পদ যা আমরা ব্যবহার করি না। বিস্তারিত বলতে গেলে উপভোগ করতে পারি না।

সম্পদের প্রাচুর্যতায় অনেক মূল্যবান সময় আমরা জীবন থেকে হাড়িয়ে ফেলি। তাই আমাদের জীবনের লক্ষ্য শুধুমাত্র সম্পদ উপার্জন করা হলেই চলবে না, জীবনকে উপভোগ্য করে গড়ে তোলার মতো সুস্থ্য থাকাটাও অনেক জরুরী।

pexels-pixabay-164652.jpg
source

জীবনকে উপভোগ করার বিষয়ে সুস্থ থাকার প্রয়োজনীয়তা অপরিসীম। তাই সুস্থ থাকতে হলে আমাদের নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করা অত্যন্ত জরুরী। যেমনঃ-

  • নির্দিষ্ট সময় অন্তর অন্তর মেডিক্যাল চেক আপ করা। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। জটিল কোন সমস্যা থাকলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।

  • কখনোই অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। কারণ অতিরিক্ত দুশ্চিন্তার কারণেই অনেকের হৃদযোগের ক্রিয়া বন্ধ হয়। তাই যেকোন বিষয়কে স্বাভাবিক মেনে নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে।

  • অতিরিক্ত রাগ কখনো মনে মনে পোষণ করা যাবে না। মানুষকে ক্ষমা করার অভ্যাস রাখতে হবে। একঘেয়ামি জীবন থেকে বেড়িয়ে আসতে হবে।

  • সময়ের কাজ সময়ে করার চেষ্টা করা। সবাইকে সঠিকভাবে সব পাওনা বুঝিয়ে দেয়া এবং পরিবারের সাথে সময় কাটানো। যতই ব্যস্ত থাকিনা কেন পরিবারকে সময় দেয়া এবং স্ত্রীকে সময় দেয়া অত্যন্ত জরুরী।

pexels-agung-pandit-wiguna-1128318.jpg
source

পরিশেষে শুধু একটি কথাই বলবো, আমাদের জীবন কিন্তু একটাই। এই জীবনে দ্বিতীয় কোনকিছুর আর সুযোগ নেই। তাই জীবনকে উপভোগ করাই শ্রেয়। অযাথা অঢেল সম্পদের পেছনে না ছুটে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Sort:  
 6 months ago (edited)

আসলে সম্পদের প্রতি লোপ আমাদের বংশ পরস্পরায় চলে আসছে যুগের পর যুগ ধরে। আমরা সবাই জানি যে জীবনে আসলে এত সম্পদের কোন প্রয়োজন নেই। তারপর ছুটে চলি আমরা এই সম্পদের পেছনে।
অথচ সম্পদের পেছনে এতো সময় নস্ট না করে যদি স্বাস্থ্য রক্ষার পেছনে তাই আমরা এই সময় ব্যয় করতাম, তাহলে অনেক ভালো থাকতাম। সেই সাথে সমাজেও শান্তি বজায় থাকতো ।
ভালো লাগলো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন বলে। ভালো থাকবেন সব সময়।

Posted using SteemPro Mobile

Loading...
 6 months ago 

জীবনে চলার তাগিদে অনেক কিছু করতে হয় আবার এসব কিছু চিন্তা করলেও চলে না। কারণ এই পৃথিবীতে এই কয়েকদিনের মোহে পড়ে মানুষ কত কিছুই না করে। বর্তমান সবাই মানুষ যেভাবে অর্থের পিছনে ছুটোছুটি করতেছে যা বলার বাইরে ।

 6 months ago 

জীবনে সময়টা খুব সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ে আমরা যা ইনকাম করি তা এক জীবনেও খেয়ে শেষ করা, আমাদের পক্ষে কখনোই সম্ভব না। তবে আমাদের জীবনে ভালো থাকাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা সুস্থ থাকবো এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত।

অবশ্যই জীবনটাকে উপভোগ করা উচিত। তবে তার জন্য অবশ্যই সৃষ্টিকর্তা যে নিয়মগুলো আমাদের মধ্যে বেঁধে দিয়েছে। সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। আমরা যদি সৃষ্টিকর্তার নিয়মের বাইরে গিয়ে, কিছু করতে যাই তখনই আমাদের সমস্যা।

সম্পত্তি ততটুকু অর্জন করা উচিত। যতটুকু আমরা উপভোগ করে সন্তান নিয়ে পরিবার নিয়ে ভালো থাকতে পারবো। জীবনটা আসলেই খুব ছোট। এই জীবনে সব স্বপ্ন পূর্ণ হবে না এটাই স্বাভাবিক। ধন্যবাদ চমৎকার টপিক নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

জীবনে উপভোগ করা সবার কপালেই জুটে না কারন প্রতিটি মানুষের কোন না কোন দিক দিয়ে সমস্যা লেগেই থাকে যার জন্য তারা তাদের জীবনে কখনও উপভোগ করতে পারে না ৷ কিন্তু একটা সবারে সময় আসে আর সেই সময়ের মধ্যে জীবনকে উপভোগ করা উচিত ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 months ago 

আপনার লেখাটা আমার ভীষণ ভালো লেগেছে জীবন কে উপভোগ করতে হলে অনেক অনেক সম্পদের প্রয়োজন হয় না।

আমার কাছে মনে হয় শুধু একটু ইচ্ছায় এবং আকাঙ্ক্ষা থাকলে আমরা জীবনটাকে অনেক সুন্দর ভাবে ভোগ করতে পারি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64