আজ ভালোবাসা দিবস

in Incredible India2 years ago

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “আজ ভালোবাসা দিবস” শীর্ষক একটি লিখনি উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক।

Red Valentine's Day Party Invitation (1).jpg

(ক্যনভা দিয়ে ইডিট করা)

আজ ভালোবাসা দিবস। সবাইকে জানাই ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা। সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা এবং সকলেই যেন সবার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সুখে স্বাচ্ছন্দে একসাথে থাকতে পারে রইলো সেই কামনা।

আমার মতে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন দিনের প্রয়োজন হয় না। সব দিনই হলো ভালোবাসার দিন। কিন্তু তবুও গোটা বিশ্ব একটি দিন অর্থ্যাৎ চৌদ্দই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস হিসেবে পালন করে থাকে। এ দিনটিতে মানুষ তাদের প্রিয়জনকে ফুল উপহার দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়।

কেউবা আবার তাদের ভালোবাসার মানুষের পছন্দের জিনিস উপহার দিয়ে থাকে। আমিও আমার ভালোবাসার মানুষ অর্থ্যাৎ আমার স্ত্রীকে আজকে একটি লাল গোলাপ উপহার দেই।

সে গোলাপটি পেয়ে অনেক খুশি হয়েছিলো এবং আমার কাছে দাবি জানিয়েছিলো যে প্রতিবছর এই দিনে যেন আমি তাকে একটি করে লাল গোলাপ উপহার দেই। আমিও খুশি মনে হ্যাঁ বলে তার কথায় সম্মতি দেই।

20240214_155044.jpg

ভালোবাসা মূলত একটি জটিল বিষয়। অনেকেই আবেগ আর ভালোবাসাকে একসাথে গুলিয়ে ফেলে। কিন্তু আদোতেও আবেগ আর ভালোবাসা এক জিনিস নয়। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। সত্যিকারের ভালোবাসা হয় আমাদের পরিবারকে ঘিরে, আত্মীয়স্বজনকে ঘিরে, পাড়া প্রতিবেশীকে ঘীরে এবং কর্মস্থানকে ঘীরে।

দেখুন একটি পরিবার গঠিত হয় বাবা মা ভাই বোন এবং দাদা দাদিকে ঘীরে। পরিবারের সদস্য হিসেবে কিন্তু সেই পরিবারের প্রতি আপনারও অনেক দায়বদ্ধতা রয়েছে। সবার আগে যে দায়বদ্ধতা রয়েছে সেটি হলো ভালোবাসার প্রতিদান দেয়া।

আপনার পরিবারের সকলেই আপনাকে ভালোবাসে বিধায় আপনি সেই পরিবারে লালিত পালিত হয়ে এত বড় মানুষে পরিণত হয়েছেন। তাদের ভালোবাসার যদি ত্রুটি থাকতো তাহলে হয়তো আজ এই পর্যায়ে আসতে পারতেন না। তাই সবার আগে আমাদের পরিবারের সদস্যদের ভালোবাসতে হবে।

সাধ্যমতন তাদের চাহিদা পূরণ করা। তারা আপনাকে ঘীরে যে স্বপ্ন দেখছে তার বাস্তব রুপ দেয়া। এগুলোই মূলত ভালোবাসার প্রতিরুপ। এর সবগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে পরিবারের সবাইকে হয়তো পূর্ণাঙ্গ না হলেও কিছুটা ভালোবাসার প্রতিদানস্বরুপ ভালোবাসা দেয়া যায়।

এবার আসি আত্মীস্বজনের ভালোবাসায়। আত্মীয়স্বজনকে ভালোবাসার মধ্যদিয়ে আত্মার বন্ধন আরো সুদৃঢ় হয়। কোন আত্মীয় বিপদে পরলে তাদের সাহায্য করা, সুখে দুখে বিপদে আপদে তাদের পাশে থাকা, বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ খবর নেয়া ইত্যাদি কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ।

তাদের যদি আমরা মন থেকে ভালোবাসতে পারি তাহলে অবশ্যই তাদের কাছ থেকেও আমরা ভালোবাসা পাবো। আর ভালোবাসা দেয়া নেয়ার মধ্যেই রয়েছে প্রকৃত স্বার্থকতা।

আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার লোকজনের সাথে আপনার একধরনের সম্পর্ক এমনিতেই তৈরি হয়ে যায়। এই সম্পর্ক গুলো তৈরি হয় মূলত ভালোবাসার মধ্য দিয়েই।

20240212_134756.jpg

(এলাকার পতিত জমিতে যুব সমাজের প্রচেষ্টায় করা কলা গাছ এবং সুপারি গাছের একটি বাগানের ফটোগ্রাফি)

এলাকার কেউ বিপদে পরলে তাকে যথাসাধ্য চেষ্টা করা, এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নেয়া, এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সাধ্যমত দান করা ইত্যাদি কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ। এর মাঝেই লুকায়িত থাকে প্রকৃত ভালোবাসা।

তারপর কর্মক্ষেত্রের মানুষগুলোকে যদি আপনি আপন ভাবতে না পারেন এবং সবাইকে ভালোবাসতে না পারেন তাহলে হয়তো বেশিদিন সেখানে আপনি স্থায়ী হতে পারবেন না।

আমরা যে যেই কর্ম করি না কেন প্রত্যেকের কর্মকে ভালোবাসতে হবে। কর্মের সাথে সংশ্লিষ্ট মানুষ গুলোকে ভালোবাসতে হবে। যদি প্রকৃত পক্ষে সবাইকে ভালোবাসতে পারি তাহলে আসবে স্বার্থকতা।

তাই আসুন ভালোবাসার এই দিবসে প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে যার যার যায়গা থেকে সবাইকে সমানভাবে ভালোবাসবো। অন্যের বিপদে এগিয়ে আসবো। সচরাচর লোক দেখানো ভালোবাসা থেকে নিজেকে মুক্ত রাখবো। প্রতিটি দিনই হোক আমাদের সবার জীবনের একেকটি ভালোবাসা দিবস।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Sort:  
Loading...
 2 years ago 

পরিবারের সাথে ভালোবাসার যে বন্ধন সেটার উপরে আসলে কিছু নেই। আমি আওনার সাথে একমত।

আপ্নাকেও ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

আপনার লেখা পড়ে অনেক বেশি ভালো লাগলো। কারণ আপনি ভালোবাসার গভীরে প্রবেশ করতে পেরেছেন।

Posted using SteemPro Mobile

আজকে ভালোবাসা দিবস আর এই ভালোবাসা দিবস নিয়ে বেশ কিছু কথা তুলে ধরেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার পোস্ট টি পড়ে ৷ আসলে ভালোবাসতে গেলে কোন ভালোবাসার নির্দিষ্ট দিন এবং সময় লাগে না ৷ ভালোবাসা সীমাহীন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷

 2 years ago 

আমি আপনার সাথে সহমত যে ভালোবাসা উদযাপনের জন্য কোন একটি নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে প্রত্যেকটি দিনই ভালোবাসার দিন আর তা না পেলে প্রত্যেকটি দিনই দুঃখের দিন বা আপস করে মেনে চলার দিন।

 2 years ago 

ভালোবাসা শব্দটি জটিল বিষয় আমি মনে করি তবে প্রকৃত ভালোবাসা কোন জটিল বিষয় নয়। কয়েক প্রকার ভালোবাসা রয়েছে তবে ভালোবাসা শব্দটি এক এক জায়গায় এক এক ভাবে ব্যবহৃত হয়। ❤️😁😁

ভালোবাসা দিবসে ভালোবাসা নিয়ে লিখলেন খুব সুন্দর একটি আর্টিকেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্টিকেল আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

আমিও বিশ্বাস করি ভালোবাসার জন্য আলাদা কোনো দিন হয় না। তবে ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা, এইদিনে একটু অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা আমরা সকলেই করি। ঠিক যেমন আপনি আপনার স্ত্রীকে একটি লাল গোলাপ দিয়ে ভালোবাসার কথা বোঝাতে চেয়েছেন। এমন ভাবেই আপনাদের দুজনের মাঝে চলতে থাকুক ভালোবাসা বোঝানোর পালা, সেই কামনা রইলো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.037
BTC 106386.05
ETH 3622.67
USDT 1.00
SBD 0.55