“আধুনিক সমাজে গৃহকর্মীদের কীভাবে মূল্যায়ন করা হয়”

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম/আদাব,
কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “আধুনিক সমাজে গৃহকর্মীদের কীভাবে মূল্যায়ন করা হয়” শীর্ষক আমার একটি লিখনি উপস্থাপন করলাম। তাহলে শুরু করা যাকঃ-

doubt-g1cf0934fd_1920.png
source

আমাদের দেশে যারা উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবার আছে তাদের প্রায় সবার বাসায় গৃহকর্মী আছে। একজন গৃহকর্মীর বেতন কত? কেউ কী আমরা জানি? কখনো কী জানার চেষ্টা করেছি? একজন গৃহকর্মীর কাজ কী?

এই প্রশ্নগুলো যদি আমরা নিজেরাই নিজেদের করি তাহলে হয়তো উত্তর পাবো। সব উত্তর কী সঠিক পাবো? হয়তো পাবো, হয়তো পাবো না।

একজন গৃহকর্মীর আমাদের দেশে সর্বোচ্চ বেতন ধরা হয় ছয় থেকে সাত হাজার টাকা। গৃহকর্মীর অনেক ধরন আছে। কেউ ফুল টাইম গৃহকর্মী হিসেবে একটি বাসায় কাজ করে কেউ বা দিনে একবার বা দুবার যেকোনো বাসায় গিয়ে কাজ করে।

যারা ফুল টাইম একটি বাসায় থেকে কাজ করে তারা কতটুকু সুবিধা পায়? আবার যারা দিনে বিভিন্ন বাড়ীতে কাজ করে বেড়ায় তারা কতটুকু সুবিধা পায়? আমার নিজের চোখে দেখা একটা ঘটনা বলিঃ

আমার বাড়ীর পাশের এক পাড়াতো বোনের বাসায় একটি ছোট্ট মেয়ে বয়স বারো বছর এর কম বা বেশি সে গৃহকর্মী হিসেবে নিযুক্ত আছে। সে মূলত আমার পাড়াতো বোনের মেয়ের দেখা শুনা করে।

আমি সেই গৃহকর্মীর কাছে শুনেছি তার সংসারে অনেক অভাব। তার বাবা পঙ্গু অবস্থায় বিছানায় পরে আছে এবং মা সেলাই এর কাজ করে সংসার চালায়। তার পরিবারে আরো দুইটি ছোট ছোট ভাই আছে। তার মা একা সবকিছু খরচ সামলাতে পারে না বলে সে আমার পাড়াতো বোনের বাসায় কাজ করে।

সে প্রতিদিন ভোর বেলা উঠে এবং তখন থেকেই সে তার কাজ শুরু করে দেয়। প্রথমত সে যে ছোট মেয়েটিকে দেখশুনা করে তার সব কাপড় ধুয়ে দেয়।

সপ্তাহে আবার দু দিন পাড়াতো বোন এবং পরিবারের বাকি সদস্যদেরও নাকি কাপড় সে ধুয়ে দেয়। তারপর ঘর ঝাড়ু দেয়া, পানি দিয়ে ঘড় মোছা, নিত্য নতুন অনেক কাজ তাকে করতে হয়।

সে যে ছোট্ট মেয়েটির দেখাশুনা করে তাকে খাওয়ানো ঘুম পারানো সব দায়িত্ব তার। এসব এর একটু ত্রুটি হলে আবার তাকে অনেক গালিগালাজ শুনতে হয়। আমি এমনও শুনেছি আমার পাড়াতো বোন তাকে মাঝে মাঝে ধরে মারে।

এত কিছুর পরেও সেই গৃহকর্মীটি মুখ ফুটে কিছু বলতে পারে না। বাধ্য হয়ে তাকে সব অপমান সহ্য করতে হয় এবং সেই বাড়ীতেই থাকতে হয়। সবচেয়ে অবাক লেগেছে আমার তার বেতন এর কথা শুনে।

তার বেতন নাকি মাত্র চার হাজার টাকা। সেই টাকাও সে পায় না। তার মা নাকি প্রতি মাসে এসে নিয়ে যায়।

আমাদের দেশে এমন আরো অনেক গৃহকর্মী আছে যার শুধুমাত্র সামান্য কিছু বেতনের বিনিময়ে তদের জীবনের অনেক মূল্যবান সময় একটি পরিবারের পিছনে ব্যায় করে। বিনিময়ে তারা কী পায়?

মাঝে মাঝে তাকে প্রশ্ন করি এত কম টাকায় কাজ করেন কেন। দিনের পর দিন এত অপমান অত্যাচার সহ্য করে থাকার তো মানে হয় না কোন। তখন সে বলে কি করবো?

বাসায় অসুস্থ বাবা, সংসারে আরো ছোট দুই ভাই, মা তো একা সব পারে না তাই এত সব সহ্য করে নিরবে কাজ করে যাচ্ছি। যাতে আমি একটু ভালো থাকতে পারি, দুবেলা খেতে পারি, মাস শেষে কিছু টাকা মা কে দিতে পারি।

এবার আসা যাক গৃহকর্মী যে ঘরটিতে থাকে সেটা কেমন? আপনারা হয়তো বলবেন কোন উচ্চবিত্ত বা মধ্যবিত্ত লোকের বাড়ী নিশ্চয় ভালো মানের হবে। গৃহকর্মীর ঘরটিও অনেক সুন্দর হবে।

হ্যাঁ ঘর সুন্দর ঠিকি কিন্তু সেই ঘরের মেঝেতে সেই গৃহকর্মীকে শুতে হয়। সারা রাত হয়তো মশার কামর খেতে খেতে তাকে ঘুম পারতে হয়।

আমার পরিচিত গৃহকর্মীকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি প্রতিদিন ফ্লোরে ঘুমাই, ঠিক মত ঘুমাতে পারি না, ময়না (পাড়াতো বোনের মেয়ে) রাতে জেগে উঠলে আমাকে কোলে নিতে হয়, তাকে ঘুম পারাতে হয়, যতক্ষন সে জেগে থাকে আমাকেও জেগে থাকতে হয়। তার এই কথাগুলো সত্যি অনেক মর্মান্তিক!

আমরা প্রতিদিন সমাজের জ্ঞানী গুনী লোকদের কাছে গৃহকর্মীদের নিয়ে কত জ্ঞানমূলক কথা শুনি। তাদের সাথে সদাচরণ করতে হবে, ন্যায্য পারিশ্রমিক তাদের দিতে হবে, শিশু শ্রম অবশ্যই পরিত্যাগ করতে হবে ইত্যাদি ইত্যাদি।

এগুলোর কতটুকুই বা আমরা মানি। উল্টো কোন গৃহকর্মী এসব ব্যাপারে প্রতিবাদ করলে তাদের বিভিন্ন অপবাদ দেওয়া হয়, সমাজের মানুষের কাছে তাদের লাঞ্চনার স্বীকার হতে হয়।

অনেক গৃহকর্মী আবার এসব সহ্য করতে না পেরে আত্মহত্যার মত জঘন্য কাজ করতে বাধ্য হয়। নতুবা তাদের চাকুরি হারাতে হয়।

woman-g26bfdc3e4_1920.png
source

সব বাড়ীতে যে এরকম তা কিন্তু নয়। এই সমাজে এখনও অনেক ভালো মানুষ আছে যাদের বাড়ীতে গৃহকর্মীরা নিরাপদ ও সুরক্ষিত। তারা সেখানে তাদের সঠিক অধিকার নিয়ে বেঁচে আছে। আমরাও ঠিক এমনটাই চাই যাতে গৃহকর্মীরা সুরক্ষিত ও নিরাপদে থাকতে পারে।

আজ আর নয় বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আল্লাহহাফেজ।

Sort:  
 last year 

জ্বী ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ একটি গৃহকর্মী কত কষ্ট করে আরেক জনের বাড়িতে কাজ করে থাকে ৷ কতগুলো মালিকের আচরন ভালো আবার কতগুলো মালিকের আচরন একটু অন্যরকম ৷ তবে আমাদের বাড়িতে থাকা প্রত্যেক টি গৃহকর্মী কে সম্মান জানানোর দরকার ৷ তাদের ন্যায্য বেতন দিতে হবে ৷ কারন তারা তাদের সংসারের অভাবে গৃহকর্মী হিসবে মানুষের বাড়িতে কাজ করে থাকে ৷

যাই হোক ভাই আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো ৷ আপনার জন্য শুভকামনা রইলো ৷ ভালো থাকবেন ৷

#miwcc

Loading...

This post has been upvoted through Steemcurator09.

Team Newcomer- Curation Guidelines for APRIL 2023

Curated by - @goodybest

 last year 

মাঝে মাঝে তাকে প্রশ্ন করি এত কম টাকায় কাজ করেন কেন। দিনের পর দিন এত অপমান অত্যাচার সহ্য করে থাকার তো মানে হয় না কোন। তখন সে বলে কি করবো?

তাদের কাছে এসব প্রশ্নের কোন উত্তর থাকে না। কারণ তারা নিজেও জানেনা, তারা কেন এতটা পরিশ্রম করে। শুধু এইটুকু জানে তাদের দ্বারা যদি পরিবারের জন্য কিছু একটা করতে পারে। তাহলেই তারা শান্তিতে থাকতে পারে।

বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছে। যারা কিনা গৃহকর্মীদের সাথে খুব বাজে ব্যবহার করে। ঘরে সম্পূর্ণ কাজ করার পরেও, তাদের কাছে একটা প্রশ্ন থেকেই যায়, তুমি সারাদিন কি করেছ।

আসলে একটা মানুষ যখন দিনের পর দিন এসব অত্যাচার সহ্য করে, নিজের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করে। আর দিন শেষে তাকে শুনতে হয় তুমি সারাদিন কি করেছো। তখন অনেক মানুষ এই কথাগুলো সহ্য করতে পারে না। হয়তো বা কেউ আত্মহত্যা করে, আর নয়তো বা কেউ মানসিকভাবে ভেঙে পড়ে।

অসম্ভব সুন্দর একটা গল্পের মাধ্যমে কিছু শিক্ষা আপনি আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের এই শিক্ষাগুলো গ্রহণ করা উচিত। কারণ আমরা সবাই মানুষ। প্রথমেই আমাদেরকে ভাবতে হবে আমরা মানুষ। আমরা যে মানুষটাকে দিয়ে এত কাজ করাচ্ছি, সে মানুষটা কিন্তু একজন মানুষ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত মূল্যবান একটা বিষয় আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93