প্রাপ্তি ও হারানো, এই দুটি বিষয় নিয়ে ব্যক্তিগত কিছু অভিমত

in Incredible India3 months ago

কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্‌ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।

যাইহোক আজ আমি আপনাদের মাঝে “প্রাপ্তি ও হারানো, এই দুটি বিষয় নিয়ে ব্যক্তিগত কিছু অভিমত” শীর্ষক একটি লিখনি উপস্থাপন করছি।

Brown Vintage Blank Page A4 Landscape.png

(Edit by canva)

প্রাপ্তি ও হারানোর মাঝেই আমাদের জীবন নিহিত। সহজ কথায় যোগ আর বিয়োগ। প্রতিনিয়তই আমাদের জীবনে নতুন কিছু প্রাপ্তি যোগ হচ্ছে আবার কিছু জিনিস হারিয়ে জীবন থেকে বিয়োগ হয়ে যাচ্ছে।

সুখ, দুঃখ, হতাশা, আবেগ, অনুভূতি, সংগ্রাম, মৃত্যু ইত্যাদিকে কেন্দ্র করে প্রতিনিয়ত আমরা আমাদের জীবন পরিচালনা করছি। জীবনে সব কিছুই অনিশ্চিত। কিন্তু তবুও কোন এক নিশ্চয়তার খোঁজে আমরা প্রতিনিয়তই ছুটছি তো ছুটছি।

অনিশ্চিত জীবনে আমরা শুধু প্রাপ্তি গুলো প্রত্যাশা করি। কিন্তু কোন কিছু যে হারাতে হবে সেটি কেন জানি আমরা মানতে নারাজ। এই তো কিছুদিন আগে আমাদের দেশে এস এস সি পরীক্ষার রেজাল্ট হলো।

অনেকেরই রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়েছে আবার অনেকের প্রত্যাশার চেয়ে ভালো কিছু হয়েছে। যাদের এমনটা হয়েছে তারা মহা খুশি।

graduation-7749209_1280.png
source

কিন্তু যারা প্রত্যাশা অনুযায়ী ভালো রেজাল্ট করতে পারেনি তারা দুঃখ ভারাকান্ত মন নিয়ে শুধু নিজেকেই দোষারপ করে যাচ্ছে। এদের মধ্যে আবার কিছুজন আত্মহত্যা পর্যন্ত করেছে।

যা আবার নিউজে ফলাও করে প্রকাশ করা হয়েছিলো। এই যে যারা আত্মহত্যা করলো, এর দায় আসলে কার। আমি বলবো তাদের বাবা মা এবং এই সমাজের। কেননা তাদের গড়ে তোলা হয়েছিলো শুধুমাত্র প্রাপ্তির আশায়।

তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছিলো হারানোর কোন কিছুই নেই। সবসময় শুধু অর্জন। আর এই অর্জনের দ্বারাই জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে।

কিন্তু তাদের ব্যর্থতার ঐ গল্পগুলো শোনানো হয়নি যার মাধ্যমেও সফল হওয়া যায়। তাদের বলা হয়নি একটি মাকড়শা কীভাবে নয়বার জাল বেয়ে উপরে উঠতে গিয়ে ব্যার্থ হয়েও দশ বারের বেলা ঠিকই গন্তব্যে পৌঁছাতে পেরেছিলো।

আজ যেসব শিক্ষার্থী দুনিয়া ছেড়ে চলে গেলো তাদের জন্য এখন আর কেঁদে কী লাভ। এগুলো আমাদের জন্য একেকটি শিক্ষা। এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত।

আগামীতে যারা পরীক্ষায় অংশ নেবে তাদের বোঝানো উচিত জীবনে প্রাপ্তি ও হারানো এই দুটোই বিদ্যমান। যেকোন কিছু প্রাপ্তিতে তুমি যেমন খুশি হবে ঠিক তেমনি কোন কিছু হারিয়ে গেলে অথবা ব্যার্থ হলে ধৈর্য্য ধারণ করবে।

নতুন করে আবারো সেই কাজটি করার চেষ্টা করবে। দেখবে একদিন তুমি সফল হবেই হবে।

আমরা সকলেই প্রাপ্তির খোঁজে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। এটি নিঃস্বন্দেহে একটি ভালো গুণ। কিন্তু হারানোর মানসিকতাও আমাদের তৈরি করা জরুরি। হারানোতে ভয়ের কিছু নেই। বরং এতে করে মানসিক শক্তি আরো বৃদ্ধি পায়।

আমি যেবার অনার্সে ভর্তির জন্য আবেদন করেছিলাম, কোন এক ভুলের কারণে আমার আবেদনটি বাতিল হয়ে যায়। সেবার আমি প্রচন্ড ভেঙ্গে পরেছিলাম। মনে হচ্ছিলো আমার সব বুজি শেষ হয়ে গেলো।

guy-2617866_1280.jpg
source

কিন্তু আমার প্রিয় একজন শিক্ষক আমাকে কাছে ডেকে বলেছিলেন, বাবারে অনার্সে ভর্তি হতে পারলে না তাতে কী হয়েছে। তুমি ডিগ্রিতে ভর্তি হও। সেখানে ভালো করে পড়াশোনা করো।

আরো ভালো সাবজেক্ট এ পড়াশোনা করো। দেখবে তোমার সহপাঠী যারা অনার্সে ভর্তি হলো তাদের থেকেও তুমি ভালো কিছু করছো। আমি স্যারের কথা শুনে কিছুটা সান্তনা পেয়েছিলাম।

তখন মনস্থির করেছিলাম জীবন থেকে অনেক কিছুই হাড়িয়ে যাবে। তাই বলে ভেঙ্গে পরলে চলবে না। নতুন আরেকটি লক্ষ্য স্থীর করে আমাকে এগিয়ে যেতে হবে। আর এটাই হলো জীবন।

যে ব্যক্তি হাজারো ব্যার্থতার পরেও হতাশ না হয়ে নতুন করে আবারো শুরু করে, সেই ব্যক্তি একদিন না একদিন সফল হবেই। আর এটাই হবে তার সবথেকে বড় প্রাপ্তি। এই প্রাপ্তি কখনো হারিয়ে যাবে না।

আজ আর নয় বন্ধুরা। ভালো থাকবেন সকলে। আল্লাহ্‌হাফেজ।

Sort:  
 3 months ago 

আপনি শিক্ষক আপনাকে জীবনের সুন্দর একটি পাঠ দান করেছেন। সত্যিকার অর্থেই জীবনে বিকল্পের কোন অভাব নেই। আমাদের শুধু প্রয়োজন ধৈর্য ও সততা।

শিক্ষকের কথা মেনে আপনি নিশ্চয়ই লাভবানই হয়েছেন। তবে এই যে যারা আবেগের বশে নিজের জীবনটাকে শেষ করে দিলো তারা না নিজে কিছু পেলো আর তাদের পরিবার ও সবকিছুই হারালো।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

খুব সুন্দর পোস্ট লিখেছেন, আমরা প্রতিনিয়ত অনেক কিছু পাচ্ছি আবার অনেক কিছু হারাচ্ছি। প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়েই আমাদের এই জীবন। যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অসফলতার কারণে আত্মহত্যা করে তাদের মত বোকা কেউ নেই এই দুনিয়ায়। পরীক্ষার থেকে জীবন অনেক অনেক বেশি মূল্যবান।

Loading...
 3 months ago 

আমরা জীবনে সব সময় ভালো কিছু প্রাপ্তির আশা করি।। কিন্তু জীবনের যে সব সময় প্রাপ্তি হবে এরকম ধারণা করা ভুল।। আর হ্যাঁ এবারের পরীক্ষার্থীদের অনেকেই আত্মহত্যা করেছে তাদের চিন্তা ভাবনা একদম ভুল ছিল তাই তারা ভুল সিদ্ধান্ত নিয়ে।

আর হ্যাঁ শিক্ষকরা সব সময় ভালো সাজেশনই দেয়। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম।।

 3 months ago 

ভালো এবং খারাপ সময় মিলেই আমাদের জীবন। কিন্তু আমরা সব সময় ভালো কিছুর জন্যই প্রত্যাশা করি। কিন্তু সবার জীবনে যে সব সময় ভালো দিন আসবে এমনটা না।

সবাই শুধু ভালো কিছুর আশায় বসে থাকি। কিন্তু সবার জীবনে যে অনেক কিছু হারানোর আছে সেটা কেউ খেয়াল রাখে না।
সত্যিই আপনার পোষ্টটি পড়ে আজকে খুব ভালো লাগলো। এবং পোষ্টের প্রতিটি কথা আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিল রয়েছে।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57529.75
ETH 2571.57
USDT 1.00
SBD 2.44