প্রকৃতির মাঝে অবস্থিত কিছু দৃষ্টিকারা গোলাপের ছবি।

in Incredible India2 years ago
IMG_20230127_121649.jpg

প্রিয় বন্ধুরা,
ঘড়িতে বেলা ১২:৫৭ মিনিট, মানে দ্বিপ্রহর কাজেই লেখার শুরুতেই সকলকে শুক্রবার দ্বিপ্রহরের শুভেচ্ছাবার্তা জানিয়ে আজকের লেখা শুরু করছি।

একটি করে সপ্তাহ চোখের নিমেষে ফুরিয়ে যেতে যেতে , মাসটি ও শেষ হতে চলেছে। এই তো সেদিন সকলে নতুন বছরকে স্বাগত জানালাম অথচ এরই মধ্যে নতুন বছরের একটি মাস প্রায় শেষ হতে চলেছে।

প্রতি বছরের ন্যায় এবছরও কিছু ভালো কিছু মন্দ পরিস্থিতি নিয়ে আসবে সকলের জন্য, এরমধ্যে যারা সেগুলো সঠিকভাবে উত্রাতে পারবে তারাই জয়ী হবে।

এটাই জীবন এবং অন্যান্য বহু ক্ষেত্রেই আমরা একে অন্যের থেকে পৃথক হলেও জীবনের পরীক্ষার হলে আমরা সকলেই ছাত্র ছাত্রী।
যতদিন জীবন পরীক্ষা চলবে, এক্ষেত্রে আমরা সকলেই এক্।

IMG_20230127_121755.jpg

IMG_20230127_125341.jpg

IMG_20230127_121732.jpg

আজকে বেশ কিছু গোলাপ ফুলের ছবি নিয়ে এসেছি নিজের কথার যথার্থতা প্রমাণের জন্য। বিভিন্ন রঙের ফুলগুলোর নাম কিন্তু এক্ আমরা এদেরকে গোলাপ বলেই অভিহিত করি। ঠিক যেমন আমরা নামের উর্ধ্বে মনুষ্য জাতি।

নিজের পরিচিতি তৈরি করে সমাজের চোখে আলাদা ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও মানুষ বলে সম্মোধন করা কেউ যেমন আমাদেরকে বন্ধ করে দেবে না;
ঠিক তেমনি গোলাপের রঙের বিভিন্নতা থাকলেও পরিশেষে তারা গোলাপ নামেই পরিচিত পাবে সমাজে।

সবার যেমন নিজের নিজের পছন্দের রঙের গোলাপ আছে তেমনি সমাজেও সবাই কিন্তু সবার প্রিয় হিতে পারে না, তার মানে কখনোই এই নয় যাকে কিছু কম মানুষ কম পছন্দ করে তার কদর সমাজে কম।

IMG_20230127_121817.jpg

IMG_20230127_121838.jpg

জানবেন অভিরুচি সকল ব্যাক্তির কখনোই সমান হয় না, সেটা খাদ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন বা পরিধানের। ঠিক তেমনি মানুষের এই বিভিন্নতা আমাদের কিন্তু বাস্তবিক জ্ঞান সংগ্রহের পাথেয়।

সবটাই নিজের চাহিদার অনুকূলে হলে আমরা কখনোই প্রতিকূলতার সাথে মোকাবিলা করবার চেষ্টা করা শিখতে পারতাম না।

গোলাপের কাঁটা কিন্তু তাকে যেমন প্রতিরোধ করে শত্রুর হাত থেকে, তেমনি আমাদের জীবনের প্রতিকূলতা আমাদের বিচক্ষণ হিতে সহায়তা করে।

অভিজ্ঞতা অনেকেই বলেন বয়েস বাড়ার সাথে সাথে হয়, কিন্তু সব ক্ষেত্রে কথাটি প্রযোজ্য নয়, জীবনের কোনো একটি অভিজ্ঞতাও আমাদের অভিজ্ঞ করবার জন্য যথেষ্ট।

তবে সময়ের সাথে সাথে সেই অভিজ্ঞতার ভান্ডার পরিপক্ক অবশ্যই হয়।
এই গেলো জীবনের পাঠের কথা, কিন্তু এর বাইরে আরো একটি কারণ রয়েছে আজকের ছবিগুলো ভাগ করে নেবার পিছনে।

সেই কারণটি হলো আগত মাসে এই গোলাপের কদর সারা পৃথিবীতে বাড়তে চলেছে ভ্যালেন্টাইন দিবসের কারণে, তাই দাম বেড়ে যাবার আগে নিজের ভাড়ারে কিছু ফুলের স্টক বাড়িয়ে রাখলাম।

কেউ যদি বাজারে গোলাপের সন্ধান না পান, আমার এই লেখা পরিদর্শন করে স্বাদ মিটিয়ে নিতে পারবেন।
যাইহোক এটা অবশ্যই মজার কথা ছিল, তবে প্রকৃতির সৃষ্টিকে ক্যামেরা বন্দি করে রাখলে তার স্মৃতি অনেকদিন ধরে টাটকা থাকে।

কাজেই আমার কাছে এখন প্রতিটি মুহূর্ত এবং প্রকৃতিতে অবস্থিত সমগ্র বিষয় মূল্যবান। সময় ফুরিয়ে যাবার আগে উপভোগ করে নিতে চাই তার নির্যাস যতটুকু সম্ভব।

আশাকরি আজকে ভাগ করে নেওয়া ফুলের ছবিগুলো আপনাদের ভালো লাগবে। আজ এখানেই শেষ করে বিদায় নিলাম, ভালো কাটুক আপনাদের সারাদিন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59433.20
ETH 2442.78
USDT 1.00
SBD 2.44