নানা রঙের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি।

in Incredible India2 years ago

IMG_20220705_213705.jpg

প্রিয় বন্ধুরা,
আশাকরি সবাই ভালো আছেন, আজ আরো একবার রোজকার মত চলে এসেছি আপনাদের মাঝে প্রকৃতির কিছু আসাধারণ সৌন্দর্য এবং তার শোভার নিদর্শন নিয়ে।

কিন্তু আমি এখানে ছবির বিস্তারিত তথ্য নয় মূলত আসি নিজের রোজকার কিছু অনুভূতি এবং জীবনের কিছু অভিজ্ঞতা ভাগ করে নিতে।

কারণ আমরা যা কিছু এই জীবনে উপলব্ধি করি তার কিছুটা ঠেকে এবং কিছুটা দেখে।
কাজেই আমাদের এটা একটা দায়িত্বের মধ্যে পরে, আমরা মনে যারা জীবনের অনেকখানি পথ পেরিয়ে এসেছি আমি তাদের কথা বলছি।

তাদের উচিৎ তাদের সারাজীবনের শিক্ষা এবং অভিজ্ঞতা নতুন প্রজন্মকে শিখিয়ে রেখে যাওয়া।
এমনটি নয় যে আমরা বললেই তারা শুনবে কিন্তু তার মানে এটা মোটেও নয় যে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যাবো।

IMG_20220630_185904.jpg


IMG_20220705_213316.jpg


IMG_20220703_210725.jpg

কারণ আমরাও জীবনের অনেক শিক্ষা পেয়েছি আমাদের পূর্ব প্রজন্মের কাছ থেকে। কারা কোনটা নেবে এবং কারা আমাদের জীবনের ভাগ করে নেওয়া অভিজ্ঞতা নেবে না, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে ব্যাক্তি বিশেষের উপরে।

তাই বলে নিজেদের শিক্ষাগুলো রেখে না যাওয়াটাও দায়িত্ব এড়ানোর মধ্যে সামিল।
আমরা কেবল পথ দেখতে পারি, সেই পথে চলার সিদ্ধান্ত নির্ভর করে ব্যাক্তি বিশেষের উপরে।

অনেকেই ঠেকে শেখা পছন্দ করে, আবার অনেকে ঠেকে ও শেখে না, তাদের স্বয়ং ভগবান ও তাদের শেখাতে পারবে না।

ব্যাতিক্রম তো সব ক্ষেত্রেই থাকবে, বিষয় তাদের নিয়ে নয়। তাদের নিয়ে ভাবার বিষয় যারা সত্যি নিজেদের সঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে চায় জীবনের পথে।

আজকের সমাজে আবার অন্য একধরনের ব্যাক্তিত্ব দেখতে পাওয়া যায়, যারা সুবিধা অনুযায়ী নৌকা বেছে নেয়।
আমার জানা নেই তাদের ভবিষ্যৎ, এবং জানার সত্যি ইচ্ছে নেই কারণ নীতি কথা বলা এবং সেই পথ অবলম্বন করে চলার মধ্যে বিস্তর পার্থক্য।

যাক জীবন নিজের এবং সিদ্ধান্তও নিজের তবে একজন মানুষ হিসেবে নিজের সামাজিক দায়িত্ত্ব সমাজের নব প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়া।

আজ এখানেই শেষ করলাম আবার চলে আসবো আপনাদের মাঝে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ্ থাকবেন সবাই।

Sort:  

We cannot walk alone.👣 Resteemed your post

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62685.52
ETH 2436.42
USDT 1.00
SBD 2.51