পরিবেশকে বাঁচান, এবং নিজেও বাঁচুন।

in Incredible India2 years ago

IMG_20220511_192923.jpg

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? ভালোই আছেন নিশ্চই। করণার প্রবণতা আবার বাড়ছে কাজেই সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে চলবেন।

আমাদের এখানে প্রশাসন মাস্ক ছাড়া বাইরে বেরোনোতে নিষেধাজ্ঞা জারি করেছে। সমস্যা অন্য জায়গায়, আমি দেখেছি এই ভ্যাকসিন নেবার পর মানুষ যেনো করনাকে পাত্তা না দেবার সিদ্ধান্ত নিয়েছে।

শুধু মানুষ কেনো প্রশাসনের অবস্থাও সেই একই রকম।
সময় সময় করনার গণনা বাড়াচ্ছে, সময় সময় নিজেদের হিসেব মত বাড়িয়ে দিচ্ছে।

কিন্তু আমার এখানে প্রশাসনের চাইতেও সাধারণ মানুষের কাছে আবেদন, আপনারা নিজেদের জন্য এবং নিজেদের পরিবারের স্বার্থে সবরকম সাবধানতা অবলম্বন করে চলুন।

অনেকের একটা ভ্রান্ত ধারনা রয়েছে যে, ভ্যাকসিন নেবার পর করোনা নিজের ছোবল আমাদের উপরে বসাতে পারবে না।

IMG_20220503_144931.jpg


IMG_20220419_203012.jpg


IMG_20220419_205014.jpg

কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়, যাতে করোনা আক্রান্ত হলে আমাদের শারিরীক সেই সক্ষমতা থাকে যার দ্বারা আমরা এই অদৃশ্য শত্রুর সাথে লড়াই করতে পারি।

জীবনটা নিজের তাই সতর্কতা টাও নিজের থাকাটা প্রয়োজন।

যাক এই গেলো সাবধানতার কথা, এইবার আসি আজকের ছবির বিষয়।
আজকের ছবিগুলো যদিও এই বিষয়ের উপরে কেন্দ্র করেই আপনাদের সাথে ভাগ করে নিয়েছি।

কখনো কখনো আমার মনে হয় এই মহামারী প্রকৃতির প্রতিশোধ মানব সমাজের প্রতি।
তাইতো নিজের সত্তা ফিরে পাবার জন্য মানব জাতিকে গৃহ বন্দী করে, খুলে দিয়েছে পশু পাখির বন্ধন।

যে নদী গুলো আবর্জনা দিয়ে ভোরে দিয়েছিল মানুষ, তাকেই পরিশুদ্ধ করে তুলেছে প্রকৃতি।

কাজেই, আমাদের এইবার ভাবার বিষয় যে, প্রকৃতি নিঃশব্দে তার প্রতিবাদ চালিয়ে যেতে পারে এবং সেটাই সে করে চলেছে বিগত বছরগুলোয়।

অবশেষে বলতে চাই, নিঃস্বার্থ ভাবে যে প্রকৃতি আমাদের সবকিছু যোগান দিয়ে গেছে, তার কথা এইবার একটু ভাবুন। নইলে পরবর্তীতে কিছুই আর অবশিষ্ট থাকবে না এই পৃথিবীতে না আপনি ও আপনার ভবিষ্যৎ প্রজন্ম আর না আমি আর আমার ভবিষ্যৎ প্রজন্ম।

ভালো থাকবেন সবাই, আজ চললাম।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64400.33
ETH 3140.71
USDT 1.00
SBD 3.93