বিভিন্ন সময় তোলা হরেক রকম ফুলের ছবি।

in Incredible India2 years ago

IMG_20221208_193014.jpg

প্রিয় বন্ধুরা,
সকলকে বৃহস্পতিবারের সন্ধ্যেয় শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি।
আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সময় সময় তোলা কিছু ফুলের ছবি।

আশাকরি ছবিগুলো আপনাদের ভালো লাগবে, ছবিগুলোর দ্বারা আমি আজ আপনাদের আজকে বোঝাতে চাই জীবনে আমরা বিভিন্ন সময় নানা রঙের সমতুল্য অভিজ্ঞতা এবং পর্যায়ের মধ্যে দিয়ে যাই।

কখনো ঝরে পড়া ফুলেদের মত যখন কাছের মানুষদের আমরা হারিয়ে ফেলি, কখনো অসময় আবার কখনো সময়, তখন মনে হয় কিসের এত অহংকার, কিসের দম্ভ, সত্যি তো সব পিছনে পরে থাকবে।

মুহূর্তের লোভ মানুষকে কত নিচে নামিয়ে দেয়, অকারণে ছোটো করি আমরা কত মানুষকে, কিন্তু সেই মানুষগুলো যখন আমাদের ছেড়ে চির বিদায় নেয়, তখন আমরা বুঝতে পারি, সেই ঝরে পড়া ফুলের মত মানুষগুলোর সাথে কত অন্যায় আচরণ আমরা করেছি।

IMG_20221208_193032.jpg


IMG_20221208_193224.jpg

ক্ষমা চাইবার সুযোগ পর্যন্ত কখনো কখনো পাওয়া যায় না, এবং সেই সময় নিজের মধ্যের অপরাধ বোধ আমৃত্যু পিছন ছাড়ে না।

জানিনা আপনাদের মধ্যে কেউ কখনো এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কি না, তবে দুর্ভাগ্যবশত আমি এরকম অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আজও যাচ্ছি।

কাজেই কখনো যদি অনুভব করেন কারোর প্রতি নিজে অন্যায় আচরণ করেছেন, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন, কারণ না সময় কারোর জন্য বসে থাকে আর না মানুষ বা পরিস্থিতি।

কাজেই নিরিবিলিতে বসে থাকা অবস্থায় যখন সেই মানুষগুলো এবং তাদের মুখ চোখের সামনে ভেসে ওঠে তখন নিজেকে সামলানো বড়ো দায়।

অনেক ঋণ পরিশোধ যোগ্য হলেও, অপরাধ বোধের ঋণ কখনই মেটে না, এক মুহূর্তের বাজে কথা, বাজে ব্যবহার তাড়া করে বেড়ায় সবসময়।

IMG_20221208_193144.jpg


IMG_20221208_193125.jpg

যারা আমাদের প্রকৃত অর্থে ভালোবাসে তারা অনেক সময় কটু কোথাও মুখ বুজে সহ্য করে নেন, কিন্তু তার মানে এটা নয় যে তাদের মন বলে কিছু নেই, বা তারা কষ্ট পান না!

পার্থক্য শুধু অভিব্যক্তি প্রকাশের, মুখের কথা আর তীর একবার বেরিয়ে গেলে ফেরত নেওয়া যায় না, তাই সব শিক্ষার পূর্বে আমাদের বাক্ সংযমের শিক্ষা অর্জন করা উচিত।

যতদিন গাছে ফুল ফুটে আছে, যত্ন করতে শিখুন তাদের, আগলে রাখুন দূষণ থেকে।

মুখের কথা লাগে কিনা জানিনা তবে পারতপক্ষে চেষ্টা করবেন কারোর মনের অভিশাপ যেনো জীবনে কখনো আপনার ঝুলিতে জমা না হয়, কারণ সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়।

ভেবে দেখবেন কথাগুলো, এবং জানাবেন আপনাদের অভিমত, আজ এখানেই ইতি এঁকে বিদায় নিলাম, ভালো থাকুন আর ভালো রাখার চেষ্টা করুন আপনার জীবনের মূল্যবান সম্পর্ক গুলোকে।

Sort:  
Loading...
 2 years ago 

@pulook আপনার লেখা পরে আমরা অনেক কিছু শিখতে ও জানতে পারি। তাই আপনার লেখা খুব মন দিয়ে পড়ি। প্রত্যেকটা ফুলের ছবিগুলো খুব সুন্দর ভাবে নিয়েছেন স্যার। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

 2 years ago 

ভালো লাগলো আপনার মতামত জেনে, তবে চেষ্টা করবেন নিজের জীবনে কথাগুলো ফলপ্রসূ করতে।

 2 years ago 

@pulook আপনার তোলা ছবি গুলি অসম্ভব সুন্দর হয়েছে। আসলে সময়ের সাথে সাথে অনেক মানুষ আমাদের জীবন থেকে চলে যায়।

আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61472.96
ETH 2381.86
USDT 1.00
SBD 2.56