আমার দেখা সূর্যাস্ত

in Incredible Indialast year (edited)

যখন বেলা শেষে আধার ঘনিয়ে আসে , পাখিরা সব কলতান শেষে নিজ নীড়ে ফিরে যাওয়ার জন্যে ডানা মেলে দিগন্তরেখা কোনে হারিয়ে যেতে থাকে। একটা ছাই রঙা ভাব প্রকৃতিতে একটা লালচে আবীরের সাথে মিশে আকাশকে রাঙিয়ে তোলে। তখন মনটা কেমন হয়ে ওঠে।

PXL_20230401_115648099.png
আমার তোলা Poco X3 ফোনে সূর্যাস্তের ছবি।

চারদিকে সব একা নিস্তব্ধ হয়ে উঠতে থাকে। শঙ্খের আওয়াজ সন্ধের ঘন্টার সাথে বেজে ওঠে মাগরিবের আজানের সুমধুর সুর।তখন মনে হয় মানুষ বড় একা। মাগরিবের আজানের ধ্বনির মতোই একাকীত্বের একটা সুর মনে একই সাথে বিষন্নতা ও আনন্দের সুর তোলে।

একদিন পথ চলা থেমে যাবে। সব পেরিয়ে নতুন দিন শুরু হবার একটা আভাস থাকে তেমনি জীবনের দুঃখের দিন শেষ হবার আভাস থাকে নতুন করে সুখী হবার সম্ভাবনায়। মানুষ বাঁচে জীবনের আঁচে। বেচে থাকার আকাঙ্খায় মানুষ অনেক কিছুই করে থাকে। তেমনি বেঁচে থাকার মূল মন্ত্র হচ্ছে আশা। সূর্যাস্ত আমাদের মনে নতুন আশা জাগ্রত করে নতুন সূর্য উঠবার প্রতিশ্রুতি রেখে সূর্য অস্তনমিত হয়।

প্রকৃতিতে সব প্রাণিরই নিজস্ব একটা সময় আছে দিনের আলো নেভার সাথে সাথে রাতজাগা প্রাণিগুলো ধীরে ধীরে সক্রিয় হয়। তাদের এই জেগে ওঠা দেখাও আনন্দের। দুরে একটা পেঁচা ডাকে উঠলো কিংবা শেয়াল গুলো গর্ত থেকে বের হয়ে আসছে প্রকৃতির খুব কাছে আমার ঘর হওয়ায় আমি এসব দেখতে পাই আর ভাবি সব কিছুই কতোটা নিয়ম মেনে চলে।

zdenek-machacek-pqYGHW0_od0-unsplash.jpg
Copyright-free photo from Unsplash

আসলে টিকে থাকার মূলমন্ত্রই হলো নিয়ম মেনে চলা। নিয়মতান্ত্রিক ভাবে যেমন সূর্য অস্তনমিত হচ্ছে রাতের জীবন সক্রিয় হচ্ছে তেমনি মানুষের মাঝেও রাতের একটা প্রভাব আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। প্রকৃতির নিজস্ব নিয়মেই সব চলে। যে প্রকৃতির নিয়মেই চলে না প্রকৃতি তার প্রতি বড়ই প্রতিশোধ পরায়ন হয়ে থাকে। তাই সব কিছুইতেই নিয়ম মেনে চলা ভালো।

আমার জানালায় ডুবে যাওয়া সূর্য দেখতে দেখতে পরিপূর্ন মনে প্রকৃতির অনেক বিষয়ই আমি দেখি আর অবাক হই।একটা নির্দিষ্ট ছক বাধা জীবনের মাঝে রোজ কিছুটা সময় প্রকৃতির সাথে কাটানো উচিৎ।তার সৌন্দর্য নিজের মনে ধারন করে স্বর্গীয় সুখ লাভ করাই বুদ্ধিমানের কাজ।

লাল রঙ্গা সূর্যটার সৌন্দর্যের মাঝে যে নতুন দিনের আভাস সেটা থেকে নিজের হতাশা দুর করে নতুন করে সব শুরু করার নতুন আশায় বুক বেঁধে সুখী জীবন যাপন বোধকরি সকলেরই কাম্য।



আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ!

--@promah

Sort:  
 last year (edited)

চারদিকে সব একা নিস্তব্ধ হয়ে উঠতে থাকে। শঙ্খের আওয়াজ সন্ধের ঘন্টার সাথে বেজে ওঠে মাগরিবের আজানের সুমধুর সুর।তখন মনে হয় মানুষ বড় একা। মাগরিবের আজানের ধ্বনির মতোই একাকীত্বের একটা সুর মনে একই সাথে বিষন্নতা ও আনন্দের সুর তোলে।

একদমই ঠিক বলেছেন চারদিকে নিস্তব্ধতার এক শান্ত পরিবেশ সৃষ্টি হয় মাগরিবের আজান দেয়ার সাথে সাথেই মনে হয় চারপাশটা কেন জানি নিস্তব্ধ হয়ে আসে।

আপনার দেখা সূর্যাস্তের যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটা সত্যিই অনেক সুন্দর।

একদমই ঠিক বলেছেন, দিনের বেলায় যে প্রাণীগুলো জেগে থাকে। তারা মাগরিবের আযানের সাথে সাথে নিজেদের বাসস্থানে ফিরে যায়। আবার রাতের বেলায় যে প্রাণীগুলো জেগে থাকে, তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই। নিজেদের কাজে আবার নিয়োজিত হয়ে পড়ে।

প্রত্যেকটা জিনিসই তার নিয়ম মত চলে। নিয়মের বাহিরে কোন কিছুই নয়। আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে, নিজেদের দৈনন্দিন কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ি ঠিক। তেমনি পূর্ব আকাশের সূর্য মামা উঁকি দিয়ে, আমাদেরকে জানান দেয় নতুন দিনের আগমন হয়ে গেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন

#miwcc

আপনার শুভকামনা এবং সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

 last year 

সূর্যাস্ত মানেই হচ্ছে প্রাকৃতিক রুপময় সৌন্দর্যের প্রতিক ৷ এই সূর্যাস্তের ফলে যে আমাদের গ্রাম বাংলায় প্রাকৃতিক রুপ লুকিয়ে রয়েছে সেটা আমরা অনেকই জানি না ৷ হয়তো একদিন যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে সুর্যাস্তের মুহূর্ত টা বুঝতে পারবো ৷

ধন্যবাদ দিদি এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

#miwcc

ঠিকই বলেছেন আপনি। আমরা প্রকৃতির আশ্চর্য সুন্দর রূপ আসলে জানিনা। ধন্যবাদ কমেন্টের জন্য।

 last year 

একদিন পথ চলা থেমে যাবে। সব পেরিয়ে নতুন দিন শুরু হবার একটা আভাস থাকে তেমনি জীবনের দুঃখের দিন শেষ হবার আভাস থাকে নতুন করে সুখী হবার সম্ভাবনায়। মানুষ বাঁচে জীবনের আঁচে। বেচে থাকার আকাঙ্খায় মানুষ অনেক কিছুই করে থাকে। তেমনি বেঁচে থাকার মূল মন্ত্র হচ্ছে আশা। সূর্যাস্ত আমাদের মনে নতুন আশা জাগ্রত করে নতুন সূর্য উঠবার প্রতিশ্রুতি রেখে সূর্য অস্তনমিত হয়।

একদম ঠিক বলেছেন আপনি যে দিনটি পেরিয়ে যায় তারপরে দিনটি মানুষের দুঃখের দিনটি কাটতে পারে এমন একটি শান্তনা নিয়ে মানুষ বেঁচে থাকে।

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

#miwcc

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। আশায়ই তো বসতি আমাদের।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

Bonitas imágenes gracias por compartir

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60984.38
ETH 3379.71
USDT 1.00
SBD 2.47