Steem engagement challenge-S10/W5| The three significant reasons behind environmental pollution.

in Incredible Indialast year (edited)
20230705_010026_0000.png Edited by Canva

Hello Friends,

চমৎকার একটি টপিক, আমি খুবই আনন্দিত পরিবেশ দূষণের এই টপিকে নিজের অভিমত ব্যক্ত করার সুযোগ পাওয়ার জন্য। আমি আমার এই আনন্দঘন মুহূর্তে নিমন্ত্রণ জানাচ্ছি, @steemdoctor1 @eglis @nahela @sailawana এবং @wirngo সহ অন্যান্য সকল স্টিমিয়ান বন্ধুদের।

What are the three significant reasons behind environmental pollution? Describe.

পরিবেশ দূষণের উল্লেখযোগ্য তিনটি কারণ:-

water-pollution-with-plastic-bags-ocean_1308-40525.webpsource

মাটিদূষণ:- প্রকৃতির সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি হচ্ছে মাটি। বিভিন্নভাবে প্রতিনিয়ত আমরা মাটিকে দূষিত করছি। বিশেষ করে প্লাস্টিক যেটা মাটির জন্য খুব খুব বেশি ক্ষতিকারক। কোনো কাজের জন্য আমরা প্লাস্টিক ব্যবহার করি এবং সেটিকে কাজ শেষে মাটিতেই ফেলে দিচ্ছি। প্লাস্টিক এতটাই খারাপ যে প্লাস্টিক যদি মাটির নিচে থাকে তার উপরে কোনো গাছপালাও জন্মাতে পারেনা। এটার জন্য পরিবেশ দূষিত হয়।

বায়ুদূষণ:- পরিবেশের গুরুত্বপূর্ণ একটি উপাদান বায়ু, এই বায়ু দূষিত হলে পরিবেশের ওপর প্রভাব পড়ে। বর্তমান অবস্থায় বিভিন্ন কারনে বায়ু দূষিত হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের জন্য।

জলদূষণ:- পরিবেশের আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান জল। জলের উপর প্রাণীকুলের অস্তিত্ব নির্ভর করে। কিন্তু সেই জল যখন অপরিষ্কার অপরিচ্ছন্ন ও গন্ধযুক্ত হয়, তখন তাকে আমরা দূষিত জল বলে থাকি। এটাও পরিবেশ দূষণের জন্য দায়ী।

একটা পরিবার গঠনের জন্য যেমন সেখানে দম্পতি ও সন্তান-সন্তানাদি আবশ্যক, ঠিক তেমনি পরিবেশের সদস্য এই মাটি, বায়ু ও জল। পরিবেশের এই গুরুত্বপূর্ণ উপাদান গুলোর মধ্যে কোনো একটি যদি দূষিত হয়, তাহলে সেটার প্রভাব পরিবেশের উপর পড়ে। আর তখনই পরিবেশ দূষিত হয়।

How can we prevent environmental pollution?

আমরা যেভাবে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে পারি:-
প্রথমত, বায়ুদূষণ প্রতিরোধ:- বায়ু দূষণ খুবই গুরুত্বপূর্ণ আর এটাকে প্রতিরোধ করার জন্য প্রথমেই আমাদের কার্বন ডাই অক্সাইড হ্রাসের চিন্তাভাবনা করতে হবে। যেহেতু বায়ু শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, তাই এটার জন্য অন্যভাবে পরিকল্পনা করতে হবে।

  • বর্তমান যুগ প্রযুক্তির যুগ, তাই উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষিত গ্যাসকে নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • জ্বালানি ব্যবহারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে যতটা সম্ভব নিজেদেরকে বিরত রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা বিকল্প জ্বালানি ব্যবহার করতে পারি।

  • আমরা বন সৃষ্টি করতে পারি। অর্থাৎ আমাদের সাধ্যমত গাছপালা রোপনের মাধ্যমে এটা করা সম্ভব।

  • কল কারখানাতে দেখা যায় যন্ত্রপাতির বিকট শব্দ হয়। কলকারখানা চালু রেখে এই বিকট শব্দ প্রতিরোধ করার জন্য আমরা উন্নত প্রযুক্তির সাহায্য নিতে পারি।

  • উচ্চ স্বরে মাইকিং করা হয় অনেক সময়। এ বিষয়ে প্রচার-প্রচারণার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

  • এছাড়া অনুন্নত ইঞ্জিন যানবাহনে ব্যবহার করলে প্রচুর পরিমাণ শব্দ সৃষ্টি হয়। এক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে যেটা আপনাদের অনুরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • আমাদের কথা বলার ধরনের জন্যও শব্দ দূষণ হয়। মোটামুটি নিজেকে নিয়ন্ত্রণে রেখে যদি আমরা মৃত সাড়ে কথা বলি তাহলে শব্দ দূষণ প্রতিরোধ করা যেতে পারে।

  • মোটরযানের সাইলেন্সার পাইপ ঠিক রেখে, শব্দ দূষণ প্রতিরোধ করা যায়।

  • প্রতিষ্ঠান ও হাসপাতালের সামনে হর্ন বাজালে, পড়ালেখা ও রোগীদের বিশ্রামের ব্যাঘাত ঘটে। এ সকল স্থানে হর্ন না বাজানো শব্দ দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জলদূষণ প্রতিরোধ:-

  • প্রযুক্তিগতভাবে জল পরিশোধন ও উন্নত প্রযুক্তির সাহায্যে প্লান্ট বসিয়ে কল কারখানা, হাসপাতাল, পৌরসংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের দূষিত জল আবর্জনা কে দূষণ মুক্ত করে নদী ও সমুদ্রে নিষ্কাশন করতে হবে।

  • কৃষি জমিতে রাসায়নিক কীটনাশক ও সার ব্যবহারের পরিমাণ কমালে, কৃষি জমি থেকে ধুয়ে আসা জল দূষণ কম করবে।

  • তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে উচ্ছিষ্ট উত্তপ্ত জল ফেলে দেওয়া হয়, সেটিকে ঠান্ডা করে নদীতে বা সমুদ্র ফেলতে হবে।

  • খনিজ তেল উত্তোলন করার সময় বা স্থানান্তর করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই নদীতে ছড়িয়ে না পড়তে পারে।

  • নদীতে সরাসরি ভাবে ময়লা কাপড় ধৌত করা বা আবর্জনা ফেলা ও গবাদি পশু স্নান করানো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।

Share your opinion on how environmental pollution impacts all living creatures, including humans.

can-t-brea-man-wearing-respiratory-protection-mask-against-air-pollution-dust-particles-exceed-safety-limits-because-fuming-factories_155003-41853.webpsource
  • বিশেষ করে পরিবেশ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। রোগ জীবাণুর প্রভাব লক্ষণীয়। নিত্যনতুন রোগব্যাধি দেখা যায়।

  • পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে সূর্যের ক্ষতিকারক রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করতে পারে। এটা মানুষের শরীরের জন্য চর্মরোগ সৃষ্টি করে। এমনকি ভয়ানক জন্ম ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায় মানুষজনকে।

  • পরিবেশ দূষণের ফলে প্রকৃতি তার ভারসাম্য হারায়। যার ফলে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের ঘনঘন আগমন ঘটে।

  • অতিরিক্ত করা ও অনাবৃষ্টি ও অতি বৃষ্টি দেখা যায়। যার ফলে কৃষি ক্ষেত্রে ফসল উৎপাদন ব্যাপকভাবে বাধাগ্রস্থ হয়। উৎপাদন বাধাগ্রস্থ হওয়া মানে সারা পৃথিবীর মানুষের উপর খারাপ একটি প্রভাব ফেলা।

Have you ever taken part to keep your environment clean?

plant-growing-ground_1150-19317.webpsource

হ্যাঁ আমি নিজেও পরিবেশ দূষণমুক্ত করতে বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে অংশগ্রহণ করেছি। বিশেষ করে প্রতিদিন আমি আমার বাড়িতে গাছের পরিচর্যা করি। আবার বর্ষাকালের সময় জুন জুলাই মাসে গাছ রোপন করি।

পরিবেশ শিক্ষার ক্ষেত্রে গাছের পরিচর্যা ও গাছ রোপন করা থেকে বেশি ফলপ্রসূ বলে আমার মনে হয়। তাছাড়া পরিবেশ দিবস জুন মাসের পাঁচ তারিখে পালিত হয় আমাদের দেশে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানে এটি অনুষ্ঠিত হয়।

যেখানে সরকারি হবে সরকারি উদ্যোগে বৃক্ষ রোপন করা হয় এছাড়া প্রতিষ্ঠান উচ্ছিষ্ট আবর্জনা ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা হয়। তাছাড়া এই দিনে প্রথম বৈঠকের মত আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে আমি নিজেও উপস্থিত থাকি।

Share one message that all humans should keep in their mind;to keep the environment healthy.

আমরা যেমন একটি নির্দিষ্ট ঘরে বসবাস করি, ঠিক তেমনি পৃথিবীর সকল জীবন্ত জীবের জন্য পৃথিবী ঘর স্বরূপ। আমরা যেমন নিজেদের ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনি পৃথিবীকে দূষণমুক্ত রাখতেও একইভাবে কাজ করতে হবে।

নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাটা খুবই জরুরী। কারণ একার পক্ষে কোনো কিছুই সম্ভব না। তবে প্রত্যেকে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে পরিবেশ দূষণমুক্ত করার চেষ্টা করি, তাহলে পরিবেশ দূষণমুক্ত থাকবে।

Sort:  
 last year 

Claro amigo tanto el suelo, como el agua y el aire forman una trilogía del medio ambiente y si estos están contaminados entoces el ambiente está contaminado, por ende nuestra salud y la de los animales está en riesgo, es lamentable pero por la avaricia del dinero grandes industrias lanzan sus desechos al agua sin importar que están dañando el medio ambiente, debemos evitar lanzar desechos nosotros mismos porque así como mantenenos limpia nuestro casa debemos tratar de mantener limpio el medio ambiente me gustó mucho este mensaje mucha suerte en tu participación

Anda menjelaskan dengan sangat detail. Saya salut dengan deskripsi yang anda berikan, dan juga aktivitas anda menanam pohon setiap bulan Juni dan Juli. Itu adalah aktivitas yang baik.

Sukses untuk anda!

Posted using SteemPro Mobile

Sebagian besat penyebab polusi dan keruskan lingkungan adalah akibat ulah manusia itu sendiri. .
Terunakasih atas undangan kontesnya.
Semoga Sukses untuk kontes di minggu ini.

Salam

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে, পরিবেশ দূষণের জন্য উল্লেখযোগ্য কয়েকটি কারণ তুলে ধরছেন বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্লাস্টিক। আধুনিক এই যুগে প্লাস্টিকের ব্যবহার অতিমাত্রায় বাড়ার কারণে যেখানে সেখানে মাটিতে আমরা প্লাস্টিক জিনিসপত্র ফেলে দি ই আপনার সাথে এই বিষয়ের উপর সহমত পোষণ করছি। ঠিক একইভাবে নদীর পানিতে মিশে আছে প্লাস্টিক এই প্লাস্টিকের কারণে দেশীও বিভিন্ন জাতের মাছ বিলুপ্ত হতে চলেছে।

Loading...

You mentioned three major causes of environmental pollution: soil pollution, air pollution, and water pollution. I couldn't agree more! Soil pollution, especially due to plastic waste, is a real problem. It's crazy how harmful plastic can be for the soil. People just toss it on the ground after using it, and that messes everything up. No wonder plants can't grow properly when they're surrounded by plastic. Plus, I really liked your message about keeping the environment healthy. We should treat the Earth just like we treat our own homes. If each of us actively participates in making our environment pollution-free, we can create a significant impact. Good luck in the contest! 😊

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33