Steem engagement challenge-S10/W4| Do you think advanced technology somehow hampers our natural thought process?
Edited by Canva |
---|
Hello Friends,
বর্তমান যুগ-প্রযুক্তির যুগ। উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মাঝেমধ্যেই শুধুমাত্র উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি।
সকল দিক বিচার-বিশ্লেষণ করলে দেখা যাবে সময়োপযোগী একটি বিষয় নির্ধারণ করেছে কমিউনিটি কর্তৃপক্ষ। আমি খুবই আনন্দিত সিজন-১০ এর চতুর্থ সপ্তাহে, এরকম একটি বিষয়বস্তুতে নিজের অভিমত প্রকাশ করার সুযোগ পেয়েছি।
|
---|
অবশ্যই আমি মনে করি উন্নত প্রযুক্তি আমাদের বুদ্ধিমত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা দিন দিন নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলছি এই উন্নত প্রযুক্তির জন্য। উন্নত প্রযুক্তির সুযোগ সুবিধা গুলো গ্রহণ করতে করতে নিজেদের বুদ্ধিমত্তা অকেজো করে ফেলছি।
উন্নত প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে আমরা স্বল্প জায়গার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলছি। যার ফলে বাইরের পরিবেশ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। এটা একটা মানুষের সৃজনশীলতা কমিয়ে ফেলে অর্থাৎ বুদ্ধিমত্তার যে ক্ষমতা, তা হ্রাস করে অনেক ক্ষেত্রে।
উন্নত প্রযুক্তির উপর নির্ভর করার কারণে আমরা অনেক সময় সঠিক কে ভুল আর ভুলকে সঠিক বলছি। এক্ষেত্রে আমরা বুদ্ধিমত্তার ব্যবহার মোটেই করছি না। আমাদের মেধা এমন একটা জিনিস যেটাকে যত বেশি চাপ দেওয়া হবে তত বেশি সে অর্জন করবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে আমাদের মেধা কে আমরা কাজে লাগাচ্ছি না।
|
---|
Edited by Canva -source |
---|
উন্নত প্রযুক্তির উপর শতভাগ নির্ভর করা কখনোই উচিত না। অবশ্যই আমরা এখন উন্নত প্রযুক্তির যুগে আছি। তাই প্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে। এমনকি কাজের ক্ষেত্রে আমরা উন্নত প্রযুক্তির ব্যবহারও করব।
হ্যাঁ, তবে অবশ্যই যে বিষয় নিয়ে আমরা কাজ করবো, সেই বিষয়টা সম্পর্কে নিজেকে যথেষ্ট দক্ষ করে তুলতে হবে। অন্যথায় আমরা যদি প্রযুক্তিকে ভুল নির্দেশনা দেই, তাহলে প্রযুক্তি আমাদেরকে ভুল পথে পরিচালিত করবে।
উন্নত প্রযুক্তি আবিষ্কার করেছে মানুষ। আর সেই পদ্ধতিকে পরিচালিত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি আমরা। প্রযুক্তির কিন্তু নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই মানুষের যেরকমটা আছে। তাই সহজ হিসাব এটাই যে মানুষের বুদ্ধিমত্তা অতুলনীয়। প্রযুক্তির সাথে তাকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না।
সর্বপ্রথম আমাদের নিজস্ব বুদ্ধিমত্তাকে প্রাধান্য দেওয়া উচিত। হয়তো একটু সময় সাপেক্ষ হবে, কিন্তু একটা মানুষ নিজের বুদ্ধিমত্তা দিয়ে যদি কোন কাজ করে সেটা অবশ্যই প্রযুক্তি থেকেও কম নিখুঁত হয় না। বরং আমি মনে করি একটা মানুষ যদি যথাযথভাবে তার মস্তিষ্ক খাটিয়ে কোনো কাজ করে, উন্নত প্রযুক্তি ব্যবহারের থেকেও ভালো ফলাফল পাওয়া সম্ভব।
অবশ্যই আমাদেরকে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, অন্যথায় আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারব না। অন্যান্য দেশের বা অন্যান্য মানুষের তুলনায় আমরা পিছিয়ে পড়বো যদি উন্নত প্রযুক্তি ব্যবহার না করি। তবে অবশ্যই যে বিষয়টার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করব সেই বিষয়টা সম্পর্কে যথার্থ জ্ঞান রাখতে হবে।
|
---|
যে কারণে আমি উন্নত প্রযুক্তির বিরুদ্ধে:-
আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে, উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে বেশ বিভ্রান্তির স্বীকার হয়েছি কয়েকবার। ধরুন আপনি আপনার মাতৃভাষাতে কোনো বিষয় সম্পর্কে লিখছেন, সেই লেখাটা সম্পূর্ণ আপনার নিজস্ব।
কিন্তু উন্নত প্রযুক্তির বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটাকে যখন চেক করা হচ্ছে যে আপনি কোথাও থেকে নিয়েছেন কিনা বা এটা অনলাইনের কোথাও আছে কিনা! তখনই সকল সমস্যা আবির্ভূত হচ্ছে।
তবে এই সমস্যাটা হওয়ার কথা না যে ব্যক্তি এটি পর্যবেক্ষণ করছেন, যদি তিনি তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এ বিষয়টি চেক করেন। কারণ একটা মানুষের নিজস্বতা বলে একটা বিষয় আছে। একটা মানুষের লেখা পড়লে বুঝা যায় এটা আসলে সে কি অনলাইন থেকে নিয়েছে নাকি নিজেই লিখেছে।
এক্ষেত্রে উন্নত প্রযুক্তি দেখা যায় সকল ভাষা সঠিকভাবে সনাক্ত করতে পারে না। কারন আমার জানামতে পৃথিবীর ছয়টি আন্তর্জাতিক ভাষা রয়েছে। তাদের মধ্যে ইংরেজিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। যদিও কম্পিউটার বিষয়ে আমার কম ধারণা আছে আরো কোনো ল্যাঙ্গুয়েজে থাকতে পারে এটার সাথে।
তবে এটা আমি নিশ্চিত যে বাংলা ভাষা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ওইভাবে কোথাও নেই। সেই ক্ষেত্রে দেখা যাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যদি আমরা বাংলা ভাষা চেক করতে চাই, তাহলে সমস্যার মুখোমুখি হতে হবে।
উন্নত প্রযুক্তির বিরুদ্ধে যাওয়ার আরো একটি কারণ আপনাদের বলি। গতকাল আমি যখন বুমিংয়ের জন্য পোস্ট চেক করি, তখন দেখি একজন স্টিমিয়ান তিনটি সমর্থন পেয়েছেন। কিন্তু আমার জানা মতে ওই স্টিমিয়ান তিনটি সমর্থন পাবে না।
screenshot |
---|
আমি আর বিলম্ব না করে উন্নত প্রযুক্তি থেকে বেরিয়ে নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়েছিলাম। এবং ওই ব্যক্তির একাউন্টে প্রবেশ করে তার দশ দিনের নোটিফিকেশনগুলো চেক করলাম। আমি যেমনটা ভেবেছিলাম, সেটাই হলো। একাউন্টে দেখলাম বিগত সাত দিনে তিনি দুটি সমর্থন পেয়েছেন।
তাহলে এক্ষেত্রে আপনারাই বলুন আমি আসলে কোনটাকে বেছে নিতে পারি? অবশ্যই আমি উন্নত প্রযুক্তিকে এড়িয়ে গিয়ে, বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিবো।
|
---|
উন্নত প্রযুক্তির সুবিধা:
উন্নত প্রযুক্তির সব থেকে গুরুত্বপূর্ণ এবং উপকারী সুবিধা সারা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়।
উন্নত প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থায় এনেছে আমূল পরিবর্তন।
মানুষের জনজীবন কে করেছে সহজ ও আরামদায়ক।
উন্নত প্রযুক্তির অবদানের জন্য আজ আমি এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছি। যেখান থেকে আমার অর্থ উপার্জনের পাশাপাশি সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলা ও তাদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে।
চিকিৎসা ক্ষেত্রে এনেছে ব্যাপক পরিবর্তন। অনেক বড় বড় রোগের চিকিৎসা উন্নত প্রযুক্তির জন্য হয়েছে সহজ।
কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার, ফসল উৎপাদনকে ত্বরান্বিত করে।
উন্নত প্রযুক্তির অসুবিধা:
সবথেকে বড় অসুবিধা হচ্ছে বর্তমান শৈশবে থাকা শিশুরা মানসিক ও শারীরিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্মার্টফোন হাতে পেলেই যেনো তারা সব কিছু ভুলে যায়। শিশুদের মেধা শক্তি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশুদের মেধা বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে।
উন্নত প্রযুক্তির জন্য কিছু দুষ্কৃতিকারী মাথা ঝাড়া দিয়ে উঠেছে। এটা হয়তো গোটা বিশ্ববাসী টি জানা যে "নাসা" একবার হ্যাক হয়েছিল।
উন্নত প্রযুক্তিতে আমাদের তথ্য নিরাপদ না।
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে শিশুরা। শিশুরাই যেখানে উন্নত প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে সেখানে এর থেকে বেশি ক্ষতি করার কিছু হতে পারে না। আমি মনে করি একটা উন্নত জাতি ভবিষ্যতে এই উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীলতার কারণে বুদ্ধিজীবী হারাতে পারে।
Saludos gran amigo piya3.
Muchas gracias por la invitación a este reto.
Personalmente pienso que el problema no radica en la tecnología avanzada sino en su mal uso, la tecnología nos ayuda a avanzar, a realizar nuevos descubrimientos y a superarnos como especie dominante, pero claro que cuando se da un mal se crean problemas como dependencia y alteraciones en nuestro cerebro, por eso es importante educar a los niños en el buen uso de esta.
Éxitos amigo, bendiciones.
Thank you so much for your valuable and meaningful words.
Sin duda alguna que a tecnología nos beneficia mucho pero no debemos abusar de su uso, hoy dia la inteligencia artificial está avanzando a pasos agigantados en casa de mi hermana hay uno y simplemente le hablas y te realiza una búsqueda de información variada, y esto no ayuda en nada a trabajar ninguno de los hemisferio de nuestro cerebro, la tecnología tiene muy buenas ventajas, pero tambien tiene sus desventajas, muchas gracias por invitarme a participar te deseo mucha suerte en tu participación
Saludos amigo
La tecnología la usamos desde tiempos remotos si nos damos cuenta la tecnología cada día avanza más y obviamente que habrán aplicaciones que nos dejen sin palabras por todo lo que van a lograr hacer y cada día usamos tecnología avanzada en nuestra cotidianidad para realizar todo tipo de labores empezando por los teléfonos celulares las computadoras los electrodomésticos de alta tecnología en fin son muchas las cosas que hoy en día nos presentan tecnología al alcance de la mano pero el problema realmente radica es en el mal uso que se le dé a todas este tipo de aplicaciones y herramientas donde la tecnología es la principal protagonista.
Porque si bien es cierto que existen las herramientas y las aplicaciones no podemos dejarnos llevar solo por ella es necesario que apliquemos raciocinio y desarrollemos nuestro intelecto con pensamientos inteligencia y sobre todo creatividad. No podemos permitir que nos sea arrancada nuestras función Única de pensamiento.
Fue un placer leerle buena suerte
I also agree with you. Technology is somehow blocking our brain from thinking. Due to the use of technology we are becoming lazy day by day. We rely on technology for any task. It is not convenient for us. I think that without relying entirely on technology, You should develop your own thinking. This will enable us to use our technology properly and keep our brains active. You have presented the technology very well.The advantages and disadvantages of the technology are well presented. Wishing you success in this competition.
Take love from solaymann 💚
Thank you so much my dear lovely big brother for your meaningful words. I appreciate your opinion.
Estimado amigo comparto tu criterio la tecnología avanzada es una necesidad pero que hace un flaco favor sobre todo a la creatividad y esto podemos verlo actualmente en niños quiénes han perdido la capacidad de crear juegos entre ellos para divertirse y ahora solo dependen de un dispositivo móvil para su entretenimiento. Te deseo éxitos y bendiciones.