Steem engagement challenge-S10/W2| I love to take the interview of Elon Musk.

in Incredible Indialast year (edited)
20230612_114702_0000.png
Edited by Canva -source

Hello Everyone,

শুভ সকাল,

কেমন আছেন সবাই?কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি শীর্ষক ও বিষয়বস্তু সিজন-১০ এর দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করার জন্য।

এমন তিনজন বিখ্যাত ব্যক্তিকে তুলে ধরা হয়েছে, যাদের জীবন সংগ্রাম গোটা বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা। যাদের সফলতা বয়ে এনেছে এই পৃথিবীর বুকে, মঙ্গলময় পুষ্পবৃষ্টি।

এনাদের মধ্যে আমি ইলন মাস্ক কে অনুকরণ ও অনুসরণ করতে বেশি পছন্দ করি। যার প্রতিটি কার্যক্রমে আমি খুঁজে পাই, এক অদম্য সাহস, পরিশ্রম ও সফলতার ঘ্রাণ।

Elon Musk, Bill Gates, and Jeff Bezos- Whom would you like to choose for an interview and why(describe the reason for selection)?

rocket-2999577_1280.jpgsource

অবশ্যই আমি এরকম কোনো সুযোগ পেলে, ইলন মাস্ক'কে বেছে নিতে চাই।

যে কারণে আমি ইলন মাস্ক কে বেছে নিয়েছিঃ
কারণ বলতে গেলে অবশ্যই ইলন মাস্ক সম্পর্কে কিছু কথা বলতেই হবে। ইলন মাস্ক সম্পর্কে আমার জানা কিছু তথ্য এখন আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।

উদ্দ্যোক্তা শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। ইলন মাস্ক পৃথিবীর অন্যান্য সফল উদ্যোক্তাদের মতোই একজন ব্যক্তিত্ব । তবে অন্যান্য সফল উদ্যোক্তাদের একটা গন্তব্য আমি উপলব্ধি করতে পারি।

এই দিক বিবেচনা করলে, ইলন মাস্ক অন্যান্যদের থেকে ব্যতিক্রম। ইলন মাস্ক এর বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। স্বপ্ন দেখে যিনি ক্ষান্ত হননি, বরং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ভালবাসেন। তিনি হলেন এই ইলন মাস্ক।

তিনি এতোটাই পরিশ্রমী ছিলেন, মাত্র দশ বছর বয়সে নিজে নিজে কম্পিউটার প্রোগ্রামিং করতে পারতেন। মাত্র বারো বছর বয়সে"ব্লাস্টার" নামক একটি ভিডিও গেম তৈরি করেছিলেন।

এই ভিডিও গেমটি পাঁচশত ডলারে বিক্রি করেছিলেন। এটাই ছিল ইলন মাস্ক এর প্রথম উপার্জন। এরপর জিপ২, পেপ্যাল, প্রসেস এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা এই ইলন মাস্ক। তবে এটা একদিনে হয় নি।

প্রথমে সফলতা আসেনি, তবে ইলন মাস্ক কখনো হাল ছাড়েনি। তার নিজের প্রচেষ্টার ও যথেষ্ট বিশ্বাস ছিল। অবশেষে সফলতাও আসল। রকেট সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না।

কিন্তু একটা সময় তার এই প্রচেষ্টা তাকে রকেট বিজ্ঞানীদের কাতারে দাঁড় করিয়েছিল, এমনকি তাদের থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এমনকি বাংলাদেশের যে স্যাঠেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, সেটিও ইলন মাস্ক এর কোম্পানির।

ইলন মাস্ক সম্পর্কে এতো কথা বলার একটাই উদ্দেশ্য, একটা মানুষ তিনি গোটা পৃথিবীতে বিখ্যাত তার কাজে জন্য। একটি নয় বরং একাধিক সফলতা, আর এটাই জন্যই তিনি আমার কাছে এক সাফল্যের আদর্শ।

আমার একটা সময় মনে হতো চাকরির জন্য অনেক পড়তে হবে। অন্য কিছুতে মনোনিবেশ করা যাবেনা। কিন্তু ইলন মাস্ক এর কর্মকান্ড আমাকে উৎসাহিত করেছে।

যার ফলে আমি স্টিমিটে ও সঠিকভাবে কাজ করতে পারছি।বিগত ইং ০৬/০৬/২০২৩ আমার বাংলাদেশ সিভিল সার্ভিস(বি সি এস) প্রাথমিক ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষাতে আমি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি। এই পরীক্ষার ভালো ফলাফল সবথেকে বড় অর্জন এবং বাংলাদেশের জন্ম প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার সুযোগ।

Which three guarantee questions would you like to ask during the interview? Give reasons behind those questions.

অবশ্যই আমি ইলন মাস্ক কে তিনটি প্রশ্ন করতে চাই ‌।

✓বই কেন তার সেরা বন্ধু ছিল?
✓ একের পর এক অভিনব আবিষ্কারের রহস্য/কারণ কি?
✓বিশ্ববাসীর জন্য তার পরবর্তী আবিষ্কার কি? এবং কেন?

আমি লক্ষ্য করেছি তার শৈশবে পড়াশোনার প্রতি আগ্রহ। যেটা তাকে এব-নরমাল হিসেবে পরিচিতি প্রদান করেছিল। যার জন্য তাকে হাসপাতালে যেতে ও হয়েছিল। কিন্তু তিনি কখনো বইয়ের থেকে নিজেকে আলাদা রাখেননি।

প্রতিটা কাজের পেছনে মানুষের কিছু না কিছু উদ্দেশ্য থাকে। অবশ্যই আমি তার কারণ বা উদ্দেশ্য জানতে চাই। হয়তোবা তার থেকে পাওয়া তথ্য আমার মধ্যেও বিভিন্ন কাজের উৎসাহ যোগাবে।

পৃথিবীর জন্য তার পরবর্তী চিন্তাধারা সম্পর্কে আমি জানতে চাই। কারণ আমি তার থেকে একটা জিনিস গ্রহণ করতে চাই, আসলে তার চিন্তার তারা কতটা সুদূর প্রসারী।

হয়তো ইলন মাস্কের চিন্তাধারা বোঝার মত শক্তি আমার মত সাধারন মানুষের নেই। তবে কিছুটা অর্জন করা সম্ভব।

Which would be the one suggestion you would like to take from your selected person? Describe the reason, how that suggestion would assist you in your life.

futuristic-7586902_1280.webpsource

হ্যাঁ, আমি ইলন মাস্ক এর থেকে একটা পরামর্শ নিবো যে কিভাবে পরিকল্পনা করা উচিত। কারণ ইলন মাস্ক এর আবিষ্কার করা প্রতিটি বিস্ময় মানুষ প্রথমে গ্রহণ করেনি। কিন্তু তিনি হাল ছাড়েননি।

অবশেষে যখনই সর্ব সম্মুখে এসেছে, সেই না বলা মানুষ গুলোই আগে এই আবিষ্কারের ব্যবহার শুরু করেছে। এ ক্ষেত্রে ইলন মাস্ক এর ধৈর্য্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করতেই হবে।

তার এই ধৈর্য্য এবং একাগ্রতাকে আমিও আমার বাস্তব জীবনে কাজে লাগাতে চাই। শুধু মাত্র নিজের জন্য নয়, বরং আমার দেশকেই কিছু দিতে চাই। সবার কল্যাণ বয়ে আনার মন্ত্রটা আমি মনে প্রাণে ধারণ করতে চাই, ইলন মাস্ক এর আদর্শ নিজের মধ্যে ধারণ করে সামনে এগোতে চাই।

উপসংহারঃ

অবশ্যই কারো সফলতা হতে পারে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তিনি যে কেউ হতে পারে। তবে কাউকে না কাউকে অনুকরণ করেই হয়। তবে শুধুমাত্র সফলতা নয়, সেই সফল মানুষটার সফলতার পেছনে লুকিয়ে থাকা পরিশ্রমকে অনুকরণ করতে হবে।

@gabrielagg
@wirngo &
@suboohi

প্রিয় বন্ধুগণ,

আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আর অধীর আগ্রহে অপেক্ষা করবো, আপনাদের অভিমত সম্পর্কিত লেখা পরিদর্শনের জন্য।

Sort:  
¡Congratulations! This post has been upvoted through -steemcurator07. We support quality posts, and good comments anywhere, with any tags.
PicsArt_05-29-09.43.25.jpg
Curated by :<@solaymann>
 last year 

Thank you so much for your support.

Any sentence about Elon Musk becomes amazing but your statement makes them more alive. Elon Musk has given many facts which are really unbelievable. The rockets made by Elon Musk are really several steps advanced than other rockets. It means that Elon Musk Its rocket knowledge is a bit more than others.

The company called Tesla is now a brand in the whole world that is constantly making new cars.

Elon Musk's company has no choice in launching our first Bangladesh-made satellite "Bangabandhu Satellite-1".

Thanks a lot for sharing such a nice informative post about Didi Elon Musk.

 last year 

Thank you so much for your meaningful words.

Most welcome mam

Loading...
 last year 

এলন মাস্ক এর নাম আমরা প্রথম থেকেই শুনে আসি আশেপাশে মানুষদের কাছে ৷ তবে এলন মাস্ক এর জীবন কাহিনী ধারনা আমরা একটুও জানা ছিল না ৷ কিন্তু আজকে আপনার পোস্টি পড়ে এলন মাস্ক সম্পর্কে বেশ সুন্দর ভাবে বুঝতে পারলাম ৷ আপনি তার জীবনের সফলতা নিয়ে বেশ কিছু তথ্য সংক্রান্ত তুলে ধরেছেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আপনার জন্য শুভকামনা রইলো ৷

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

Saludos amigo

Qué Buena lección sin duda Elon Musk es un hombre muy interesante además de que de él podemos aprender muchísimo su historia y su trayectoria para llegar al éxito es realmente inspiradora. .

Tus preguntas Me gustaron muchísimo porque nos podrían dar muchos Tip para seguir aprendiendo de él y quizás seguir sus pasos para lograr éxito y sobre todo alcanzar los sueños, Elon Musk es de estas personas de las cuales podemos aprender con sus historias.

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য প্রদান করার জন্য।

Definitivamente los libros son una arma poderosa para la mentes brillantes y Elon Musk lo supo aprovechar desde su infancia.

Me gustaron mucho tus preguntas, qué de seguro nos dejará un buen consejo.

Éxitos y bendiciones

 last year 
Thank you so much for your valuable comment. Really i appreciate your opinion.

To have a broad knowledge we have to read many books to feed our brain with ideas, Elon Musk from a very young age read many books as well as the great inventors in the past, maybe you and I do not have the intellect of Elon Musk because since we were little our hobby was something else, but if we were focused on reading productive things we would not be where we are today.

 last year 

Thank you so much for your meaningful words.

Interesantes cuestionamientos para Elon Musk, para conocer cómo ha sabido alcanzar el éxito en los negocios y qué le ha llevado a querer robotizar algunas actividades humanas.

Este es un personaje del cual hay muchas cosas por aprender.

Éxitos en el concurso.

 last year 

Thank you so much sir, for your valuable and meaningful words.

 last year 

Hola amigo qué buena publicación.

De este personaje sin duda alguno es mucho lo que podemos aprender para poder alcanzar nuestros sueños, él es un ejemplo motivador de que en la vida podemos llegar muy lejos sin importar desde donde comenzamos.

Saludos éxito y muchas bendiciones amigo para ti

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67002.47
ETH 3459.18
USDT 1.00
SBD 2.65