ধৈর্য্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।

in Incredible Indialast year (edited)
pexels-photo-6725331.jpeg
source

Hello Everyone,

কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। এখন প্রায় শেষ রাত, তাই আমি অন্য দিকে না গিয়ে মূল লেখাতে চলে যাচ্ছি।

ধৈর্য্য কি?

ধরে নিলাম যে আমি কোনো ব্যাংকে গিয়েছি। আর সেখানে গিয়ে দেখি একটা লম্বা লাইন। সুতরাং আমাকে অপেক্ষা করতেই হবে। তারপর একটা সময় আমার নম্বরটা ও চলে আসবে। এই যে অপেক্ষা করা এটাই হচ্ছে ধৈর্য্য।

আপনার পরিবারের মধ্যে কে সবথেকে বেশি ধৈর্য্যশীল?

pexels-photo-2224959.jpeg
source

অবশ্যই আমার পরিবারে আমার মা বেশি ধৈর্যশীল। এমনকি আমি মনে করি পৃথিবীর সকল মায়েরাই বেশি ধৈর্য্যশীল প্রকৃতির।

আপনার দেখা একজন ধৈর্য্যশীল সফল ব্যক্তি সম্পর্কে বলুন।

pexels-photo-3760263.jpeg
source

ধৈর্যশীল ব্যক্তি তার জীবনে সফলতা অর্জন করবে এটাই স্বাভাবিক। আমি এরকম একজন সফল মানুষের গল্প তুলে ধরবো এখন।

আমারই গ্রামের রিপন নামক একটি লোক, উচ্চ মাধ্যমিক পাস করার পর পারিবারের অর্থনৈতিক উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করে।

প্রথমেই আমাদের বাজারে একটি কম্পিউটার নিয়ে বসেছিল। টুকটাক উপার্জন হতে শুরু করলো। এরপর একটা চাকুরীর জন্য আবেদন এবং পরীক্ষাও দিয়েছিল।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দুর্নীতি করার জন্য রিপন সেই চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল। এরপর ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে চলে এসেছিল। প্রায় এক সপ্তাহ রিপন রাস্তায় বের হয়নি তখন।

রিপন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইনি বরং দিন-রাত এক করে, উপার্জনের বিকল্প পথ অনুসন্ধান করতে থাকে। অবশেষে একটা মাধ্যমে পৌঁছাতে সক্ষম হয়।

তবে একদিন, এক মাস বা এক বছরে না, দীর্ঘ পাঁচ বছর ধৈর্য্য ধারণ করে পরিশ্রমের ফলে বিগত বছর পর রিপন সফলতা অর্জন করতে সক্ষম হয়।

দশ হাজার টাকা বেতনের চাকরি প্রত্যাশী ছেলেটি এখন কোটিপতি।

ধৈর্য্য রাখা উচিত নাকি উচিত না? যদি উচিত হয়, তাহলে ধৈর্য্য ধারণ করা কেন গুরুত্বপূর্ণ?

  • অবশ্যই ধৈর্য্য ধারণ করা উচিত।
  • ধৈর্য্যশীলরাই সফলতা অর্জন করতে পারে।
  • এই পৃথিবীতে "শর্ট-কাট" বলতে কিছুই নেই। কিছু করতে হলে অবশ্যই ধৈর্য্য ধারণ করেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে।
  • সকল সমস্যার সমাধান করা সম্ভব এই ধৈর্য্যের মাধ্যমে।
উদাহরণ স্বরূপঃ

এক রাজা প্রতিদিন মন্দিরে ঠাকুর দর্শনের উদ্দেশ্যে যেতেন। আর ঐ মন্দিরের দরজায় দুইজন ভিক্ষুককে দেখতেন প্রতিদিনই। রাজাকে দেখে একজন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যে ঈশ্বর যেন তাকে ও কিছু দেন। অন্যদিকে অন্য ভিক্ষুক রাজার কাছে চাইতেন।

একদিন রাজা স্বর্ণমুদ্রাসহ থালা ভর্তি খাবার পাঠালেন ঐ ভিক্ষুকের জন্য যিনি রাজার কাছে চাইতেন। খাবার পেয়ে ভিক্ষুক মজা করে খেতে লাগলেন। আর অন্য ভিক্ষুককে তিরস্কার করতে শুরু করলেন।

কিন্তু খাবার অনেক ছিল তাই শেষ করতে না পেরে অন্য জনকে দিয়ে দিলেন। কিছুদিন বাদে রাজা তখন আবার মন্দিরে আসলেন, তখন দেখলেন যাকে উদ্দেশ্য করে খাবার দিয়েছিলেন, তিনি আছেন আর অন্য ভিক্ষুক নেই।

তখন রাজা বুঝতে পারলেন, আসলে কি হয়েছে।স্বয়ং ঈশ্বর ও ধৈর্য্যশীল ব্যক্তিকে পছন্দ করেন।

Sort:  
Loading...
 last year 

ধৈর্য নিয়ে অসম্ভব সুন্দর একটা পোস্ট! আসলে আপনার পোস্ট পড়ার পর! আমার মনে হয়েছিল,,, মানুষের জীবনে ধৈর্য জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ!সেটা আপনি আমাদের মাঝে দুইটা ঘটনা,,, দুইটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন।

একজন আপনাদের গ্রামের রিপন,, আমি ওনাকে অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাই! কারণ উনি ধৈর্য হারান নাই, বরং দিনরাত এক করে! তার কর্মের জায়গাটা খুঁজে নিয়েছেন! আপনি শেষে উল্লেখ করেছেন,,, ১০ হাজার টাকা বেতন চাকরি পাওয়ার আশায়,, যে ছেলেটা ঘুরে বেড়াতেন,, সে এখন কোটিপতি, আসলে তার এই সফল হওয়ার পেছনে মূলমন্ত্র হচ্ছে ধৈর্য।

শেষে দেখলাম,, আপনি একজন রাজার ঘটনা উল্লেখ করেছেন! আসলে আমাদের জীবনে ধৈর্য ছাড়া কোন ব্যক্তি সফল হতে পারেনা! আপনার পোস্ট থেকে আমি আজকে,,, ধৈর্য সম্পর্কে অনেক শিক্ষা গ্রহণ করেছি! অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য,,, ভালো থাকবেন।

 last year 

প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জ্ঞানমূলক একটি পোস্ট করার জন্য। ধৈর্য এমন একটি ফল যার ফল অতি মিষ্টি হয়ে থাকে। কিন্তু এই মিষ্টি ফল অতি সহজেও কেউ পেয়ে থাকে না। অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব।

যা আপনি একটি ভাইয়ের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। রিপন ভাইয়ের লাইভ স্ট্যান্ডটা ছিল অন্যরকম যা তার ধৈর্যের মাধ্যমে পরিচয় পাওয়া যায়।

তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এত সুন্দর একটি পোস্ট আমাদের সবার মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year 

Amigo es verdad debemos tener mucha paciencia para poder llegar al éxito y tener en cuenta que todo los problemas lo podemos solucionar con paciencia. Bonito artículo gracias por compartir. Saludos y bendiciones.🤗

 last year 

Most welcome my dear honourable friend for your meaningful words.

 last year 

Gracias amigo...🤗

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48