আপনার লেখা অনুসারে এটাই বলব যে এই জল প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। জলের তিনটি অবস্থা রয়েছে কঠিন, তরল ও বায়বীয় আপনি সেগুলোকে ও দেখলাম জলের বৈশিষ্ট্যের মধ্যে তুলে ধরেছেন।
যদিও জলকে বলা হয় যে "জলের অপর নাম জীবন।" কিন্তু এই জল যদি দূষিত হয়, তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সেই দূষিত জলের জন্য।
আপনার সম্পূর্ণ লেখাটি মোটামুটি জলকে কেন্দ্র করে। আপনি জল সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখাতে সামিল করেছেন । ধন্যবাদ আপনাকে সুন্দর লেখাটির জন্য।