My weekly report (Senior Moderator & Head- Discord)|| 30th April 2024||
Hello Friends,
শুভ দুপুর, তবে আমার কাছে মধ্যে হয় দুপুরটা আর শুভ নেই। প্রচন্ড সূর্যের তাপে অশুভতে পরিণত হয়েছে। আপনাদের মতো আমিও বিরক্ত প্রচন্ড গরমের জন্য। তবে এই গরমে কাজের ব্যস্ততার জন্য কিভাবে যেন একটি সপ্তাহ অতিবাহিত হলো নিজেও বুঝতে পারিনি।
বিগত সপ্তাহে কাজ করতে গিয়ে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি যেটা খুব বাজে। তাছাড়া এটা আমি একজন বাংলাদেশী হওয়ার কারণে আরো বেশি লজ্জাজনক। কারণ স্টিমিট প্ল্যাটফর্মে অনেকেই জেনে বুঝে শুধুমাত্র উপার্জনের জন্য দিনের পর দিন অনৈতিক কাজ করেই চলেছেন।
চোরের দশদিন ও গৃহস্থের একদিন
প্রবাদ
আমি গতকাল ও একটি লেখা পরিদর্শন করেছিলাম যেখানে re-write ছিল। ধরে নিন এইটা সেই সকলের জন্য একটা সতর্কতা ও বটে। কারণ আমাদের কমিউনিটি স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়মানুসারে পরিচালনা করা হয়।
|
---|
Hangout |
---|
➡️যদিও আমাদের পরিবারের সকলের সাথে বিগত সপ্তাহে একটি বিনোদন পর্ব ছিল কিন্তু পাশাপাশি আমরা কিছু তথ্য ও স্টিমিয়ানদের সাথে ভাগ করে নিয়েছিলাম। কারণ বিশ্রাম ও বিনোদন কাজের অবিচ্ছেদ্য অংশ তবুও আমরা সবাই এখানে কাজের জন্যই একত্রিত হতে পেরেছি। যে কারণে আমাদের কাজের বিষয়টাকেই প্রথম প্রাধান্য দেওয়া উচিত যেটা আমরাও করি।
|
---|
➡️ আমাদের পরিবারের এক ভাইয়ের সাথে কথা বলার উদ্দেশ্য আমরা ভয়েসে যুক্ত হয়েছিলাম। পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এক দিদিও। তবে ভাইয়ের সাথে আমাদের কথোপকথন ছিল পোস্ট কোয়ালিটি নিয়ে। আমরা অনেকেই কোয়ালিটি কোয়ালিটি এই শব্দে আটকে যাই।
➡️ আবার অনেকেই মার্কডাউনেই অনেকটা সময় অতিবাহিত করি। অবশ্যই আমরা মার্কডাইন ব্যবহার করবো কিন্তু সেটার পূর্বে ভাষার প্রয়োগ সঠিক আছে কি না এটা গুরুত্বপূর্ণ।
➡️আবার অনেক কি লিখবেন এটা নিয়ে চিন্তিত। এ ক্ষেত্রে একটা তথ্য দিবো যে আপনাদের বিষয়বস্তু যেমনই হোক না কেন ভাষার সঠিক ব্যবহার ও যথাযথভাবে আপনার অভিমত উপস্থান সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।
➡️আমরা মানুষ ভুলের উর্ধ্বে না। কিন্তু শীর্ষক একটা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ইদানিং অনেকেই দেখি শীর্ষকের সাথে নিজের ইউজার নেম যোগ করে দেন। এটা সঠিক না, কারণ শীর্ষক এমন একটা অংশ যেটা দেখেই লেখার বিষয়বস্তু উপলব্ধি করা সম্ভব।
➡️ আবার শীর্ষকের স্পষ্টটা পাঠক ও পাঠিকাদেরকে আকৃষ্ট করে ঐ নির্দিষ্ট লেখাটি পড়ার জন্য। তাই সকলকে অনুরোধ করবো যে কোনো পোস্টে শীর্ষকের দিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ইউজার আইডি যোগ করার কোনো প্রয়োজনীয়তা নেই।
|
---|
Date | Post Count |
---|---|
👉23-04-2024 | 29 |
👉24-04-2024 | 18 |
👉25-04-2024 | 16 |
👉26-04-2024 | 10 |
👉27-04-2024 | 10 |
👉28-04-2024 | 05 |
👉29-04-2024 | 14 |
Total Verification post:- 102
|
---|
➡️ বাধ্যতামূলক নিয়মাবলীর মধ্যে একটি ক্লাব মেইনটেইন করা। তবে বর্তমান ক্লাব বহির্ভূত বেশ কিছু স্টিমিয়ান দেখা যাচ্ছে কারণ হলো এস বি ডি। স্টিমিয়ান বন্ধুরা আমরা সকলেই কাজ করবো কিন্তু নিয়মাবলী অনুসরণ করে তবেই করবো।
|
---|
➡️ পাশাপাশি আমি প্রতিদিন চ্যালেঞ্জ পোস্টের কাউন্ট ও খাতায় লিখে রাখি যাতে সপ্তাহ শেষে হিসেব মেলানোটা সহজ হয়।
আমার আজকের সাপ্তাহিক প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
Regards
@piya3 (Senior Moderator)
Incredible India
সত্যি কথা বলতে আমাদের সকলেরই গরমে অস্থির অবস্থা। তীব্র তাপপ্রবাহের কারণে একপ্রকার গৃহবন্দী হিসেবে দিন পার করছি।
আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে পোস্ট উপস্থাপন করেছেন। যেহেতু এনগেজমেন্ট চলছে তাই আপনাদেরও ব্যস্ততার কোন শেষ নেই। ক্লাবের অন্তর্ভুক্ত থাকার জন্য নিয়মিত পাওয়ার আপ করাটা খুবই জরুরী। এটা অনেকেই মানে না। অথচ আপনারা বারবার এ ব্যাপারে সতর্ক করেই যাচ্ছেন।
আপনার এই পোষ্টটি পড়ে আজকে নিশ্চয়ই এরকম অনেকেই আরো সতর্ক হবে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে সাপ্তাহিক রিপোর্টটি প্রকাশ করার জন্য।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনার লেখা পড়ে বোঝাই যাচ্ছে আপনি কমিউনিটির জন্য কতটা দায়িত্ববান। কমিউনিটির বিভিন্ন কাজ আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা আপনার লেখায় ভালোভাবেই বোঝা যাচ্ছে। আপনাদের থেকে আমাদের অনেক কিছু সেখার রয়েছে। কমিউনিটিতে নতুন ইউজার হিসেবে কতই না ভুল করে থাকি আমরা আপনারা কত সুন্দর ভাবে সেই ভুল গুলোকে বুঝিয়ে দেন আমাদের। এজন্য আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। অনেক ভালো লাগলো আপনার লেখাটা পড়ে। সারা সপ্তাহের কর্মকান্ড আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বিগত সপ্তাহের মতো এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আসলে আপনার পোস্ট পরিদর্শন করলেই বোঝা যায় আপনি কতটা পরিশ্রমের সাথে এই কমিউনিটির মাঝে কাজ করে যাচ্ছেন।
আপনার জন্য সবসময় শুভকামনা রইল।
আসলে যে পরিমাণ গরম পড়েছে তাতে আর এখন আর কোন কিছুর আগে শুভ শব্দটা লাগাতে কিছুটা অস্বস্তি বোধ হয়।
এরই মাঝে আপনি খুব চমৎকার ভাবে কমিউনিটিতে আপনার উপর অর্পিত দায়িত্ব গুলো পালন করা যাচ্ছেন।
সাথে কোন ভুল ত্রুটি হলে আপনি সে সম্পর্কে আমাদেরকে সচেতন করে দিচ্ছেন।
এ সপ্তাহে আমার নিজেরও একটা অনিচ্ছাকৃত ভুল আপনার কথায় সংশোধন করতে পেরেছি।
এসব কাজের জন্য আপনি অবশ্যই প্রশংসার দাবিদার।
এত সুন্দর করে সাপ্তাহিক রিপোর্টটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।