My weekly report (Senior Moderator & Head- Discord)|| 23th April 2024||

in Incredible Indialast month (edited)

Hello Friends,
কেমন আছেন সবাই? এক এক করে সাতটি দিন অতিবাহিত করার পরে আবারো একটি সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করতে চলে এসেছি। আশাকরি, আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে আমার বিগত সপ্তাহের সকল কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।

আমাদের কমিউনিটিতে নতুন নতুন লেখা দেখে খুবই ভালো লাগছে। এক একটি প্রতিযোগিতা মানেই যেন নিজেকে উন্নত করার জন্য সুবর্ণ সুযোগ। তাছাড়া প্রতিটি লেখা যেন কিছু না কিছু তথ্য দিচ্ছে আমাদেরকে।

Tutorial Class

IMG_20240423_192704.jpg

➡️বিগত সপ্তাহের বুধবার, আমাদের কমিউনিটিতে একটি তথ্যবহুল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। যেখানে আমাদের কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। টিউটোরিয়াল ক্লাসে আমাদের কমিউনিটির শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া দিকনির্দেশনা মূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছিলেন।

My Activity

IMG_20240423_193545.jpg

➡️ যেহেতু, ক্লাবে পরিবর্তন দেখা যাচ্ছে তাই আমি কয়েকজন সম্মানিত স্টিমিয়ান বন্ধুর ক্লাব ট্যাগ পরিবর্তন করেছিলাম।

IMG_20240423_195900.jpg

➡️পোস্ট ভেরিফিকেশনের সময় যে সমস্যা সবথেকে বেশি পাচ্ছি সেটি হচ্ছে ছবির সমস্যা। অনেকেই দেখছি Canva ব্যবহার করে ছবি সম্পাদনা করেছেন কিন্তু ঐ যোগ করা ছবিটির উৎস লিংকআপ করেন নি।

➡️এটা সকলের উদ্দেশ্যেই বলা যে যেখান থেকেই ছবি নিন না কেন, অবশ্যই সেটা কপিরাইট ফ্রি সাইট হতে হবে এবং যথাযথভাবে উৎস লিংকআপ করতে হবে।

➡️ছবির বিষয়ে আরো কিছু তথ্য:- এক স্টিমিয়ান বন্ধুকে দেখলাম মন্তব্যের মাধ্যমে অবগত করেছেন ছবি কপিরাইট ফ্রি এবং উৎস সঠিকভাবে ঐ স্টিমিয়ান উল্লেখ করেননি। প্রথমত, আমি আপনাদেরকে বলবো কাউকে কোনো তথ্য দেওয়ার পূর্বে নিজে সঠিক কি না সেইটা বুঝতে হবে।

➡️কারণ নিজে সঠিক না জেনে কাউকে ভুল দিকনির্দেশনা দেওয়া একদমই উচিত না। আমরা কারো ভুল ধরতে পারিনা বরং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানাতে সহযোগিতা করতে পারি। তাই সকলকে বলবো দিকনির্দেশনা দেওয়াটা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু সেটা যেন নির্ভুল হয়।

IMG_20240423_200326.jpg

➡️ক্লাব বহির্ভূত হওয়াটা দুঃখজনক হলেও মাঝেমধ্যেই এটা দেখছি। তবে সকল স্টিমিয়ানকে অনুরোধ করবো নিজের ক্লাবের দিকে খেয়াল রাখার জন্য। কারণ আমরা সকলেই নিয়মাবলী অনুসরণ করতে বাধ্য।

IMG_20240423_200839.jpg

➡️ ফরমেটের অর্ধেকটা অংশ আমি তুলে ধরেছি যেখানে আমি প্রতিটি ক্রাইটেরিয়া চেক করে তবেই একটি পোস্ট ভেরিফাই করি। পাশাপাশি, জেনারেল পোস্টের ভেরিফিকেশন তো আছেই।

IMG_20240423_201949.jpg

➡️আমরা প্রতিনিয়ত দিনলিপি বা কিছু বিষয় নিয়ে লেখা উপস্থাপন করি। যে কারণে হয়তো হঠাৎ করে নতুন একটা লেখার ক্ষেত্রে আমাদের হ্যাশট্যাগে সমস্যা হতে পারে। তবে আমাদের পরিবারেরই এক স্টিমিয়ান যিনি এই বিষয়টি সর্বদাই ইতিবাচক মনোভাবের সাথে গ্রহণ করেন এটা সত্যিই প্রশংসনীয়।

IMG_20240423_202615.jpg

➡️আমি প্রতিদিনই লিখিত নোট রাখি যে আমাদের কমিউনিটিতে কতগুলো চ্যালেঞ্জ আসছে। পাশাপাশি, এটার রেপুটেশন, দেশ ও ক্লাব ইত্যাদি। নচেৎ সপ্তাহ শেষে হিসেব মেলানোটা একটা জটিল রূপ ধারণ করে।

IMG_20240423_203041.jpg

➡️এতো ব্যস্ততার মাঝেও ডিসকর্ডে মাঝেমধ্যেই স্টিমিয়ান বন্ধুদের সমস্যার সমাধান দিতে হয়। এ জন্যই আমরা একটা পরিবার ও বটে। এছাড়া ভেরিফাইড পোস্ট পুনরায় আমি রি-চেক করি। এ কারণেই হয়তো আমাদের কমিউনিটিতে কাজ সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারি।

বার্তা: আমাদের উচিত সকল নিয়মাবলী অনুসরণ করা। পাশাপাশি ছবি ও ক্লাবে সচেতন হওয়াটা অতীব জরুরি।

আমার আজকের সাপ্তাহিক প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Regards
@piya3 (Senior Moderator)
Incredible India

Discord Twitter Telegram Instagram

Sort:  
 last month 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারো আমাদের সাথে এক সপ্তাহের কার্য বলি শেয়ার করার জন্য। আপনার পোস্টে পরে বিশেষভাবে খেয়াল আসলো আমার ক্লাবের প্রতি। আপনি অনেক সুন্দর ভাবে সবাইকে সাহায্য করে থাকেন। এটা আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে। নতুন নতুন লেখক এর লেখা পড়ে আমারও বেশ ভালো লাগে। এদের মনের কথা আমাদের সাথে শেয়ার করে আমাদের আরো নতুন ভাবে কিছু শিখিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last month 

এটা দেখে ভালো লাগলো যে আপনি প্রতিবেদনে উপস্থাপন করা ক্লাবের বিষয়টি লক্ষ্য করেছেন যেটা একজন স্টিমিয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি সপ্তাহের প্রতিবেদন খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য। ‌‌ আপনার লেখাগুলো আমি মনোযোগ সহকারে পড়েছি আপনি প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবেই উপস্থাপনা করেছেন।

স্টিমের দাম বাড়াতেই অনেকেই বিক্রি করে দিচ্ছে সেই কারণে ক্লাব মেইনটেন করতে পারছে না আবার গতকালকে রুবেলা আপুর সাপ্তাহিক প্রতিবেদনে পড়েছিলাম যে সার্ভারের সমস্যার কারণে ক্লাব দেখার সময় অনেক সময় লাগছে।

পোস্ট ভেরিফিকেশনের সময় যে সমস্যা সবথেকে বেশি পাচ্ছি সেটি হচ্ছে ছবির সমস্যা। অনেকেই দেখছি Canva ব্যবহার করে ছবি সম্পাদনা করেছেন কিন্তু ঐ যোগ করা ছবিটির উৎস লিংকআপ করেন নি।

এই কথাগুলো আমাদের সাথে অনেকবারই আলোচনা করা হয়েছে ফ্রি সাইট থেকে ছবি নিয়ে‌ থাম্বেল তৈরি করলে অবশ্যই তার লিংক ব্যবহার করতে হবে। আপু আপনাকে আবারো ধন্যবাদ জানাই এই কথাগুলো পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last month 

স্টিমের দাম বাড়াতেই অনেকেই বিক্রি করে দিচ্ছে সেই কারণে ক্লাব মেইনটেন করতে পারছে না আবার গতকালকে রুবেলা আপুর সাপ্তাহিক প্রতিবেদনে পড়েছিলাম যে সার্ভারের সমস্যার কারণে ক্লাব দেখার সময় অনেক সময় লাগছে।

  • মন্দ বলেননি, তবে আমার এটা মনে হয় ৫০/৬০ স্টিম বিক্রি না বরং power down দিয়ে যারা বড় অংকের স্টিম বিক্রি করছে এটার জন্যই স্টিম মূল্য স্থায়ী হচ্ছে না।
  • ক্লাব দেখার জন্য একাধিক লিংক আছে তাই ক্লাব দেখতে তেমন একটা সমস্যা হওয়ার কথা না । এমনকি এগুলো আমাদের এডমিন ম্যাম এবং আমরা অনেকবার সকলকে জানিয়েছি।
Loading...
 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি সাপ্তাহিক কার্যক্রম অনেক সুন্দর করে সাবমিট করেছেন। এবং আপনার পুরো লেখাটা পড়ে অনেক সুন্দর লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে পোস্টটি করার জন্য।

 last month 

সপ্তাহের মতো এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার পোস্ট পরিদর্শন করলেই বোঝা যায় আপনি কতটা সক্রিয়তার মাঝে এই কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছেন।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল সামনের দিকে এগিয়ে যান।

 last month 

হ্যাঁ ভাই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি নিজের দায়িত্ব পালন করার জন্য। ভালো লাগলো আপনার মূল্যবান মতামত ভাই। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70765.98
ETH 3797.96
USDT 1.00
SBD 3.46