My weekly report (Moderator & Discord in Charge)|| 26th January-2023||

in Incredible India2 years ago (edited)

Picsart_23-01-26_02-13-18-134.png


হ্যালো
স্টিমিয়ান বন্ধুরা,

প্রথমেই জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা। আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন। সেই সাথে আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে।

সপ্তাহ শেষে আজ আবার চলে আসলাম আপনাদের কাছে ২০শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি, ২০২৩ যে কাজগুলো আমি আপনাদের এবং Incredible India community র সাথে থেকে করেছি। চলুন তাহলে শুরু করা যাক।

কমিউনিটির উন্নতির স্বার্থে মোডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।

আমাদের কমিউনিটির সকল মডারেটর এবং এডমিন মহোদয়া আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই যে কিভাবে রাতে ডিসকোর্ডে(discord 2nd get together) এ মিলিত হবো এবং উপস্থাপনা করব সেই সাথে ইস্টিমিয়ামদের সাথে কি কি বিষয় নিয়ে কথা বলবো কিভাবে কথা বলব। মোটামুটি সবকিছু সিদ্ধান্ত শেষে আমরা নির্ধারিত সময়ে একত্রিত হই।

Screenshot_2023-01-20-21-20-11-89_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg
Screenshot_2023-01-20-20-44-38-64_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg
Screenshot_2023-01-20-20-44-32-41_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg
Screenshot_2023-01-20-20-44-26-72_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg
IMG_20230126_020703.jpg

ঐদিন আমাদের সাথে একত্রিত হয়েছিলেন এমন কিছু ব্যক্তিত্ব যাদেরকে বলা হয় স্টিমিয়ানদের পথপ্রদর্শক। আসলে আমি নতুন করে নাম এখানে উল্লেখ করলাম না কারণ আমার স্ক্রিনশট এর প্রত্যেকটি ছবিতে এই ব্যক্তিত্বদের ছবি রয়েছে।

আমাদের শ্রদ্ধেয় @nainaztengra ম্যাম, যার কিছু কথা আমি ঐ দিন আমার স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করেছিলাম। এমনকি আমার মনে হয় এই কথাগুলো না উল্লেখ করাটা আমার অন্যায় হবে। ম্যামের প্রতিটি কথা প্রতিটি স্টিমিয়ামদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রথমে ম্যাম তিনি তার পরিবার সম্পর্কিত কিছু কথা বললেন আমাদের সাথে।তিনি বললেন তার এই প্লাটফর্মের শুরু থেকে যেভাবে এখানে পৌঁছেছেন।
তিনি এই প্লাটফর্মে কাজ করছেন পাঁচ বছর ছয় মাসের মত।

এখন তিনি ভাল অবস্থানে রয়েছেন কিন্তু তার শুরুন অবস্থাটা আসলে এরকম ছিল না। খুবই সংগ্রামের মধ্য দিয়ে গেছে প্রাথমিক অবস্থাটা। তিনি একসঙ্গে অন্য প্ল্যাটফর্মেও কাজ করতেন। এক পর্যায়ে হাল ছেড়ে দেওয়ার অবস্থা হলেও তার স্বামীকে তিনি বলেছিলেন যে ছয় মাস এখানে কাজ করবেন।

একটি পর্যায়ে এই ৬ মাসেও তার তেমন একটা ভালো ফলাফল আসেনি এই প্লাটফর্ম থেকে। কিন্তু তিনি হাল ছাড়েননি। এবং তিনি তার সততা ও নিষ্ঠার সাথে সংগ্রাম চালিয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছেন।

তিনি আরো কিছু কথা বলেন যেগুলো আরো গুরুত্বপূর্ণ যে "আমি তো কারো না কারো মাধ্যমে সাহায্য পাচ্ছি, আর তাই সেই ব্যক্তিকে না হোক অন্য কাউকে সাহায্য করতে হবে।" " আর স্থির ও ধৈর্যশীল হতে হবে না হলে সফলতা আসবে না।"

আমাদের শ্রদ্ধেয় @ripon0630 ভাই আমাদের সাথে উপস্থিত ছিলেন। কমিউনিটির পক্ষ থেকে আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই তার মূল্যবান মতামত এবং আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছিলেন।

সেই সাথে তিনি আমাদেরকে আরও একটি তথ্য দিয়েছিলেন যেটি আমাদের এডমিন মহোদয়া দিদি আমাদেরকে জানিয়েছিলেন, যে engagement challenge এর গুরুত্ব এবং এটার জন্য কি কি সুবিধা রয়েছে। তাছাড়া ভাই আমাদেরকে সুন্দর ও সাবলীলভাবে আমাদের পথ চলাকে আরো সূদরপ্রসারী করার জন্য অনেক দিক নির্দেশনামূলক মূল্যবান কথা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন।

@ memamun ভাই reputation কথা জিজ্ঞেস করেছিলেন। তখন আমাদের senior moderator @mayedul তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন বিষয়টি।

আমাদের @ rme দাদা আমাদের মাঝে উপস্থিত ছিলেন। আমার প্রণাম গ্রহন করবেন দাদা। কারণ আপনাকে নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।

দাদার কাছ থেকে সেদিন অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছিলাম যেগুলো সম্পর্কে আমি অবগত ছিলাম না। তিনি এমন কিছু কথা বলেছিলেন যেগুলো একজন স্টিমিয়ানের জানাটা খুবই জরুরী।

তাছাড়া এই প্লাটফর্মের বর্তমান কিছু চলমান কার্যক্রম এবং এটার ভবিষ্যৎ সম্পর্কিত কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছিলেন।

IMG_20230126_030712.jpg

Engagement challenge দ্বিতীয় সপ্তাহে বিজয়ী নির্বাচন করার পূর্ব মুহূর্তে আমরা এভাবে কমিউনিটির জন্য অংশগ্রহণকারীদের তালিকা করেছিলাম। আমি যে ছবিটি উপরে উল্লেখ করেছি এটি নিজে আমি তৈরি করেছিলাম।

Screenshot_2023-01-23-13-51-35-63_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg
Screenshot_2023-01-23-13-43-45-64_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg
Screenshot_2023-01-23-13-30-23-68_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

আমাদের কমিউনিটিতে যে নির্দিষ্ট নির্ধারিত নিয়ম গুলো রয়েছে তার মধ্যে এটি একটি, এগুলোর ফটোগ্রাফি আমি শেয়ার করেছি আপনাদের মাঝে। স্টিমিয়ানদের সঠিকভাবে যাচাই করার মাধ্যমে আমরা তাদেরকে সঠিক ও সুন্দর দিকনির্দেশনা করে দেয় প্রদান করি। Face verify এটা বাধ্যতামূলক আমাদের কমিউনিটিতে।

IMG_20230126_032108.jpg

Engagement challenge post verify করার পূর্বে প্রতিটি পোস্ট আমি এভাবে আমার খাতাতে লিখিতভাবে ডাটা সংগ্রহ করে নিই। এটা আমি করি আমার নিজের কাজের সুবিধার্থে।

  • শনিবার থেকে বুধবার পর্যন্ত আমি ৩০ টি রিপ্লাই, ৪২টি comments,২৭ টি engagement challenge post verify এবং ১৫টি general post verify করেছি। এর প্রতিটি কাজ আমার শ্রদ্ধেয় দিদি @-sduttaskitchen এর দিকনির্দেশনা অনুসরণ করে সঠিক ভাবে করতে পেরেছি।
Screenshot_2023-01-26-16-04-26-55_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
Screenshot_2023-01-26-15-02-04-06_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg
Screenshot_2023-01-25-10-36-44-27_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg
  • ব্যক্তিগতভাবে আমি newcomers community তে সর্বদা নজর রাখার চেষ্টা করি। যেখানে আমার কোন ভাই বা বোন যেন সঠিক দিকনির্দেশনার অভাবে কাজ করা থেকে বঞ্চিত না হয়।

  • আমার এবং আমাদের কমিউনিটির উদ্দেশ্য যে আরো বেশি বেশি নতুনের আগমন হোক আমাদের মাঝে এবং তাদের এই প্ল্যাটফর্মের যাত্রাটা যেন সঠিক পথ নির্দেশনার মাধ্যমে শুরু হয়। আর সেই জন্য আমিও আমার কমিউনিটি এবং আমার সকল সহজে দ্বারা একতাবদ্ধ ভাবে আমরা কাজ করে চলেছি।

  • রুবিনা আপু গতকাল অনেকবার আমাদের সাথে ভয়েস কলে যোগদান করেছিলেন তার বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছিলেন। আমরা তাকে আমাদের সাধ্যমত চেষ্টা করেছি বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।
  • অবশেষে মাঝরাতের দিকে আমি আপুর একাউন্টে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম achievement1 verified. যাইহোক দেখে অনেকটা ভালো লাগলো কারণ আমরা অনেক প্রচেষ্টা করেছি তার কাজ শুরু করার ক্ষেত্রে।

  • আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সকল সহযোদ্ধা ভাই ও দিদিদের। @sduttaskitchen @sampabiswas @mayedul @mahir4221 এইখানকার প্রতিটা সফল কাজের অংশীদার আমার শ্রদ্ধেয় এই ব্যক্তিত্ব মহোদয়া ও মহোদয়। একটি কাজ তখনই ভালো হয় যখন সেখানে থাকে একতা। আমরা একটা পরিবার তাই আমাদের কাজগুলো পরিবারেরই অংশ।

যাইহোক, আমার আজকের প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী সপ্তাহে আবারো নতুন নতুন কার্যাবলী সম্পর্কিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব।

Regards :
@piya3

Sort:  
 2 years ago 

Very good report submitted 👍🏻😊

 2 years ago 

Thank you so much Didi.

 2 years ago (edited)

আসলে সত্যিই আমাদের কমিউনিটির রলস্ গুলো অক্ষরে অক্ষরে পালন করতে আপনারা মডারেটস্ বৃন্দ বদ্ধ পরিকর।
এর মধ্যে সব থেকে বেশি আকর্ষনীয় আমার কাছে যেটি লেগেছে সেটি হলো, ফেইস ভেরিফিকেশন।আমি জানিনা আমাদের এই নতুন কমিউনিটিটাতে এই পর্যন্ত যতগুলো ফেইস ভেরিফাইড হয়েছে, তা অনান্য অনেক পুরোনো কমিউনিটিতে হয়েছে কিনা।আমিও নিজেও কমিউনিটির রুলস্ পূরণ করার জন্য কমিউনিটির ২জন মডারেটের এর সামনে দিয়ে ফেইস ভেরিফাইড করেছি।

দোয়া এভাবেই সামনে দিকে এগিয়ে যান আর আমদেরকেও এগিয়ে নিয়ে যান।

 2 years ago 

Thank you my brother.

 2 years ago 
  • কি যে বলবো আপু আপনার পোস্ট যত দেখি ততই কেন জানি লোভ লেগে যায় কবে জানি আমি আপনার মত করে সুন্দর করে গুছিয়ে পোস্ট করতে পারবো।

আপনার রিপোর্টটা পড়ে বেশ ভালোই লেগেছে আর আপনাদের সাহায্য নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ একদিন সফল হব আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিপোর্টের মাধ্যমে বিস্তারিত সম্পূর্ণটা আলোচনা করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45