My weekly report (Moderator & Discord in Charge)|| 21th April-2023||

in Incredible Indialast year (edited)
20230412_113949_0000.png

Hello Everyone,

কেমন আছেন সবাই? আশাকরি আপনারা ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায়।

আবারো একটি দুর্দান্ত সপ্তাহ অতিবাহিত করলাম আপনাদের সাথে। প্রত্যেকটি মূহুর্তে কিছু না কিছু শিখেছি। কমিউনিটিকে কেন্দ্র করে, আমার বিগত সপ্তাহের কার্যাবলী প্রতিবেদনে উপস্থাপন করতে চলে এসেছি।

Tutorial Class:-

1682044328213.jpg

12/04/2023ইং, স্টিমিয়ানদের জন্য কমিউনিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন (tutorial class). আপনারা খেয়াল করলে দেখবেন যে বিগত সপ্তাহের ছবি আর এই সপ্তাহের ছবির মধ্যকার কিছু ভিন্নতা।

কিছু নতুন মুখ উঠে এসেছে। আবার কিছু চেনা মুখ আর দেখা যাচ্ছে না। তবে যারা ক্লাসে অংশগ্রহণ করছে প্রতিনিয়ত, তাদের মধ্যে পরিবর্তন না আসা শুরু হয়েছে।

বিগত সপ্তাহে স্টিমিয়ানদের থেকে জানতে চাওয়া হয়েছিল যে তাদের কি কি সমস্যা রয়েছে। আর এই নতুন ধারাবাহিকতা ক্লাসে আনা হয়েছে শ্রদ্ধেয় এডমিন মহোদয়া @sduttaskitchen দিদির দিকনির্দেশনা অনুসারে।

স্টিমিয়ানদের কিছু দিন বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় এডমিন মহোদয়া। কারণ তাহাতে স্টিমিয়ানরা তাদের সৃজনশীলতা স্টিমিট প্ল্যাটফর্মের নিয়মের মধ্যে থেকে প্রকাশ করতে পারে।

Hangout:-

1682044266717.jpg

স্টিমিট প্ল্যাটফর্ম ও কমিউনিটির এত ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি আমাদের সাথে বিনোদন উপভোগ করা বা সঙ্গ দেওয়া থেকে নিজেকে বিরত রাখেননি।

গান, কবিতা, আড্ডা ও নতুন নতুন খেলা স্টিমিয়ানদের জন্য। সেই সাথে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাস শেষে সকল অংশগ্রহণকারীদের মধ্যে বাছাই করে আকর্ষনীয় পুরস্কারের সুব্যবস্থা রয়েছে।

কমিউনিটির উন্নতির স্বার্থে মোডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।

1682049142460.jpg

কমিউনিটির জেনারেল পোস্ট যাচাই করনে আমার অংশগ্রহণ রয়েছে। আপনারা কতজন লক্ষ্য করেছেন আমি জানিনা আমাদের কমিউনিটিতে দুইজন স্টিময়নের প্লাগইয়ারিজম ধরা পড়েছে।

@noelisdc আমাদের সাথে নতুন Mod হিসেবে যুক্ত হয়েছেন। কিন্তু তার প্রশংসা না করলেই নয়। ব্যক্তিগতভাবে এমন কমিউনিটির পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি তার নিজের জায়গা থেকে কমিউনিটির কার্যক্রমে দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন।

আমি সহ আমার কমিউনিটির সকল সহযোগী এবং আমাদের অভিভাবক এডমিন মহোদয় দিদি, আমরা সকলেই আগ্রহী নতুনদের জন্য এবং তাদের সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য।

কিন্তু আমরা কেউ এস্টিমেট প্ল্যাটফর্মের নিয়মের বাইরে কাজ করিনি এখনও করতেছি না এবং ভবিষ্যতেও করবো না। তাই সকলের উচিত টিউটোরিয়াল ক্লাসে অংশগ্রহণ করে যার যার সমস্যাগুলো উপস্থাপন করা এবং সেখান থেকে ভুলগুলো শুধরে নেওয়া।

1682049457305.jpg

তাছাড়া আমাদের কমিউনিটিতে বর্তমান এপ্রিল মাসের উইকলি কনটেস্ট চলমান রয়েছে। সেই পোস্টগুলো যাচাই করার ক্ষেত্রেও আমার অংশগ্রহণ রয়েছে।

আমি ব্যক্তিগতভাবে এই প্রতিযোগিতার ক্ষেত্রে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি। যে প্রতিযোগিতা শুধুমাত্র প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না। এখানে আমাদের সক্রিয়তা বৃদ্ধির একটা ব্যাপার রয়েছে।

তাছাড়া আমরা যেই লেখাগুলো প্রকাশ করি সেই লেখাগুলোকে কোয়ালিটিতে রূপ দেওয়ার ক্ষেত্রে এই প্রতিযোগিতা গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানিনা। তবে প্রতিযোগিতার ক্ষেত্রে দেখবেন একটি নির্দিষ্ট টপিক নির্বাচন করা হয়। সেই সাথে এই টপিকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন উপস্থাপন করা হয়।

শুধুমাত্র এ প্রতিযোগিতার ক্ষেত্রে না পরবর্তীতে যখন আপনি বা আমি আমাদের লেখাগুলো প্রকাশ করি, এই প্রশ্নগুলো এর ধারাবাহিকতা বজায় রেখে যদি আমরা আমাদের লেখাগুলো প্রকাশিত করি তাহলে লেখার কোয়ালিটি অনেক উন্নত হয় বলে আমার মনে হয়।

1682050876599.jpg

Necomers community তে আমি সবসময় নজর রাখার চেষ্টা করি। যারা নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে তাদেরকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য আমাদের কমিউনিটিতে আমন্ত্রণ জানাই।

এটার জন্য দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমাদের কমিউনিটির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবাই যে সঠিক দিক নির্দেশন করছে এমনটাও না। তার মধ্য থেকেও কেউ কেউ সঠিক নির্দেশনার অনুসরণের মাধ্যমে তাদের এই প্লাটফর্মে যাত্রা শুরু করছে।

1682051072533.jpg
1682051196277.jpg

Booming support এর ব্যবস্থা রয়েছে আমাদের কমিউনিটিতে। আমাদের শ্রদ্ধেয় এডমিন মহোদয়া দিদিকে আমি সহযোগীতা করি এই booming post re-check এর ক্ষেত্রে।

দিদি আমাদেরকে একটা কথা বলেন যে সব সময় কোন টুলের উপর নির্ভর না করে নিজের মন এবং আঙ্গুলের উপর ভরসা রাখতে। যার জন্য শুধুমাত্র টুলের মধ্যে আমি সীমাবদ্ধ থাকি না।

বড় যে পোস্টগুলো নির্বাচন করা হয় সেই ইউজারের প্রোফাইল সেই সাথে নোটিফিকেশন পরিদর্শন করি। আপনারা এই প্লাটফর্ম কর্তৃপক্ষের প্রতিবেদন গুলো যদি পর্যবেক্ষণ করেন তাহলে সেখানে তার প্রতিফলন দেখতে পাবেন।

যেখানে অনেক স্টিমিয়ান ২ এর অধিক বুবিং সাপোর্ট পেয়েছে সেখানে, আমাদের পরিবারের স্টিমিয়ানরা দুইয়ের মধ্যে সীমাবদ্ধ বলা যায়। যদিও আপনারা দেখবেন বিগত সপ্তাহে আমাদের একজন স্টিমিয়ান @yoyopk দুইয়ের অধিক সাপোর্ট পেয়েছিলেন।

কিন্তু এই ক্ষেত্রে আমরা তাকে দুইটি সাপোর্টের জন্যই নির্বাচন করেছিলাম। তিনি গোটা প্লাটফর্মের একজন সক্রিয় স্টিমিয়ান হিসেবে নির্বাচিত হয়েছেন। যার জন্য এই অতিরিক্ত বুমিং সাপোর্টটি পেয়েছিলেন।

আমি আমার বিগত সপ্তাহের কার্যক্রম সম্পর্কিত আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। আবারো পরবর্তী সপ্তাহে এরকম একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

Sort:  
 last year 

Good job, keep up the great work.

 last year 

Thank you so much 🥰🥰 my dear honourable cute didi. I will do my best.

Loading...
 last year 

Querido amigo muchas gracias por la mención en tu reporte, me alegra que les agrade mi trabajo, gracias a ustedes y sus sabios consejos, ustedes son mi guia y cada dia estoy dispuesta a prender.

Tu informe es realmente hermoso, se nota el compromiso que le impones a todas tus actividades dentro de la comunidad, mil felicitaciones, te deseo muchos éxitos.

 last year 

অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহের মতো,, এ সপ্তাহেও এত গুছিয়ে আমাদের সাথে সাপ্তাহিক প্রতিবেদন,,,,শেয়ার করার জন্য।

আসলে এটা আমাদের একটা পরিবার,,,, আমাদের প্রত্যেকেরই উচিত এই পরিবারটাকে সুন্দর করে,,,,, গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

আপনার সাপ্তাহিক রিপোর্ট পড়ে বেশ ভালো লাগলো। তার সাথে ভেনেজুয়েলা থেকে আমাদের যে মডারেটর রয়েছে,,,,, ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে,,,, আমাদের কমিউনিটির কাজগুলো গুছিয়ে করার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55157.38
ETH 2317.75
USDT 1.00
SBD 2.33